আসসালামু-আলাইকুম,
আমার গতকালের টিউন টা মডারেটর ভাইয়েরা ডিলেট করে দিছিলেন । খুব খারাপ লাগলেও পরে কারণ খুজে পেলাম যেখানে আপলোড দিছিলাম তা একটা পিডিপি সাইট। তবে বিশ্বাস করেন এতে আমার কোন লাভ ছিল না বা কোন স্বার্থের জন্য আমি টিউন করি নাই। যারা এই city upload ব্যাবহার করেছেন হয়তো জানবেন 100 মেগা এর নিচের কোন ফাইলের জন্য এরা পে করে না । যাক ওসব কথা বাদ দিলাম আজ আমি নিয়ে এসেছি একটি এন্ড্রয়েড সফট এটি দ্বারা মোবাইল লক থাকা অবস্থায় ও ভিডিও রেকর্ড করা সম্ভব। প্রথমে সফট টা ইনস্টল করেন তারপর এটি ওপেন করে কোন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন তা সিলেক্ঠ করে দিন সাথে আরো অনেক অপশন আছে তা আপনার ইচ্ছা অনুযায়ি দেন। এইবার বের হয়ে দেখেন মেনু লিস্টে দুইটা HTV SC CAM আইকন আছে আপনি যেটা লাল সেটা ওপেন করূন । ব্যাস ভিডিও শুরু এরপর যখন ইচ্ছে নফিকেশন বারে দেখেন সেখানে HTV SC CAM আইকন এ ক্লিক করেন ভিডিও করা বন্ধ হবে। ভিডিও গুলো মেমোরির SVR ফোল্ডারে পাবেন
ডাউনলোড- CLICK HERE or Here।..............বিদায়
আমি হাবিব উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাজিল অব দা ইয়ার ট্রপি পাইছিলাম কয়েকবার....আর এখনো সেই ফাজলামো যাচ্ছে না । ১০ম শ্রেনীতে সায়েন্স নিয়ে পডছি স্যরি পডছি বল্লে ভূল হবে পডার ট্রাই করতাছি এন্ড দ্যাটস ইট
ধন্যবাদ