আসসালামুআলাইকুম। সবাইকে সুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহ এর রহ্মতে ভাল আছেন।রোজার দিন আসলেই একটু কষ্টকর।
বর্তমান অ্যান্ড্রয়েডের যুগ।এখনকার দিনে Android যেন এক নতুন দিগন্ত। Android মোবাইল নাই এমন পাব্লিক বাংলাদেশে থাক্লেও ৮০% এর উপরে মানুশের কাছে Android মোবাইল আছে।Android মোবাইলকে নিয়ে এখন কত কিছু।।এই Android এর যুগে আপনাদের জন্য ভাবলাম শেয়ার করি কিছু কাজের apps.আশা করি সবার কাজে আসবে। দৈনন্দিন অনেক কাজেই বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপসের জুড়ি নেই। আজ তেমন কাজের আপস শেয়ার করছি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য।
১।প্রথমে আশি পড়ালেখা নিয়ে।কারন পড়ালেখা এখন মাথাটা কে সেস করে ফেলতেসে।তাসারা রোজার দিন তো আর কষ্ট পরাতে।।তাই পরানর জন্য আর কষ্ট নাই।।আজ হক কাল যক আপনার যথেষ্ট কাজে আসবে এই আপসটি।আপসতির পপুলারিটিও অনেক বেশি।
২।এবার আশি কাজের আরেকটা আপস নিয়ে ।।যারা এটা ব্যবহার করেন নি তারা আসলে বুঝবেননা এটার স্পপেদ সম্পরকে।।fastest browser এর তালিকায় দেখেলেই আপনার চোখটা জাবে।তাই দেরি না করে এখন এ চালিয়ে দেখেন কত ফাস্ট এই ব্রওসেরটি।
আজ আর নয়।।আগামি পরবে আরও সুন্দর সুন্দর আপস নিয়ে হাজির হবো।
আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
O.o