জাগলিং বা ভেলকি দেখানো হচ্ছে প্রাচীনতম শারীরিক কসরত দেখিয়ে দর্শককে বিনোদন দেয়ার পদ্ধতি | হাজার রকমের ভেলকি প্রদর্শন প্রচলিত আছে সব দেশেই তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টস ভেলকি | প্রপ হিসেবে অধিকাংশই ব্যবহার করেন বল, রিং আবার অনেকেই একটু ঝুকিপূর্ণ প্রপ ব্যবহার করেন – যেমন , মশাল , ছুরি ইত্যাদি |
ভেলকি দেখানোর বিষয়টি ফুটবলারদের মধ্যেও বেশ জনপ্রিয় | তাই খেলার আগে কিংবা অনুশীলনের মাঠে অনেককেই দেখা যায় ভেলকি দেখাতে | আপনার পক্ষে যেহেতু শারীরিক কসরত দেখানো আর সম্ভব না যেহেতু সেহেতু চলুন অন্য রকম ভেল্কির পদ্ধতি নিয়ে বলি| এক্ষেত্রে কাজে লাগবে আপনার আপনার আরেকটি পা | আপনার তৃতীয় পা দিয়েই শুরু করুন ভেলকি দেখানো |
মন্দ চিন্তা ছাড়ুন | আমি ভার্চুয়াল পা এর কথা বলছি | যাই হোক, তৃতীয় পা অর্থাৎ আপনার ভার্চুয়াল পা আর একটি বল (ভার্চুয়াল ) নিয়ে শুরু করুন ভেলকি দেখানো| প্রথমে একটু প্রবলেম হবে , পরে ঠিক হয়ে যাবে | প্রাকটিস মেকস ... | এরশাদ একদিনে এরশাদ হয় নি |
যাই হোক, গেমকুকের গেম (ভেল্কিবাজ-Super juggling) খেলে ভেলকি দেখানো শুরু করুন| প্রথমে আপনার সঙ্গী/ সঙ্গিনীকে ভেলকি দেখান তারপরে আমাদেরকে দেখাতে চাইলে পোস্ট করে দেন স্কোর বোর্ড ( লিডার বোর্ডে ) | আমরা দেখে নিব | কোনো পুরস্কার টুরস্কার আশা করবেন না | হাততালি দিমু , মন চাইলে ইমেইল করবেন | হাত-তালির অডিও পাঠায় দিব | মনে করে গুগল-প্লেতে গিয়ে রেটিং এর পাশা পাশি ভাবির ফোন নাম্বার দিয়ে আসবেন | ভাবির মুখে শুনবো আপনি ভেলকি কেমন দেখান |
যেই লিঙ্কটিতে গেলে ভেল্কিবাজকে পাবেন |
আমি GameCook। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কোন ভেলকি হইলো?