আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসলাম দুইট অসাধারণ এবং পেইড ডাউনলোড ম্যানেজার। ঝামেলাবিহীন ডাউনলোড ম্যানেজার। আপনি খুব সহজেই এপ্স দুইটি ব্যবহার করে রকেট গতিতে ফাইল ডাউনলোড করতে পারবেন। এন্ড্রয়েড এপ্স নিয়ে গত তিনটি টিউন যারা মিস করছেন তারা এই টিউন তিনটি আবার দেখে নিতে পারেনঃ
MX Player Pro এবং AnExplorer File Manager Pro ফ্রী লেটেষ্ট ভার্সন ডাউনলোড করে নিন।
চলুন এবার চলে আসি আজকের টিউনে। আমরা যারা এন্ড্রয়েড ডিভাইস ব্যবহার করি তাদের কে মাঝে মধ্যে অনেক ফাইল মোবাইল দিয়েই ডাউনলোড করতে হয়। অনেক সময় ছোট ছোট ফাইল আবার অনেক সময় বড় বড় ফাইল। যখন আমরা মোবাইল দিয়ে অনেক বড় ফাইল ডাউনলোড করতে যাই তখনই পড়তে হয় সমস্যায়। যদি এই সময় নেট কানেকশন বন্ধ হয়ে যায়, অথবা ডাউনলোডের সময় যদি মোবাইলে ফোন চলে আসে তখন কিন্তু নেট কানেকশন বন্ধ হয়ে যায়। আর তখন আপনার ডাউনলোড ও বাতিল হয়ে যায়। যতটুকু হয়েছিল ততটুকুও চলে যায়। শুধু হায় হায় করতে হয়।
সমস্যা নেই। আজকের পর থেকে আপনাকে আর হায় হায় করতে হবে না। কেননা এই ডাউনলোড ম্যানেজার গুলো Auto Resumable. বলতে যখন নেট কানেশন থাকবে তখন ডাউনলোড হবে আর যখন নেট কানেকশন থাকবে না তখন বাতিল না হয়ে নেট কানেকশন এর জন্য ওপেক্ষা করবে। তাছাড়া আপনি এই এপ্স দুটিকে Default Downloader হিসেবে সেট করে রাখতে পারবেন।
আজকে যে দুইটি এপ্স শেয়ার করছি সেগুলো হলঃ
এই ডাউনলোড ম্যানেজারটি যেকোন ধরনের ফাইল সাপোর্ট করে। যেমনঃ Videos, Images, Music, Applications, সবকিছু। তাছাড়া এই ডাউনলোড ম্যানেজারটি ইন্টারনেট কানেকশন এর সর্বোচ্ছ গতিতে ফাইল ডাউনলোড করে থাকে। আরও বিস্তারিত জানুন এখানে...
নামঃ Loader Droid download manager
ভার্সনঃ 0.9.9.9
সর্বশেষ আপডেটঃ July 21, 2014
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 2.7MB
এই এপ্সটির কাজ ও অসাধারণ। ইন্টারনেট কানেকশনের সর্বোচ্ছ গতে যেকোন ফাইল ডাউনলোড করতে সক্ষম। আমিও এপ্সটি অনেকদিন ব্যবহার করেছি। ভালো লাগছে। যে কোন ব্রাউজার দিয়ে আপনি কোনকিছু ডাউনলোড করতে গেলে এই এপ্সটি দিয়ে ডাউনলোড করার অনুমতি চাবে। যদিও আপনি এই দুইটি এপ্সকেই ডিফল্ট ডাউনলোডার হিসেবে সেট করে রাখতে পারবেন। আরও বিস্তারিত জানুন এখান থেকে।
নামঃ Advanced Download Manager Pro
ভার্সনঃ 4.1.0
সর্বশেষ আপডেটঃ March 12, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 1.3MB
সৌজন্যেঃ নাইয়রি - প্রযুক্তির উন্মুক্ত দুয়ার।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live