Android মজা [পর্ব-৬২] :: সিসি ক্যামেরার কাজ করুন আপনার Android ফোন দিয়ে (চোখের অজান্তে ভিডিও করে ফেলুন সবকিছু)

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

বরাবরের মত আজও আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন ১টি Android Apps! নাম HTV Hidden Camera ! এটা দিয়ে আপনি CC ক্যামেরার মত কাজে লাগাতে পারেন, আমি আমার নিজের ট্রেনিং সেন্টার এ Apps টি দিয়ে CC ক্যামেরার মত কাজ করি কয়েকটি ব্যবহার করে দেখলাম এটা আমার কাছে ভাল লেগেছে আশা করি আপনাদের থেকে ও ভাল লাগবে। তাহলে দেরি কিসের নামিয়ে নেন আজই !

কাজের ধারাঃ প্রথমে Apps টি ডাউনলোড করে ইন্সটল দিন, তারপর চালু করুন,তাহলে উপরে দেখতে পাবেন In Progress (রেকর্ডিং হচ্ছে) এবার আপনি কে কি করতেছে সব দেখতে পাবেন, আর হ্যাঁ আপনি অন্য কাজও করতে পারবেন কিন্তু রেকর্ড বন্ধ হবে না। বন্ধ করতে হলে উপরের In Progress (রেকর্ডিং হচ্ছে) ক্লিক করুন ব্যাস গ্যালারীর মধ্যে দেখুন সেভ হয়ে গেছে।

  • ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হোসাইন ভাই আমি এই ডাউনলোডারে ডাউনলোড করতে পারি না আপনি PLS Onno kono টায় দেন

boos Download hona…

    @ইলিয়াছ আহমেদ: কি বলেন ডাউনলোড হয় না না হলে এখান http://up.ht/1pSpgkZ থেকে ডাউনলোড করে নিন @ আর আপনার ফটোশপ উপর + অন্যান্য টিউন দেখছি না যে @ আশা করি এবার থেকে আমাদের নতুন নতুন টিউন উপহার দিবেন।

Level 2

In Progress দেখায় ?
আমার টা কিছুই দেখায়না কোনটা ভাল

    @kalamfaim: ভাই জান আপনি কি আমার সাথে রাগ নাকি আপনার মন্তব্য তো বুঝতে পারলাম না। ভাল করে প্রশ্ন করলে তো উত্তর পাবেন।——-In Progress দেখায় ?আমার টা কিছুই দেখায়না কোনটা ভাল —-

      Level 2

      @হোছাইন আহম্মদ: রাগ হব কেন ভাই মানে রেকর্ডিং হচ্ছে এটা বোঝা যাচ্ছে আরা আমারটা কিছুই বোঝা যায়না পোরাই হাইড

ভাই লিঙ্ক টা ঝামেলা করতেসে অন্য কোনটায় আপলোড করেন

Level New

downloaded

হোসাইন ভাই এই জিনিস টা তো আমি অনেক আগেই শেয়ার করেছিলাম সবার সাথে https://www.techtunes.io/android-apps/tune-id/299494…আপনি কিন্তু আমায় কোন ক্রেডিট দিলেন না। HTV sc CAM মানে হল HTV- Habib The ViRuS আর SC cam – হল সিক্রেট ক্যামরা ।

এই এপটি আমি অনেক আগেই svr nabil video came নামে চালিয়েছি। হ্যাঁ তবে এপটি অনেক কার্যকরী।