আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন।
আজকে আপনার জন্য নিয়ে আসলাম একটি অতি গুরুত্বপূর্ন এবং খুবই জরুরী একটি এপ্স। শিরোনাম দেখেই হয়ত বুঝতে পারছেন।
যাই হোউক, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা অপরিচিত নাম্বারের সম্মুখীন হন না একথা বললে মানতে পারবো না। কম বেশী সবাই ভুক্তভুগি। আর এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা আছে সেটি হল কল ব্লক সার্ভিস। সিম ওপারেটরদের এটা একটি পেইড সার্ভিস।
কিন্তু যারা এন্ড্রয়েড ফোন ইউজ করেন তারা এই সার্ভিসটি ফ্রীই পাবেন একটি এপ্স এর মাধ্যমে সেটি হল BlackList Pro V4.2 (আরো অন্যান্য এপ্স আছে)
আসলে বলতে গেলে এপ্সটি হল পেইড একটি এপ্স। কিন্তু আমি আপনদের মাগনাই দিবো 😛
তাহলে চলুন দেখে আসি এপ্সটির কিছু ফিচার।
শেষ আপডেটঃ ২১ জুলাই
সাইজঃ ৩.২ এম বি।
বর্তমান ভার্সনঃ ৪.২
ফাইলের ধরণঃ APK
ডাউনলোড লিংক১ http://bit.ly/1mF2oUO [Direct Download Link]
ডাউনলোড লিংক২ http://bit.ly/1x1UnPt [Direct Download Link]
গুগল প্লেঃ play.google.com/store/apps/details?id=org.baole.app.blacklistpro
আজ এ পর্যন্তই থাক। সামনে দেখা দিবো নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
আর হে, পারলে ফেইসবুকে File71 এর পরিবারে যোগ দিবেন।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
ধন্যবাদ টিউনের জন্য, ভাই কললিস্ট চেক করার কোন সফটওয়্যার আছে, থাকলে দয়া করে একটা লিঙ্কদেন, [email protected]