আর কি চাই !!! পোস্ট ও কমেন্ট করার সুবিধা সহ টেকটিউনস অ্যাপস হাজির।

হঠাৎ একদিন টেকটিউনসে ঢুকে দেখলেন কেমন যেন একটু অন্য রকম লাগছে... খেয়াল করে দেখলেন টেকটিউনসে কোন বিজ্ঞাপন নেই!!! ঠিক দেখছেন তো?

আপনি যদি বলেন যে আপনি ঠিক-ই দেখছেন, তাহলে এটা ১০০% নিশ্চিত আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। কারণ...?

যত দিন যাচ্ছে টেকটিউনসে বিজ্ঞাপনের পরিমাণ ততই বাড়ছে। আমরা যারা ২জি তে পিসিতে টেকটিউনস চালাই তারা হাড়ে হাড়ে এই বিজ্ঞাপনের জ্বালা টের পাই। এড লোড হচ্ছে তো হচ্ছেই... হুহ।

তাই আপনারা যারা এন্ড্রয়েড ফোন ব্যাবহার করেন তাদের জন্য আজ নিয়ে এলাম  TechTunes for Android

এই অ্যাপস এর মূল উদ্দেশ্য হল টেকটিউনসের বিজ্ঞাপনের জ্বালা থেকে রক্ষা পাওয়া।

ডাউনলোড লিঙ্ক

অথবা, আপনার আন্ড্রয়েড মোবাইলের Google Play Store থেকে সার্চ করুন "BdRulez" লিখে এবং TechTunes App টি ডাউনলোড করুন।

নতুন যা যা পাবেনঃ

  • অ্যাপস থেকেই এখন পোস্ট করতে পারবেন।
  • কমেন্ট করুন খুব সহজে।
  • এডমিন প্যানেলের সব সুবিধা এখন এই অ্যাপস এই পাবেন।

ফিচার সমূহঃ

  • টেকটিউনসের সব টিউন এখানে লাইভ দেখতে পাবেন  WITHOUT any বিজ্ঞাপন।
  • ২জি ইন্টারনেট ব্যাবহারকারীদের কথা চিন্তা করেই এটা বানানো হয়েছে।
  • লোড নিতে অনেক কম সময় লাগবে। ডাটা খরচ হবে সর্বনিম্ন।
  • পুরো টিউন বা টিউনের অংশবিশেষ কপি করার সুবিধা।
  • যেকোনো এন্ড্রয়েড ফোনেই এটি চলবে।
  • একটি টিউন একবার পড়ার পর সেটি আবার পড়তে চাইলে সেই টিউনের ইমেজগুলো বারবার লোড নিবে না। ফলে ইন্টারনেট ডাটা খরচ কমবে।
  • টিউনগুলো এক কলামে দেখাবে। ফলে মোবাইলে পড়তে আপনাদের কোন সমস্যা হবে না।

ডাউনলোড লিঙ্ক


আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি ফেরদৌসুর রহমান সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আল্লাহর দেয়া দুইটি চক্ষুর সামনে মানুষের বানানো দুইটি চক্ষু বসিয়ে চৌচক্ষু সহযোগে এদিক ওদিক সবদিক টহল দেই। অপরের কাছে নিজের সুনাম না রটাইলেও দুর্নাম রটাইনা, তবে মানুষটা আমি বড়ই আজব। অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে অনেক সময় লই। এজন্য অনেক মহাপুরুষ আমাকে অলস বলিয়া সম্মান করিয়া থাকেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো

Level 0

থাঙ্কস!

ভাইয়া এইটা ওয়েব থেকে বের হলে ভালো হতো ভই ভই লাগে 🙁

if u feel that it’s unsafe than u may use this app only for reading… Though the login function is 100% safe.

app e login option to pelam na.

app on howar por aponar phoner menu button e click korun @ microbd

Level 0

How can create a new ID in TT.??????

Bro apnake oshonkho dhonnobad

Level 2

Thanks

অসাধারন। অই এপ দিয়াই কমেন্ট করলাম।
থেনক্স ফর দি ডেভেলোপার্স। সজিব ভাই যদি এপ ডেভেলপ করে থাকেন তাইলে আমার সাথে যোগাযোগ কইরেন কথা আছে।

jedin techtunes registering option chalu korbe seidin apps thekew registration korte parben vaiya @ shopnopagol

thank you very much @ al-amin hossen, sozibhsm and rizwan vai, doya koren jeno next e aro kichu apps aponader jonno banate pari

ধন্যবাদ

Level 0

খুব ভাল লাগল। ধন্যবাদ।

Level 0

Apps ta onek valo hoice……@shajib

ভাই অনেক চেস্টা করেও গুগল প্লে থেকে এপ্স টা নামাতে পারলাম না। ৫০ এম্বি নস্ট করলাম তাও। ডাউনলোড হচ্ছে না। প্লিজ এখানে যারা এপ্সটা ডাউনলোড করেছেন,দয়া করে কোন সাইটে আপলোড দেন ভাই।প্লিজ তাড়াতাড়ি ভাই। কেউ অন্য সাইটে এপ্সটা আপলোড দেন

thanks vaiya @ pakhi, rana, belal vai

@ripon vai
ripon vaiya aponi jokhon download er try korcilen hoyto tokhon aponar play store update niyeche, ei problem majhe majhei hoy

very useful. thanks.

Download করলাম, install করলাম, ভাল লাগল, ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

অসাধারণ লাগল…এত সিম্পল এবং ক্লিন ,তবে শুধু দুইটা জিনিসের অভাববোধ করলাম…1.নতুন ট্যাব ওপেন করতে পারছিনা..2.পুরো পেজটা সেভ করতে পারছিনা….যদি সম্ভব হয় তাহলে এদুটো অপশন আপডেট করতে অনুরোধ করছি….

Bhiaa onno der comment er reply debar option thakle valo hoto….

Level 0

অসাধারণ লাগল ।শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level New

App to nai play store a.