Android এর যেকোন paid apps, games নামান খুব সহজে

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

অনেকদিন techtunes এ টিউন করা হয় না।সেই ২০১১ সালে শেষ লেখা।এরপর আর লেখা হয় নাই।আসলে সব কিছু সময়ের খেলা।এক সময় যেটা আপনার কাছে খুব আপন মনে হবে,হয়তবা কিছুদিন পর তা আর আপন থাকবে না।সেই সময় যারা টিউন করতেন,এই techtunes মুখরিত রাখতেন তাদের অনেকে হারিয়ে গেছেন সময়ের এই স্রোতে।ওই সময় যারা এখানে নিয়মিত ভিজিটর ছিল,তাদের অনেকেই আছে,অনেকেই হারিয়ে গেছে।ওই সময়ে আমাকে অনেকেই চিনত,কিন্তু এখন বলা যায় কেউই চিনবে না।এটাই বাস্তবতা।হুররররররর।প্রযুক্তি ব্লগ এ এই ধরনের সাহিত্য মার্কা কথা অনেকের ভাল লাগবে না।তাই চলেন কাজের কথায় চলে যাই।

বর্তমান এই যুগটা হচ্ছে কম্পিউটার,মোবাইল,ট্যাব এসবের যুগ।সবার হাতে হাতে যেই ট্যাব,মোবাইল শোভা পায় তার বেশিরভাগ android চালিত। Android এ যে এতো সুবিধা তা আজ থেকে ৩-৪ বছর আগে চিন্তাও করা যেত না।এখন এই android সেট এ অনেক apps,games আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়।কিন্তু আমাদের অনেকের পক্ষে কিনা সম্ভব না,বা কিনার পদ্ধতিটা অনেকের কাছে বোধগম্য না।তাই বলে কি তারা paid apps নামাবে না?তাদের জন্য ছোট্ট একটা পদ্ধতি নিয়ে এসেছি।অনেকেই হয়ত আগের থেকেই জানেন,তবে অনেকের কাছে নিয়মটা অজানা।চলুন এক ঝলকে দেখে ফেলি পদ্ধতিটা।

১।প্রথমে http://www.google.com এ যান।এরপর play store এ ঢুকুন।

২।এরপর play store থেকে যেকোন paid apps, বা paid games সিলেক্ট করুন।আমি এখানে office suite pro 7 সিলেক্ট করেছি যার দাম ৯.৯৯ ডলার।

৩।এরপর apps টির নাম কপি করুন।

৪।এবার m.aptoide.com এই ঠিকানায় ঢুকুন।

৫।এবার সার্চ অপশন এ গিয়ে যেই apps টি নামাবেন সেটার নামটি paste করুন।

৬।দেখুন আপনাকে result show করতেছে।এরপর এতে ক্লিক করুন।

৭।এরপর নিচের মত পেজ আসবে।এরপর install এ ক্লিক করুন।

৮।এরপর আপনাকে সেভ করতে বলবে।আপনি যদি ফাইলটি সেভ করেন তাহলে ওপেন করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে এটাকে কি দ্বারা ওপেন করব?তখন আপনি যেকোন একটা ব্রাউজার এর মাদ্ধমে ওপেন করলেই হবে।ধরেন আপনার পিসি তে মজিলা ফায়ারফক্স ইন্সটল করা আছে।এখন ফাইল টা সেভ করার পর ওপেন করতে গেলে বলবে এটা কিসের দ্বারা ওপেন করব?তখন আপনি মজিলা সিলেক্ট করে দিবেন।

৯।ব্রাউজার এর মাদ্ধমে ওপেন করলে নিচের মত পেজ আসবে।

১০।এবার ওই পেজ এর লাইন গুলোর মদ্ধে যেই লাইন এ .apk এই লেখাটা আছে সেই লাইন পুরোটা সিলেক্ট করে কপি করুন।এটাই আপনার ডাউনলোড লিঙ্ক।

১১।এটাকে আপনি internet download manager এ add url এ ক্লিক করে paste করে ok দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

১২।অথবা ব্রাউজার এ নতুন একটা ট্যাব খুলে তাতে লিঙ্কটা paste করুন।এরপর enter চাপুন।এরপর ফাইলটি সেভ করুন।এরপর ফাইলটা মোবাইল এ নিয়ে ইন্সটল করে ফেলুন।

অনেকদিন পরে লিখলাম।ভুল ত্রুতি হতে পারে।ভুল ত্রুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ভালো থাকবেন সবাই।আল্লাহ হাফেজ।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে খুব ভাল একটা জিনিস শিখলাম।যদিও আমার কোন অ্যাড্রোইড ফোন নাই।

    শিখে রাখুন।পরবর্তীতে যখন android কিনবেন তখন কাজে দিবে

Level 0

খুব সুন্দর হয়েছে।

ভাই খুবি ভাল হল । দেখি পেইড আপ্পস কাজ করে কিনা

    ১০০% কাজ করবে।আমি এখন পর্যন্ত এমন কোন আপ্পস পাই নাই যেটা এই সিস্টেম এ নামানো যায় না।

Level 0

Thanks ……..

