Android মজা [পর্ব-৫৪] :: এই নববর্ষ উপলক্ষ্যে ডাউনলোড করে নিন মজার কয়েকটি Photo এডিটিং Apps! (চমক লাগিয়ে দিন সবাইকে)

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

সময় চলে যায় তার নিজস্ব গতিতে ফেলে যায় আনন্দ বেদনার মিশ্র কিছু স্মৃতি নতুন একটা বছর আসে নতুন সম্ভাবনা নিয়ে প্রানের জোয়ারে ভেসে যাক প্রতিটি জীবন.
শুভকামনা!

শুভ নববর্ষ
১৪২১

আমরা অনেকেই ফটো এডিট করে থাকি। কখনো তোলা ছবিটাকে আরো সুন্দর করে তোলার জন্য, আবার কখনো কখনো আমরা মজা করার জন্য ফটো এডিট করে থাকি। ফটো এডিট করার জন্য আপনি প্লে স্টোরে সার্চ দিলে অনেক ধরনের Apps পাবেন যেমনঃ Picsay Pro, Picsart, Adobe Photoshop Touch সহ আরো অনেক ভাল ভাল অ্যাপ পাবেন। এই সব অ্যাপ দিয়ে আপনি সহজেই আপনার তোলা ছবিগুলো এডিট করতে পারবেন। কিন্তু এগুলো ছাড়াও আজ কয়েকটি দারুন মজার ছবি ফটো এডিটিং অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব। এই Apps গুলো দিয়ে আপনি আপনার ছবি গুলো কে আরো মজার করে তুলতে পারবেন। এক কথায় আজকের Apps গুলো হচ্ছে হচ্ছে ফান ফটো এডিটিং Apps! তাহলে আসুন এক এক করে আপনার Android ফোন এর জন্য ডাউনলোড করে কাজ করুন নিচে আমার মত করে।
১। Hoarding photo Frame ঃ এখানে আপনি ৬৪ টি ফ্রেম পাবেন আপনার ছবি কে সাজাতে, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপরের Apps দিয়ে আমার কাজের ছবি:
***

কাজের ছবিঃ

২। Men Suit Photo Effects: ফটোশপে আমরা কোট দিয়ে অনেক ছবির কাজ করেছি কিভাবে কোট পরিবর্তন করতে কিন্তু ফটোশপ কাজ এখন Android ফোনে করা যায়। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৩। Photo Frame Cute: এখানো অনেক গুলো ফুলের ফটো ফ্রেম পাবেন যে গুলো দিয়ে আপনার ছবিকে সাজাতে পারবেন কোন প্রকার কাজ ছাড়া।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

উপরের Apps দিয়ে আমার কাজের ছবি:

৪। Photoid Pro: এটা দিয়ে ও ছবিকে অনেক সুন্দর করে ছবি সাজানো যায়,ডাউনলোড করতে এখান ক্লিক করুন

কাজের ছবিঃ

৫। GT Photo : ছবিকে 3D মত দেখতে এই Apps টি ডাউনলোড করে নিন, এই Apps দিয়ে বইয়ের পাতার মত ছবিকে উল্টানো যাবে ।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

vai ei apps gula use korar somoi ki net on rakha lage???

হোসাইন ভাই, খুব সুন্দর হইছে। ধন্যবাদ

Level 0

Nice tune

সুন্দর পোষ্ট

Nice , thnak you ..

Level 0

হোছাইন ভাই, আমার Samsung Mobile , Model GT-S6102 তে বাংলা Font দেখা যায় না। অসংখ্য চার কোনা ঘর দেখা যায়। কোথা থেকে Bangla font পাবো আর কিভাবে Install করব দয়া করে জানাবেন কি?