আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। অবশ্য ভালো থাকারই কথা, ঈদ তো...
যাই হউক বেশী কথা বাড়াবো না। আজকে কিছু এন্ড্রয়েড এপ্স শেয়ার করবো আপনাদের সাথে। আসলে শিরোনামে ডাইরেক্ট লিংক কথা টা উল্লেখ করেছি। আসলে একথাটা উল্লেখ না করলে ও বোধ হয় চলতো। কেননা আমি যে এপ্স গুলো শেয়ার করি সেগুলো সবই ডাইরেক্ট লিংক। আমার অন্য টিউন গুলো দেখলেই বুঝতে পারবেন। যাই হউক এবার চলে যাই মূল কাজে।
নাম শুনেই হয়ত বুঝতে পারছেন যে ইহা কি কাজে লাগে। আজ্ঞে হে, ইহা বস্তার বস্তার ব্যাটারীর চার্জ সংরক্ষনে রাখে। ইহার মাধমে আপনি এপ্স আন-ইন্সটল সহ আরও অনেক কিছু করতে পারবেন। এই এপ্সটির বর্তমান ভার্সন ১.১.৪ এবং সর্বশেষ আপডেট হয়েছে ২ অক্টবর ২০১৪। বিস্তারিত দেখুন এখানে
ইহা একটি আইকন প্যাক এপ্স। অসাধারণ কিছু আইকন নিয়ে তৈরী এই এপ্সটি। ৮০০+ এইচ ডি ফ্ল্যাট আইকন রয়েছে এই এপ্সটিতে। এই এপ্সটি যে যে লাঞ্চার (Launcher) এর সাথে চলবেঃ
ইহা খুবই একটি উপকারী এপ্স। কম বেশী সবাই এই এপ্সটি ব্যবহার করে থাকেন। এই এপ্সটির মাধ্যমে এপনি কম রেজুল্যাশন এর ক্যামেরা দিয়েও ভালো মানের ছবি তুলতে পারবেন এবং কাজ করতে পারবেন। এই এপ্সটির বর্তমান ভার্সন ১.৫.০ এবং সর্বশেষ আপডেট করা হয়েছে ২ অক্টবর ২০১৪তে যার বিস্তারিত যানতে পারবেন এখানে
ইহার সম্পর্কে খুব একটা বলতে পারবো না। কারণ এটি আমি নতুন ইন্সটল করেছি। ভালো করে বুঝিনি এখনও। এই এপ্সটি থীম প্যাক এর কাজ করে এবং কিছু অসাধারণ আইকন রয়েছে। আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে
ইহা একটি ক্যামেরা এপ্স। এই এপ্সটির মাধ্যমে আপনি প্রতি সেকেন্ডে ৩০ টি ছবি তুলতে পারবেন। তাছাড়া এই এপ্সটি দিয়ে আপনি আপনার ছবির কাজ ও কারতে পারবেন। ইফেক্ট, টেক্স ইত্যাদি। এপ্সটির বর্তমান ভার্সন ৫.০.০ এবং সর্বশেষ আপডেট হয়েছে ৬ অক্টবর ২০১৪ তে। যার বিস্তারিত জানতে পারবেন এখানে
অসাধারণ কিছু আইকন প্যাক এর সমাহার এই এপ্সটি। এই এপ্সটি যে যে লাঞ্চার (Launcher) এর সাথে চলবেঃ
আজ এপর্যন্তই থাক। সামনে হাজির হব নতুন কিছু নিয়ে। আর কোন সমস্যা হয়ে কমেন্টে জানাবেন। আর কোন এপ্স এর রিকুয়েষ্ট করতে পারেন আমাদের ফেইসবুক পেইজে।
সৌজন্যেঃ File71 | আপনাদের প্রয়োজনীয় Android APK Apps অথবা Android Games ডাইরেক্ট লিংকে ডাউনলোড করতে ঘুরে আসতে পারেন আমার ছোট্ট ব্লগ থেকে।
বিজ্ঞপ্তিঃ আমার File71.com সাইট টা বিক্রি করা হবে। যদি কেউ কিনতে চান তাহলে +৮৮০১৭৮৬ ৯১৮১৭১ এই নাম্বারে যোগাযোগ করেন।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
thaaaaaaaaaaaank u…