আসসালামু ওলাইকুম বন্ধুরা। আশা করি সব্বাই ভালো আছেন। ভালো থাকারই কথা। কেননা টিটিতে যেভাবে টিউন হচ্ছে সবারই মন ভালো থাকার কথা। 😛
যাই হউক সেই ভালো লাগাকে বাড়িয়ে দিতে আমি আজও হাজির হলাম কিছু এন্ড্রয়েড এপ্স নিয়ে। আর সেগুলো হল এন্ড্রয়েড অডিও প্লেয়ার। যারা এন্ড্রয়েড ফোন ইউজ করেন তারা অবশ্যই কোন না কোন অডিও প্লেয়ার ব্যবহার করছেন। আবার অনেকে ডিফল্ট প্লেয়ার ও ব্যবহার করেন। আমি ও বলব এগুলোর মধ্যে কোন একটা ব্যবহার করে দেখেন আশা করি ভালো লাগবে। এগুলো মধ্যে কিছু ফ্রী আবার কিছু পেইড। তাইলে শুরু চলুন দেখা যাক কার কোন এপ্স টা দরকার।
এই এপ্সটা সবার কাছে নতুন হতে পারে বা অচেনা হতে পারে। আসলে সেটাই স্বাভাবিক। এটা নতুন ও আবার খুব একটা নতুন ও না। এই এপ্সটি দিয়ে হাই কোয়ালিটি অডিও শোনা যাবে। তাছাড়া এই এপ্সের রয়েছে ১০টি ব্যান্ডের ইকিউল্যাজার। আরো বিস্তারিত দেখুন এখানে।
File Name: USB Audio Player PRO
Version: v1.3.2
File Type: APK
File Size: 12m
ইহা সম্পর্কে মনে হয় খুব একটা বলা লাগবে না। কেননা ইহা খুবই একটি পরিচিত এপ্স। ইহার একটি ফ্রী ভার্সন ও রয়েছে।
আপনি ইচ্ছা করলে এই এপ্স দিয়ে যেকোন গান পরিবর্তন করে নিজের মত শুনতে পারবেন। এই এপ্সটির ফিচার অনেক বিস্তারিত এখানে দেখুন।
File Name: Equalizer + Pro (Music Player)
Version: 1.0.2
File Type: APK
File Size: 18M
এই এপ্সটি একটি অসাধারণ এপ্স। এটি শ্রোতাদের মনের মত করা ডিজাইন করা হয়েছে। অনেক গুলো ফিচার নিয়ে সাজানো হয়েছে এই এপ্সটি। গুগল প্লেতে এই এপ্সটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ১০০০০+ আরো বিস্তারিত জানতে এখানে দেখুন।
File Name: Rocket Player - Music Player
Version: 1.0.0
File Type: APK
File Size: 6.7M
ইহা একটি সাধারন এপ্স। তবে ইহার রয়েছে কিছু অসাধারণ ফিচার। ৬টি ব্যান্ডের ইকিউল্যার নিয়ে গঠিত এই এপ্সটি যেকোন গানের লিরিক ও সাপোর্ট করে। ব্যবহার করে দেখতে পারেন। আর বিস্তারিত জানতে এখানে দেখুন।
File Name: Shuttle+ Music Player
Version: 1.4.2
File Type: APK
File Size: 3.1M
আশা করি কিচ্ছু বলা লাগবো না। নাম দেখে আর আইকন দেখেই হয়ত বুঝে গেছেন যে ইহা কি। হে, ইহা আসলেই একটি অসাধারণ এপ্স। এটি পিসির ভার্সন ও রয়েছে তা ও আবার অনেক জনপ্রিয়। এন্ড্রয়েড এ ও কম জনপ্রিয় না। এখন পযর্ন্ত এটি গুগল প্লে থেকে ডাউনলোড করা হয়েছে ৫০লক্ষ এর উপরে। আরও বিস্তারিত জানতে দেখুন এখানে।
File Name: JetAudio Music Player Plus
Version: 4.2.0
File Type: APK
File Size: 16M
সৌজন্যেঃ File71.com আপনাদের প্রয়োজনীয় এন্ড্রয়েড এপ্স এর জন্য ঘুরে আসতে পারেন আমার এই ছোট্ট ব্লগ থেকে।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live