ধন্যবাদ না দিলেই নয়। আমার দেখা সবচেয়ে কার্যক এটি।

    আপনাকেও ধন্যবাদ।নিয়মটি আপনি আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবেন এই আশা করি

অ্যাপস্ তো নামল কাজ করবেতো? করলে ধন্যবাদ।

    করবে করবে।মোবাইল এ ইন্সটল দেন।
    করবে তাই অগ্রিম ধন্যবাদটা নিয়ে নিলাম 😀

অনেক ধন্যবাদ এমন সুন্দর টিউনের জন্য।

Level 0

কাজ ত হয় না….install দিলে……this file is not authorized for your device….এইটা লিখা আসে

    Level 0

    @walid: আমি NFS MW install করেচিলাম but run করার পরে ঐ লিখা আসে

    গেম টা আপনার সেট এর জন্য প্রযোজ্য না।মানে ওই গেম খেলতে যেই ram,memory মানে যা যা লাগবে তা আপনার সেট provide করতে পারবে না।তাই এই লেখা আসছে।

Level 0

vai, post tar jonno অসংখ‍্য ধন‍্যবাদ। কিন্তু, আপনি idm এর কোন verson use করেন তা বললে খুবই উপকৃত হইবো। please, vai bolen. sathe download link dile sara jibon কৃতঙ্গ থাকবো

প্রায় ২/৪ বার চেষ্টা করে পেরেছি প্রথমে একটু সমস্যা হয়েছে পরে পানির মত সহজ হয়ে গেছে @ আর আপনার টিউন গুলো অনেক সুন্দর হয়, আমি আপনার টিউন গুলো অনেক পড়েছি অনেক কিছু শিখেছি, আপনার থেকে আরো ভাল টিউন চাই। আর নিয়মিত আপনার টিউন চাই @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: ভাই আমার তো কাজ হয়না, কিভাবে করলেন? আমি ইন্সটল চেপে ফাইল টা সেভ করার পরে ব্রাউজারে ওপেন করলে কিছুই আসেনা পুনরায় সেভ করতে বলে।লিংক টা কিভাবে ব্রাউজারে ওপেন করব…? firefox এ কি কোন এড-অন থাকা লাগবে… ?

    insha allah নিয়মিত করার চেষ্টা করব।আর আপনার অনেকগুলো android বিষয়ক পোষ্ট পড়েছি।এই রকম আরো পোস্ট লিখবেন আমাদের জন্য।আর আপনাকেও ধন্যবাদ

Level 0

‘vai idm toolbar tar link dile vison upokrito hoi

Level 0

দারুণ টিউন। অনেক অনেক ধন্যবাদ আপু (নাকি ভাই?)।

ধন্যবাদ………

অনেক ধন্যবাদ। আমার খুবই কাজে দিবে। যদিও আমার কোন এনড্রয়েড সেট নাই!!! 🙁

    সিস্টেমটা মনে রাখুন।পরে কাজে দিবে।

টিটিতে নিয়মিতো চাই, বরাবরের মতো এবারের টিউনটাও অনেক সুন্দর হয়েছে।

আমার তো কাজ হয়না, কিভাবে করলেন? আমি ইন্সটল চেপে ফাইল টা সেভ করার পরে ব্রাউজারে ওপেন করলে কিছুই আসেনা পুনরায় সেভ করতে বলে।লিংক টা কিভাবে ব্রাউজারে ওপেন করব…? firefox এ কি কোন এড-অন থাকা লাগবে… ?

    ব্রাউজার এ ওপেন করলে পুনরায় সেভ করতে বলে।এটাই apk ফাইল।আপনি এটা পুনরায় ব্রাউজার দিয়ে ওপেন না করে সেভ করুন।এরপর সেট এ নিয়ে ইন্সটল করে ফেলুন।

    আপনি ১২ নাম্বার পয়েন্ট এর ইমেজটা খেয়াল করুন।আমাকে আবার ব্রাউজার দিয়ে ওপেন করতে বলছে।তখন আমি সেভ করেছি।খুবই ইজি।আবার চেষ্টা করুন।পেরে যাবেন।

Level 0

sob apps nai !!!!!

tar theke daily paid apps+themes+games+wallpapers download korte join korun eai group a—–
protidin new paid apps pawa jai–

https://www.facebook.com/groups/351023258315478/

Level 0

ধন্যবাদ, এতো কার্যকর একটা টিউন করার জন্য, এতে কি যেকোনো সাইজের APK ফাইল ডাউনলোড করা যাবে ?

এত্তগুলা সুন্দর হইছে, যদিওবা আমার এন্ড্রয়েড নেই, তবে বন্ধুদের আছে। 🙂

টিউনটি অনেক সুন্দর হইছে। অনেকের কাজে লাগবে। আমার কাঝে লাগত এন্ড্রয়েড থাকলে । তবে আমার বন্ধুর কাজে লাগবে। আর ভাল টিউন আপনার কাছে আশা করছি।

Level 0

amar 8 no. step porjonto hoy but 9 no step ta ashe na.. tai apk file ar link ta o passi na 🙁

Level 0

vai mozilla e open hoe nato, mozilla eta kon version ?

হলো না ব্রাদার ৷next launcher them blue dragon এই এফসিএ টা পেলাম না

Level 0

কাজ করেনা।

তথ্যাট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আপনার ৬ নং ইমেজ থেকে আমার ইমেজের সাথে মিলছে না।আমি মজিলা ৩৪ ব্যবহার কর। আপনার ভার্শন কত।

KAJJ TO HOI NAA. FIREFOX DIYA OPEN HOI NA

Level 0

Oshadharon Post KoreChen Bhai 🙂

Vai Titanium Backup Pro No Root Apps Ta detey parben please…………..

Level 0

কাজ হই না। প্লজ আমাকে paid keepsafe apps download link থাকলে দেন।
ইমেইল : [email protected]

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।