আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মত আজও আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন ১টি Android Apps! নাম HTV Hidden Camera ! এটা দিয়ে আপনি CC ক্যামেরার মত কাজে লাগাতে পারেন, আমি আমার নিজের ট্রেনিং সেন্টার এ Apps টি দিয়ে CC ক্যামেরার মত কাজ করি কয়েকটি ব্যবহার করে দেখলাম এটা আমার কাছে ভাল লেগেছে আশা করি আপনাদের থেকে ও ভাল লাগবে। তাহলে দেরি কিসের নামিয়ে নেন আজই !
কাজের ধারাঃ প্রথমে Apps টি ডাউনলোড করে ইন্সটল দিন, তারপর চালু করুন,তাহলে উপরে দেখতে পাবেন In Progress (রেকর্ডিং হচ্ছে) এবার আপনি কে কি করতেছে সব দেখতে পাবেন, আর হ্যাঁ আপনি অন্য কাজও করতে পারবেন কিন্তু রেকর্ড বন্ধ হবে না। বন্ধ করতে হলে উপরের In Progress (রেকর্ডিং হচ্ছে) ক্লিক করুন ব্যাস গ্যালারীর মধ্যে দেখুন সেভ হয়ে গেছে।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোসাইন ভাই আমি এই ডাউনলোডারে ডাউনলোড করতে পারি না আপনি PLS Onno kono টায় দেন