এবার ANDROID ফোনের ব্যাটারী ব্যাকাপ বাড়বেই! হয়তো এই এপ্সটিই আপনি খুজছিলেন।

এন্ড্রয়েড ফোন ইউজ করে যে কি মজা সেটা হয়ত কাউকে বোঝাতে হবেনা। কিন্তু এই মজার মধ্যে গুড়ে বালি দেয়া কারণটি হল এর ব্যাটারী ব্যাকাপ, সে কারণে কোনো কিছুই মনের ইচ্ছে মত ইউজ করা যায়না।সুন্দর একটা গেম খেলছেন! কিছুক্ষন পর দেখলেন স্ক্রিনে battery low নামক বিরক্তিকর নোটিফিকেশন ভেসে উঠেছে। আমার মতে এন্ড্রয়েড ফোনে ব্যাটারী ড্রেইন করার সবচেয়ে প্রধান কারনগুলো হল এর ব্রাইটনেস এবং ব্যাকগ্রাউন্ড এপ্স। তাই আজ আপনাদের জন্য এমন একটি এপ্স নিয়ে হাজির হলাম যেটা দিয়ে আপনি ডিফল্ট ব্রাইটনেস এর চাইতেও ব্রাইটনেস অনেক কমিয়ে নিতে পারবেন, যাতে করে আপনার ফোনের ব্যাকাপ বেড়ে যাবে প্রায় ২০-৩০ শতাংশ। একই সাথে পাবেন ইন্সট্যান্ট টাস্ক কিলার,টাস্ক ম্যানেজার,লঞ্চার এবং স্ট্যাটাস বারের সকল সুবিধা। মানে বলতে পারেন একের ভিতর সব। তো চলুন দেখে নেয়া যাক এপ্সটির কিছু স্ক্রিনশটঃ

এপ্সটির নামঃ windows 8 taskbar

এপ্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।ইন্সটল করার পর ওপেন করুন তারপর দেখবেন নিচের মত স্ক্রিন আসবে।

enable taskbar এ টিক চিহ্ন দিন। তারপর edit start menu তে ক্লিক করলে নিচের মত আসবে।

এখন edit start menu items ক্লিক করলে নিচের মত আসবে

এখান থেকে আপনার ইচ্ছে মত এপ্স সিলেক্ট করে দিতে পারেন। এবার ব্যাকে এসে edit start menu layout ক্লিক করুন এবং নিচের মত সেটিং করে নিন।

আবার ব্যাকে এসে edit setting item এ ক্লিক করুন এবং নিচের মত আপনার ইচ্ছে অনুযায়ী সেটং অপশন গুলো যোগ করুন।

আবার ব্যাকে এসে start button above status bar এবং adjust to soft keyboard টিক চিহ্ন দিন ঠিক নিচের মত।

চাইলে start button icon এবং start button dimming level পরিবর্তন করে নিতে পারেন।

এবার এপ্সটি থেকে বের হয়ে আসুন এবং দেখুন আপনার হোমে নিচের মত একটি আইকন শো করছে।

এবার আপনার ডিফল্ট সেটিং থেকে ব্রাইটনেস একদম কমিয়ে উপরে দেখানো লাল চিহ্নিত আইকন এর উপর ক্লিক করুন দেখবেন আপনার ব্যাটারী লেভেল ১৪ দেখাচ্ছে। এবার এই ব্যাটারী লেভেল কমিয়ে ৩ এ এনে দিন ঠিক নিচের মত।

ব্যাস শুরু হয়ে গেল আপনার ব্যাটারি সেভিং। এভাবে একবার চালান আর পরিবর্তন লক্ষ করুন।

শুধু তাই নয় আরো যেসব সুবিধা পাবেন এই ছোট্র এপ্সটি থেকে।

এপ্স লঞ্চার

সিস্টেম সেটিং স্ট্যাটাস

টাস্ক ম্যানেজার

টাস্ক কিলার,র‍্যাম ক্লিনার

আরো অনেক কিছু উপোভোগ করতে পারবেন ছোট এই এপ্সটি দিয়ে।

অসাধারন সুন্দর ইন্টারফেস সংবলিত এই এপ্সটি আপনার ফোনটিকে করে তুলবে আরো স্মার্ট।

মোটকথা একটি মাত্র এপ্সে আপনি পাচ্ছে হাজারো এপ্সের সুবিধা।

মাঝে মাঝে আমার বন্ধুরা বলে ''দোস্ত তোর ফোনে এতো ব্যাকাপ পাস কিভাবে?

আমি বলি ''জাস্ট ম্যজিক''।

আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলেই আমার টিউনটি সার্থক হবে। শেষ কথা= কোন ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন।

সময় হলে আমার এই ছোট ব্লগটি থেকে একবার ঘুরে আসার অনুরোধ রইল

আজ এ পর্যন্তই! আগামীতে দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে,সে পর্যন্ত ভালো থাকবেন ।

খোদা হাফেজ!!

Level 2

আমি অস্থির পোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বলার কিছুই নেই। আমার সাধারণ একজন মানুষ, চেস্টা করি সবাইকে খুশি রাখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx for share…. bro apnar phon tate ki launcher dewa…?

    @বৃত্ত: কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমি Go launcher ex prime ইউজ করি ব্রো

ভালো আপ্স …

শেয়ার করার জন্য ধন্যবাদ।