এন্ড্রোয়েড ইউজারদের জন্য উপহার – OALD8

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পোস্টে। সাথে নিয়ে এলাম এন্ড্রোয়েড ব্যাবহারকারীদের জন্য ছোট্ট একটি উপহার। এর নাম "Oxford Advanced Learner's Dictionary 8" অথবা সংক্ষেপে OALD8। এটি একটি পরিপূর্ণ ইংরেজী ডিকশেনারী। এটি একটি অফলাইন ডিকশেনারী, অর্থাৎ শব্দার্থ দেখতে ও উচ্চারণ শুনতে নেটের দরকার হবেনা।

একনজরে OALD8:

  •  App Developer : বিশ্ববিখ্যাত Oxford University Press in collaboration with Paragon Soft
  •  Google Play Price : $29.99 (প্রায় ২২৫০ টাকা)
  •  Google Play Rating: 4.3
  •  Google Play URL: এখানে ক্লিক করুন

এক নজরে ফিচার সমূহঃ-

  • খুব সহজ ভাষায় শব্দের অর্থ বুঝানো হয়েছে, সে সাথে ব্রিটিশ ও ইউএস একসেন্টে উচ্চারণ (৩য় পয়েন্টের ছবিগুলয় দেখুন)
  • নির্বাচিত শব্দটির বাক্যের মাধ্যমে উদাহরণ দেয়া হয়েছে, সেই সাথে আছে বাক্যটির ব্রিটিশ ও ইউএস একসেন্টে উচ্চারণ (৩য় পয়েন্টের ছবিগুলয় দেখুন)
  • হিস্টোরী ভিউ - আপনার সাম্প্রতিক শব্দগুলোর তালিকা, ফেভারিট লিস্ট - আপনি চাইলে নিচের ছবির মতো যেকোন ছবিকে ফেভারিট লিস্টে যুক্ত করতে পারবেন

আমি ধূপছায়া, এই পোস্টটি ডিলেট করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু টিটিতে ডিলেট অপশন না থাকায় সেটা সম্ভব হয়নি। তাই কন্টেন্ট মুছে দিলাম।

এই পোস্ট আমার ব্লগে স্থানান্তর করেছিঃ এখানে ক্লিক করুন

Level 0

আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হইছে টিউন টা , কিন্তু ভাই ফাইল টা মনে হ্য একটু বেশী বড় হয়ে গেছে। 😀

    @রাহাতুল ইসলাম: জিনিস যেটা ভালো, সাইজ তার একটু বেশীই 😛

      @ধূপছায়া: আমি আপনার এই কথা টাতে একমত হইতে পারলাম না। এমন অনেক জিনিশ আছে বর্তমানে, যেটার সাইজ অনেক ছোট কিন্তু কাজ দেখলে আপনার আমার মাথা ঘুরে যাবে। জিনিস ভালো হইলে এ যে তার সাইজ বেশী হবে, এমন কোন কথা নাই। আমার মনে হয় আপানি আমার সাথে একমত হবেন।

        @রাহাতুল ইসলাম: হ্যাঁ এন্দ্রয়েডের দুনিয়া বড়ই বিচিত্র। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে সাইজ বড় হলেও এটা আসলেই “একাই একশ” টাইপের জিনিস আরকি। শত হলেও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের তৈরি জিনিস তো।

    @রাহাতুল ইসলাম: কমেন্ট করার জন্য ধন্যবাদ। এই একটা ডিকশেনারী ব্যাবহার করলে আপনার আর অন্য কোন ডিকশেনারী প্রয়োজন হবেনা বলে মনে করি। 🙂

Level 0

ধন্যবাদ। ডাউনলোডের চেস্টা করে দেখি।

    @frzban: কমেন্ট করার জন্য ধন্যবাদ 🙂

      @ধূপছায়া: আশা করছি এই সফট ব্যাবহার করে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ ।।

Level 0

ধূপছায়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর টিউনটি করার জন্য। কিন্তু ভাইয়া মডিউল 1 (524C.sdc) এই ফাইলটা ইনস্টল করব কিভাবে? আর মডিউল 2 APK ফাইলটা কখন ইনস্টল করব। সাহায্য করবেন প্লিজ।

    @shakil10: বিস্তারিত টিউনে বলেই তো দিয়েছি। তবুও আপনার জন্য আবার বলিঃ প্রথমে apk ফাইলটাকে ইন্সটল করে নিন, তারপরে এসডি কার্ডে Oxford” নামের একটি ফোল্ডার তৈরী করুন এবং যে দুটো মডিউল ডাউনলোড করেছেন সেগুলোকে সেখানে কপি করুন। তারপর ইন্সটল করা অ্যাপটা মেনু থেকে ওপেন করুন, আর ব্যাবহার করুন অক্সফোর্ড ডিক্সেনারি।

      @ধূপছায়া: অর্থাৎ, আপনাকে শুধু APK ফাইলটা ইনস্টল করতে হবে, “sdc” বা “prc”কে নয়। আপনি জাস্ট “sdc”ও “prc” ফাইলগুলোকে “Oxford” নামের ফোল্ডারে কপি করবেন, তাহলেই কাজ শেষ।

thanks brother. vie physics dictionary for android thakle share korben