কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
অনেকদিন techtunes এ টিউন করা হয় না।সেই ২০১১ সালে শেষ লেখা।এরপর আর লেখা হয় নাই।আসলে সব কিছু সময়ের খেলা।এক সময় যেটা আপনার কাছে খুব আপন মনে হবে,হয়তবা কিছুদিন পর তা আর আপন থাকবে না।সেই সময় যারা টিউন করতেন,এই techtunes মুখরিত রাখতেন তাদের অনেকে হারিয়ে গেছেন সময়ের এই স্রোতে।ওই সময় যারা এখানে নিয়মিত ভিজিটর ছিল,তাদের অনেকেই আছে,অনেকেই হারিয়ে গেছে।ওই সময়ে আমাকে অনেকেই চিনত,কিন্তু এখন বলা যায় কেউই চিনবে না।এটাই বাস্তবতা।হুররররররর।প্রযুক্তি ব্লগ এ এই ধরনের সাহিত্য মার্কা কথা অনেকের ভাল লাগবে না।তাই চলেন কাজের কথায় চলে যাই।
বর্তমান এই যুগটা হচ্ছে কম্পিউটার,মোবাইল,ট্যাব এসবের যুগ।সবার হাতে হাতে যেই ট্যাব,মোবাইল শোভা পায় তার বেশিরভাগ android চালিত। Android এ যে এতো সুবিধা তা আজ থেকে ৩-৪ বছর আগে চিন্তাও করা যেত না।এখন এই android সেট এ অনেক apps,games আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়।কিন্তু আমাদের অনেকের পক্ষে কিনা সম্ভব না,বা কিনার পদ্ধতিটা অনেকের কাছে বোধগম্য না।তাই বলে কি তারা paid apps নামাবে না?তাদের জন্য ছোট্ট একটা পদ্ধতি নিয়ে এসেছি।অনেকেই হয়ত আগের থেকেই জানেন,তবে অনেকের কাছে নিয়মটা অজানা।চলুন এক ঝলকে দেখে ফেলি পদ্ধতিটা।
১।প্রথমে http://www.google.com এ যান।এরপর play store এ ঢুকুন।
২।এরপর play store থেকে যেকোন paid apps, বা paid games সিলেক্ট করুন।আমি এখানে office suite pro 7 সিলেক্ট করেছি যার দাম ৯.৯৯ ডলার।
৩।এরপর apps টির নাম কপি করুন।
৪।এবার m.aptoide.com এই ঠিকানায় ঢুকুন।
৫।এবার সার্চ অপশন এ গিয়ে যেই apps টি নামাবেন সেটার নামটি paste করুন।
৬।দেখুন আপনাকে result show করতেছে।এরপর এতে ক্লিক করুন।
৭।এরপর নিচের মত পেজ আসবে।এরপর install এ ক্লিক করুন।
৮।এরপর আপনাকে সেভ করতে বলবে।আপনি যদি ফাইলটি সেভ করেন তাহলে ওপেন করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে এটাকে কি দ্বারা ওপেন করব?তখন আপনি যেকোন একটা ব্রাউজার এর মাদ্ধমে ওপেন করলেই হবে।ধরেন আপনার পিসি তে মজিলা ফায়ারফক্স ইন্সটল করা আছে।এখন ফাইল টা সেভ করার পর ওপেন করতে গেলে বলবে এটা কিসের দ্বারা ওপেন করব?তখন আপনি মজিলা সিলেক্ট করে দিবেন।
৯।ব্রাউজার এর মাদ্ধমে ওপেন করলে নিচের মত পেজ আসবে।
১০।এবার ওই পেজ এর লাইন গুলোর মদ্ধে যেই লাইন এ .apk এই লেখাটা আছে সেই লাইন পুরোটা সিলেক্ট করে কপি করুন।এটাই আপনার ডাউনলোড লিঙ্ক।
১১।এটাকে আপনি internet download manager এ add url এ ক্লিক করে paste করে ok দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
১২।অথবা ব্রাউজার এ নতুন একটা ট্যাব খুলে তাতে লিঙ্কটা paste করুন।এরপর enter চাপুন।এরপর ফাইলটি সেভ করুন।এরপর ফাইলটা মোবাইল এ নিয়ে ইন্সটল করে ফেলুন।
অনেকদিন পরে লিখলাম।ভুল ত্রুতি হতে পারে।ভুল ত্রুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ভালো থাকবেন সবাই।আল্লাহ হাফেজ।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে খুব ভাল একটা জিনিস শিখলাম।যদিও আমার কোন অ্যাড্রোইড ফোন নাই।