ফ্রী কল করুন দেশে বিদেশে আনলিমিটেড ১ টাকাও লাগবেনা!!!

সুপ্রিয় বন্ধুরা! কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিজয়ের মাসে সবাই কিছু না কিছু নতুন করছেন! তাই আজ আমিও হাজির হলাম নতুন কিছু নিয়ে। হাঁ বন্ধুরা আমি আজ যে টিপস টি দেব, তা দিয়ে আপনারা মোবাইল এবং পিসি থেকে সম্পূর্ণ ফ্রী তে দেশে এবং বিদেশে কল করতে পারবেন। তারপর আবার আনলিমিটেড!! আসলে এইটা একটা ANDROID APP । আপস টার নাম হল BIGO. । আপসটি তে রয়েছে চরম সব সুবিধা!! ত চলুন এক নজরে আপস টির জনম কুণ্ডলী জেনে আসি!!!

BIGO কি?

১. Bigo হল একটি Android Voip Calling App.

Bigo ব্যবহার করব কেমন করে?

১. Bigo ব্যবহার করতে চাইলে আপনার অবশ্যই একটি Android Device অথবা পিসি থাকতে হবে।

২. আপনার মোবাইল নাম্বার টি দিয়ে একটি Bigo  Account নিবন্ধন করতে হবে।

৩. তারপর নম্বর ডায়াল করে কল দিতে হবে।

কেন Bigo ?

১. Bigo তে চলছে এক চরম অফার! আপনি নিবন্ধন করার সাথে সাথে পেয়ে যাবেন ১১৬০ পয়েন্ট।

২. প্রতি মিনিট এর জন্য ১১ পয়েন্ট কাটা হবে Bangladeshi Number এ।

৩. বিভিন্ন দেশের কল রেট বিভিন্ন, যেমন Chaina এর জন্য প্রতি মিনিট মাত্র ১ পয়েন্ট।

৪. প্রতি বার এর কল এ নাম্বার পরিবর্তন হয়ে যায়।

৫. যাকে কল দিবেন তার BIGO থাকতে হবে না।

৬. প্রতিবারের লগইন এ পেয়ে যাবেন ২০ পয়েন্ট করে।

৭. কোন বন্ধু কে INVITE করলে পেয়ে যাবেন ২০০ পয়েন্ট।

৮. LIBON এর মত কল কথা আটকে যাবে না।

৯. কথা খুবই পরিস্কার ।

১০. Bigo থেকে Bigo তে করতে পারবেন ফ্রী Ultra HD ভিডিও কল।

১১. প্রতি মাসে পেয়ে যাবেন ১১৫২ ক্রেডিট!!!

 

পিসি তে BIGO!!

Bigo এর কোন পিসি Application নেই। কিন্তু আপনি তা পিসি তেও ব্যবহার করতে পারেন। Bigo পিসি তে ব্যবহার করতে ANDY ব্যবহার করুন।

Bigo সম্পর্কে কিছু কথা;

# সর্বউচ্চ কোয়ালিটি তে কল করতে ৩জি/৩.৫জি/৪জি/ওয়াইফাই ব্যবহার করুন। ২জি তে Bigo ব্যবহার করে কল আটকে গেলে বা কথা শোনা না গেলে আমি বা Bigo কেউ ই দোষী না কিন্তু!!

BIGO ডাউনলোড লিঙ্ক ;

# Bigo! Google Play Store Link

# Direct Apk File Download Link For Bigo!

আমার কিছু কথা;

আমার জানা মতে আমিই প্রথম এই আপ্পস টি শেয়ার করলাম। আমি জানি এই পোস্ট টি বিভিন্ন জাইগাই কপি করা হবে, আমার তাতে কোন সমস্যা নাই, কিন্তু কপারু ভাইদের বলব যে তারা পোস্ট টি কপি করার সময় যেন টেকটিউন কে ক্রেডিট দেয়। আর আপ্পস টি ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

পরিশেষে সকলেই খুব ভালো থাকুন। আবার নতুন কিছু উপহার দেবার চেষ্টা করব।

আর হাঁ !! HD হিন্দি মুভি, HD Dual Audio Dubbing Movie, ১০৮০p HD ভিডিও, ১০৮০p ওয়ালপেপার ডাউনলোড করার জন্য আমার সাইট টি ঘুরে আসতে ভুলবেন না কিন্তু।

সকলেই খুব ভালো থাকুন,

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া , Call oF duty এর সিরিজ গুলার হাইলি কম্প্রেসড থাকলে দিয়েন ,

Level 2

Nice share Bro … কাজ হলে একগাদা ধন্যবাদ (Y)

আন্ড্রয়েড অ্যাপ পিসিতে চালানোর জন্য হালকা কিছু নেই ?

