অ্যান্ড্রয়েড বিশ্ব [পর্বঃ০৪] :: বন্দুক নেই তো কি হয়েছে? এবার অ্যান্ড্রয়েডেই বন্দুক চালানোর মজা নিন!

সবাইকে শুভেচ্ছা 🙂

আজকের টিউনটা করতে একটু দেরী হয়ে গেলো। আমি চিন্তা করেছি অ্যান্ড্রয়েড নিয়ে ধারাবাহিক টিউন করবো। তাই, আমি অ্যান্ড্রয়েড বিশ্ব নামে নতুন একটি সিরিজ চালু করেছি। আমার আগের টিউনগুলো দেখতে চাইলে আমার প্রোফাইলে যান।

তাহলে, আজকে আমি আপনাদের দেখাতে চাই অ্যান্ড্রয়েড দিয়ে কিভাবে গুলি করতে হয়! না, না ভয় পাবেন না 🙂 এই গুলি করতে হলে আপনাকে বন্দুক কেনা লাগবে না, এছাড়া পুলিশের ভয়ও নেই। শুধু দরকার জিঞ্জারব্রেড অথবা এর ওপরের ভার্সন চালিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল 😉

এই অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ব্যাবহার করলে মনে হয় আপনি সত্যি সত্যি বন্দুক চালাচ্ছেন। এটি ব্যাবহার করতে সেন্সরের প্রয়োজন হয়। তাই, বোঝাই যাচ্ছে যে আসলে পুরো কারিকুরিটাই সেন্সরের! আপনি অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। কোথাও টার্গেট করে বন্দুক চালানোর মত একটু ঝাকি দিন দেখবেন বন্দুক থেকে গুলি বের হচ্ছে! তবে, সস্তির বিষয় এতে কার জখম হবার চান্স নেই! 🙂 তাই, নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন এই অ্যাপটি।

ডাউনলোড লিংকঃ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আশা করি, টিউনটি আপনাদের ভাল লেগেছে। কোন প্রশ্ন থাকলে জানাবেন। আর না থাকলেও কেমন হয়েছে সেটা বলবেন। সবাইকে ধন্যবাদ 🙂

আমার ফেসবুক আইডিঃ এখানে ক্লিক করুন

সৌজন্যেঃ ব্লগিং ওয়ার্ল্ড :: ব্লগিং এর এক নতুন দুনিয়া

Level 0

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস