Android Apps নামান পিসিতে কোন সফটওয়্যার ছাড়াই – ছোট্ট একটা ট্রিক !!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা !
আশাকরি আপনারা আল্লাহর রহমতে ভাল আছেন ।

আমাদের অনেক সময় Android Apps পিসিতে নামানো লাগে । কিন্তু সমস্যা হল Google Play Store পিসিতে apps নামাতে দেয় না । তাই অনেক ঝামেলা করে আমরা পিসিতে apps নামাই ।

আজকে আপনাদের দেখাব কিভাবে সবচেয়ে সহজে Android Apps পিসিতে নামাতে পারবেন ...

প্রথমে,
Google Play Store এ ঢুকুন ।

এবার,
আপনার পছন্দের Apps টির URL কপি করুন ।

এরপর,
এই সাইটে ঢুকুন এবং URL পেস্ট করুন এবং Generate Download Link (নীল বাটন) এ ক্লিক করুন এরপর নতুন একটা বাটন আসবে, Download (সবুজ বাটনে) ক্লিক করুন ।

ব্যস... enjoy !

পোস্টটি একই সাথে আমার ব্লগেও প্রকাশিত ।

সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেনঃ http://galibsforum.blogspot.com/

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jana silo thanks……..

অফ তপিকঃ আমার account-এর আগে নাম ছিল Black Dragon. এখন নাম চেঞ্জ করেছি 🙂

কিছু কিছু Apps এই নিয়মে ডাউনলোড হয় না আপনার আগের সফট এর টিউন টা অনেক ভাল লাগল যেগুলো দিয়ে Android এর Apps নামাতে হয়। @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: আপনাকেও ধন্যবাদ ভাই ।

এক জিনিস আর কতবার ………………

“আরও সহজে” লিখাটা পড়ে ভাবছিলাম নতুন কোন নিয়মে হবে But ঐ একই কাহিনী ……।। যাই হোক অজানা যাদের তাদের জন্য কাজে আসবে…………… বিঃ দ্রঃ আরও সহজে কথাটা না লিখলেও পারতেন।

পুরান টিউন করে যে কি মজা পান, বুঝি না ভাই ?

    @রাহাতুল ইসলাম: আমি বুঝতে পারছি ভাই, সমস্যাটা কোথায় । আসলে এই টিউন সম্ভবত টিটিতে এর আগেও হয়েছিল । তাই আপনারা এমন কমেন্ট করতেছেন ।

    কিন্তু টিউনটা করার আগে আমি এই বিষয়ে সার্চ করেছি, কিন্তু এই টিউন পাইনি ! তাই টিউনটি করেছি ।

    আর একটা কথা, আমি একসময় টিটিতে একজন নিয়মিত টিউনার ছিলাম (আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন), কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন আমি টিটি থেকে দূরে ছিলাম (ব্যস্ততার কারণে) ।
    এইজন্য আসলে টিটিতে কোন টিউন হচ্ছে, কি ধরনের টিউন পাঠকেরা পছন্দ করেন ইত্যাদি আমার বুঝতে একটু সময় লাগছে ।

    আন্তরিক ধন্যবাদ আপনাদের, আমার সাথে থাকার জন্য ।

August to March….

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ও প্রয়োজনীয় একটি বিষয়ে টিউন করার জন্য।

Level 0

DTMF Detection kora jay in call in progress amon kono android apps ki ache ????

Mane jemon phone operatorer ra bujte pare kon button ta press korlam,,,,,

Keu ki toiri kore dite parben

help help plz.dorker hole pay korbo