আপনি যখন আপনার এন্ড্রয়েড ফোনে নেট ব্রাউজ করেন তখন হয়ত কখ্নও কখনো ভেবেছেন যে যদি পিসির মত মাউস পয়েন্টার ব্যবহার করা যেত তাহলে খুব ভাল লাগত। আর আপনার এই ভাল লাগার জন্যিই এই টিউনটি। আপনি চাইলে সেরকম ভাবেই ব্যবহার করতে পারবেন কিন্তু একটু ভিন্ন ভাবে তাহলে চলুন জেনে নেই সেই ভিন্ন বষয়টি……..
এর জন্য আপনাকে আলাদা ব্রাউজার ব্যবহার করতে হবে। তাহলে চলুন জেনে নিই ব্রাউজারের নাম।
[বি।দ্রঃ এই রকম টিউন আগে করা হয়ে থকলে আমি দুঃখিত]
ব্রাউজারের নাম হল Puffin
চলুন এক নজরে দেখে নেই কি কি থাকছে এই ব্রাউজারেঃ
১। ব্রাউজ করা সাইটগুলো সুসজ্জিত Tab- এ দেখাবে হোমস্ক্রিনে।২2। চমৎকার Menu-র রাখা হয়েছে।
৩। আছে add-ons এর ব্যবস্থাও।
৪। ডিসকানেক্ট হয়ে গেলে রিকানেক্টের জন্য আছে ‘Reconnect server’ অপশন, কানেকশন স্পীড দেখার জন্য আছে Spe bar- এর ব্যবস্থা।
৫।আর সবচেয়ে মজার একটি জিনিস যা Laptop- এ থাকে Mouse Pad যা দিয়ে পয়েন্টারকে নির্দেশনা দেওয়া যাবে।
তাহলে চলুন এবার ডাউনলোড করে নেওয়া যাক এখান থেকে
ধন্যবাদ সথেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত দিতে ভু্লবেন না।
এই টিউনটি আগে এই ব্লগে প্রকাশিত হয়ছিল ঃ http://www.trickdon.com
আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ki vai