আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
এখন ছোট-বড় সবার হাতে দেখা যায় Android ফোন, আর এই Android ফোন দিয়ে মজার মজার অনেক কাজ করা যায়, আমিও এই Android ফোন নিয়ে প্রায় ৪৪ টি মজার টিউন করে ফেলেছি, ইনশাআল্লাহ আরো মজার Apps শেয়ার করব! যদি আপনার সাথে থাকেন। আর Android ফোন এ আমাদের অনেক সময় ব্যাক্তিগত কিছু ফাইল থাকে যা আমরা অন্য কাউকে দেখাতে/শেয়ার করতে চাই না! এই সকল চিন্তা-ভাবনা করে!
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ২টি Apps! এই দুটি Apps এর কাজ একই কিন্তু ভিন্নতা আছে কিছুঃ
১। Vault এটা দিয়ে আপনার Photos/Videos একসাথে অনেক গুলো নিতে পারবেন! কিন্তু Bluetooth মাধ্যমে অন্যকে শেয়ার করতে পারবেন না। অথায় আর নেওয়া যাবে না। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২। Gallery Vault এটা দিয়ে আপনি অনেকগুলো ফাইল একসাথে নিতে পারবেন না! কিন্তু এর সুবিধা হল Bluetooth মাধ্যমে অন্যকে শেয়ার করা যায় এবং আপনার মেমোরী কার্ডেও নিতে পারবেন ইচ্ছা হলে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোছাইন ভাই। একদিনে ২ টা টিউন। টাইপিং স্পিড কি অনেক বেড়ে গেল নাকি? যাই হোক, টিউন টি অত্যন্ত ভাল হল। পড়তে ভাল লাগলো। App টা অনেক কাজে লাগবে। আবারো ধন্যবাদ।