আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Cricbuzz Cricket Scores & News 3.0.4 Modded APK এবং আশা করছি আমার মত ক্রিকেট প্রেমী বন্ধুদের কাজে আসবে। Cricbuzz Cricket এপ্সটি হল সবচেয়ে জনপ্রিয় একটি এপ্স লাইভ স্কোর দেখার জন্য । এমনকি গুগল প্লে ষ্টোরে এই এপ্সটি রেটিং ও মারাত্মক। যারা এই এপ্সটি ব্যবহার করেন তারা হয়ত জানেন যে এই এপ্স দিয়ে কি করা যায়। তারপরও বলি, এই এপ্সটি ব্যবহার করে আপনি একসাথে International cricket, ICC World Cup, ICC World T20, IPL, Champions League T20, Big Bash ইত্যাদি খেলার লাইভ স্কোর দেখতে পারবেন এমনকি খেলার ফিক্সচার সহ খেলাধুলার যাবতীয় খবর পাবেন এই এপ্সটিতে।
তাহলে চলুন এই এপ্সটির কিছু ফিচার দেখে আসিঃ
সৌজন্যেঃ নাইয়রি - প্রযুক্তির উন্মুক্ত দুয়ার।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
কাজে লাগবে