আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাইকে জানাই রমজানুল মোবারক। আর আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ্র রহমতে বেশ ভালো আছি।
যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য নিয়ে আসলাম আজ কিছু পেইড+ফ্রী আইকন প্যাক।
এন্ড্রয়েড ফোন ব্যবহারের একটি মজার বিষয় হল কাস্টমাইজেশন যা অন্য কোন অপারেটিং সিস্টেম এ নেই। আর আমি মনে করি এই কাস্টমাইজেশন এর জন্যেই এন্ড্রয়েড বেশ জনপ্রিয়। এন্ড্রয়েড এর এই কাস্টমাইজেশন আমরা করে থাকি বিভিন্ন লাঞ্চার(Launcher) বা আইকন প্যাক(Icon Pack) ব্যবহার করে। আর এসব কিছু প্লে স্টোরে পাওয়া যায়। কিছু কিছু ফ্রী আবার কিছু পেইড। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু পেইড আইকন প্যাক। নিচে থেকে পচন্দমত ডাউনলোড করে নিয়ে আমার এন্ড্রয়েডকে মনের মত সাজিয়ে নিন।
এই আইকন প্যাকের রয়েছে ১৪০০+ ডিজাইন করা আইকন এবং ৩২টি ওয়ালপেপার। এই আইকন প্যাকটি যে যে Launcher গুলোর সাথে চলবে সেগুলো হল
ইহা একটী অসাধারন আইকন প্যাক। নাম দেখেই বুঝে গেছেন যে ইহা কালোর জগত। হে, ইহা আপনার ফোনকে কালোর জগতে নিয়ে যাবে। ডাউনলোড করে দেখুন আশা করি ভালো লাগবে। ইহা চলবে
এই আইকন প্যাকের রয়েছে ১৯০০+ এইচ ডি আইকন, ক্লাউড ওয়ালপেপার গ্যালারী। তাছাড়া এই আইকন প্যাকের আরেকটি সুবিধা হল ক্যাটেগরি বেস আইকন। আপনি সহজেই আপনার ক্যাটেগরি অনুযায়ী আইকন নির্বাচন করতে পারবেন। এইটি চলবে,
ইহার রয়েছে ২১০০+ এইচ ডি আইকন এবং ৪৪টি ক্লাউড বেস ওয়ালপেপার। তাছাড়া ইহার মধ্যে ডায়নামিক ক্যালেন্ডার হয়েছে। ইহার সর্বশেষ আপডেট ১০জুলাই। ইহা চলবে,
ইহার রয়েছে ১৭৫০+ এইচডি আইকন। ৪০ ক্লাউড ওয়ালপেপার সাথে ট্যাবলেট ফোনের জন্য ও। তাছাড়া এই আইকন প্যাকটি ব্যবহার করলে আপনি নোভা লাঞ্চারের সাথে ১৬টি ডকস ব্যবহার করতে পারবেন। ইহা চলবে।
২১৫০+ এইচডি আইকন সহ ৫০ এইচডি ক্লাউড বেস ওয়ালপেপার নিয়ে এই এইকন প্যাকটি বানানো হয়েছে। এটি চলবে,
নিচে আরো কয়েকটি আইকন প্যাক দিলাম বিস্তারিত না লিখে। সবাই নিঃসন্দেহে ডাউনলোড করে নিন।
বিঃদ্রঃ এই এপ্স গুলো 3rd Party ওয়েবসাইট থেকে সংগ্রহকৃত।
যে কোন এন্ড্রয়েড এপ্স ডাউনলোড করার জন্য ভিসিট করতে পারেন আমার সাইটে।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
thanks