এন্ড্রয়েড এর জন্য ডাউনলোড করুন “Adobe Photoshop Touch” সম্পূর্ন্য বিনা মূল্যে।

এন্ড্রয়েড পাগলা বন্ধুরা ক্যামন আছেন? আশা করি ভালো। আর ভালো না থাকলে এখন এক্কান ঔষুধ নিয়ে এসেছি। সেটা হয়ত শিরোনাম দেখেই বুঝতে পারছেন। আবার হয়ত কেউ অবাক ও হচ্ছেন যে Adobe Photoshop  আবার এন্ড্রয়েড এর কিসের??

জি জনাব, Adobe Photoshop এন্ড্রয়েড ভার্সন রয়েছে।  এটি একটি পেইড এপ্স। এবং অনেক গুলো দামি এপ্সগুলোর মধ্যে এটি একটি। যার কারনে সকলে ক্রয় করার সামর্থ্য হয় না।

Adobe সফটওয়্যার কোম্পানির তৈরীকৃত এই এপ্সটির বর্তমান বাজার মূল্য ৯.৯৯ ডলার। এই এপ্সটি এন্ড্রয়েড ট্যাবলেট এর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। এপ্সটির সর্বশেষ আপডেট হয় ২৩ শে নভেম্বর ২০১৪ তে।

কম্পিউটার এ হয়ত অনেকেই Adobe Photoshop সফটওয়্যারটি ব্যবহার করেছেন। এবার এন্ড্রয়েড এ ব্যবহার করার পালা। তাই বলে আপনি কম্পিউটার ভার্সনের মত সব কাজ এই এপ্স দিয়ে করতে পারবেন না। তবে অন্যান্য এপ্স এর তুলনায় অনেক ভালো কাজ করতে পারবেন। ইফেক্ট এড, টেক্স এড, ব্যাকগ্রান্ড চেঞ্জ সহ আরও অনেক কাজ করতে পারবেন এই এপ্সটির মাধ্যমে। যার বিস্তারিত জানতে পারবেন এখানে

কিছু স্কীনশর্টঃ

Adobe Photoshop Touch  For Android v1.7.5 APK
Adobe Photoshop Touch  For Android v1.7.5 APK
Adobe Photoshop Touch  For Android v1.7.5 APK
Adobe Photoshop Touch  For Android v1.7.5 APK

Adobe Photoshop Touch  For Android v1.7.5 APK

এপ্স সম্পর্কেঃ

নামঃ Adobe Photoshop Touch

ভার্সনঃ ১.৭.৫

ফাইল ধরনঃ APK

ফাইল সাইজঃ ৪৭ মেগাবাইট

সর্ব শেষ আপডেটঃ ২৩ নভেম্বর ২০১৪

ডেভেলপারঃ Adobe Inc

গুলল ড্রাইভ থেকে ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে  ক্লিক করে।

সৌজন্যেঃ ফাইল৭১ || এন্ড্রয়েড এপ্স এবং গেমস ডাইরেক্ট লিংকে ডাউনলোড করতে পারবেন আমার এই সাইট থেকে।

Level 2

আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

Level 0

valo tune

অনেক অনেক ধন্যবাদ

    @জাকির হোসেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

thnx

Level 2

যে কোন এন্ড্রয়েড ফোনে চলবে?

    Level 2

    @lordarshad: মিনিমাম কোন সিস্টেম রিকোয়ারমেন্ট আছে?

    @lordarshad: এন্ড্রয়েড এর 3.1 এর উপরের সব ভার্সনেই ইন্সটল হবে।

      Level 2

      @কলিমদ্দি: আমি আগেও অন্য যায়গা থেকে ডাউনলোড করে ইন্সটল করেছিলাম, ইন্সটল হয় কিন্তু ওপেন হয়না। আমি এস টু ইউজ করি।

        Level 2

        @lordarshad: আবার আপনার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করলাম, ইন্সটল করেছি কিন্তু ওপেন হয় না। কোন পরামর্শ থাকলে জানাবেন, ধন্যবাদ।

      Level 2

      @কলিমদ্দি: আমি আগেও অন্য যায়গা থেকে ডাউনলোড করে ইন্সটল করেছিলাম, ইন্সটল হয় কিন্তু ওপেন হয়না। আমি এস টু ইউজ করি।

        @lordarshad: আপনার এন্ড্রয়েড ভার্সন টা চেক করেন। ৩.১ এর নিচে হলে হবে না। আমি সামসাং এস ৪ এ ব্যবহার করছি। ফুল ফিচার এ কাজ ও করতে পারি…

      Level 2

      @কলিমদ্দি: আবার আপনার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করলাম, ইন্সটল করেছি কিন্তু ওপেন হয় না। কোন পরামর্শ থাকলে জানাবেন, ধন্যবাদ।

ভাই install হইছে কিন্তু open হচ্ছে না।

many many thanks vai

    @নয়ন নয়ন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

Level 2

কোন সমাধান পাওয়া গেলো কি? @ কলিমদ্দি

    @lordarshad: ভাই প্রথমে আমি আমার মোবাইলে ইন্সটল দিয়ে সব কিছু দেখে তারপর শেয়ার করেছে। “ইন্সটল হয় কিন্তু ওপেন হয় না” এ কথা শুনে আমি আরও কয়েকটা মোবাইলে ইন্সটল দিয়ে দেখেছি কাজও হয়।

Level 2

” This app is incompatible with your device.”
প্লে স্টোরে এই কথা লেখা আছে। এখন বুঝলাম এস টুতে( GTI 9100 ) তে ফটোশপ টাচ চলে না কেন। এনিওয়ে চমৎকার এই এপটি শেয়ার করার জন্য ধন্যবাদ। যাদের কম্প্যাটিবল ডিভাইস আছে, এঞ্জয় করুন।

ভাই এটা কি ফুল ভার্সন? নাকি ট্রায়াল?

    Level 2

    @রেঁনেসার সাইমুম: এটা পেইড এপ। price $9+

      হে, ইহা একটি পেইড এপ্স। এই এপ্স এর কোন ফ্রী ভার্সন নেই।

আমাকে কেউ বলবেন wi fi কি এবং এটা কিসের জন্য ব্যাবহার হয়