Point ses hoyar somvabona ase ki, ar 3g theke 2g te korle kotha atkaye jay ki?

Level 0

ভাই সব হয় কিন্তু কল হয় না আমি কমপক্ষে ২০ টা কল করে দেখেছি। আর আপনি বলল্লেন আনলিমিটেড কিন্তু আমার মাত্র ২০ মিনিট দিছে এর কারন কি???

    @masud147: Majhe Majhe Server Busy Thake.. Tai Problem Hote Paare.. Next Tym Try Koren.. Ar 20 Point Paile No Problem.. Log Out Kore Again Log In Koren Dekhen Shob Point Peye Jaben.. Amio First Tym 20 E Paicilam!! And Pore 1160p Paici

@তাহমিদ বোরহান: vai je mobile a call korbo seta te o to net thakte hoy.
ami pray 1hour try korlam. je mobile a call dai net off thakle incoming hoy na abar net on korle incoming ase.

Level 0

আবার দেকি হয় কি না। হলে জানাবো না হলে সাথে সাথে Uninstall করবো

@তাহমিদ বোরহান: josss thanks vaiya.
amk 600credit diche and call dile min/33credit kore kate.
r credit ki vabe pabo???

Level 2

Andy er offline version aceki,,??

ধন্যবাদ ৷ভাই কথা বুঝা যায় না ৷
আর আপনার ফেসবুক আইটি টা দেয়ার অনুরোধ করছি ৷
আপনার সাথে যোগাযোগ করার জন্য ৷

ধন্যবাদ ৷ভাই কথা বুঝা যায় না ৷
আর আপনার ফেসবুক আইডি টা দেয়ার অনুরোধ করছি ৷
আপনার সাথে যোগাযোগ করার জন্য ৷

@তাহমিদ বোরহান: vaiya amr wifi 512kbps bt amr to kotha sona jay na.
call receive korle kono sound e ase na. ki korbo ?????

@Mehedi hasan: You Are Most Welcome!

amar to call korar option e nai ha ha ha

ami amar android phone singup kore install dilam . ami credite pai ni . ami phone number diye verify kore si

চার ঘন্টা আগে সাইন আপ করে বসে আছি, ক্রেডিটের কোন খবর নাই।

ধন্যবাদ ৷

Not warking

কাজ করছে। কিন্তু কথা একটু অস্পষ্ট। আরকেটু ক্লিলিয়ার হলে ভাল হত। অবশ্য এতে আপনার কোন দোষ নাই। যারা ডেবলপার তারা একটু দৃষ্টি দিলে ভাল হত।
তবুয়, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

text me app ka kamon vai ?
amar friend ra chalay ora valo bollo

তাহমিদ বোরহান@ by credit pacci na keno?plz help………….

Andy তে Bingo সাপোর্ট করে না। কিভাবে Andy তে চালাবো?

চরম ভাই .ধন্যবাদ .কথা ও ক্লিয়ার .কিন্তুু আমার credit. তো শেষ হয়ে যাচ্ছে .এখন কি করব

ভাই আমার credit. ০ ki ki উপায়ে credit. পাব .

33 credit kate per minute BD to BD

চরম লেগেছে ভাই। আপনাকে এবং আমদের আস্তার শেষ ঠিকানা টিটিকে অশং্খ ধন্যবাদ।অনেক দিন থেকে এমন একটি এপ্স খুজছিলাম। আমি সাধারণত কমেন্ড করিনা কিন্তু এই টিউনটি পড়ার পার থেকে কমেন্ড না করায় নিজেকে অপরাধি লাগছিল।

অনেক ধন্যবাদ খুব ভালো কাজ করছে. আমি গত 3 দিন ব্যাবহার করছি..