CamScanner এর ফুল ভার্সন এখন আপনার হাতের নাগালে…!!!

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় অনেক ভাল আছে? CamScanner নিয়ে এর আগেও অনেক টিউন করেছেন, তারা সবাই এই অ্যাপস এর ফ্রি ভার্সন নিয়ে আলোচনা করেছেন। আমি আর আজ এই অ্যাপস নিয়ে তেমন কিছুই আলোচনা করব না। যারা যারা এই অ্যাপস সম্পর্কে পূর্বের টিউন মিস করেছেন তারা এখান থেকে পড়ে নিয়েন।

 

কি কি করা যায় এই অ্যাপস দিয়েঃ

  • আপনি আপনার ভোটার আইডি কার্ডকে ছবি উঠিয়ে তা হুবহু স্কান কপির মত করতে পারবেন। ফলে বিভিন্ন সাইটে আপনার পরিচয় বা আইডি ভেরিফাই করতে পারবেন।
  • যেকোন ডকুমেন্ট ছবি ঊঠিয়েই যে কারও কাছে পাঠিয়ে দিতে পারবেন ও শেয়ার করতে পারবেন।
  • এছাড়াও আরও অনেক কিছুই করা যায়, যা ব্যবহার করলে বুঝতে পারবেন।

হাতে সময় নেই, তাই আলোচনা করতে পারলাম না। দুঃখিত।

কিভাবে ফুল ভার্ষন ইউস করবেনঃ

  • প্রথমে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
  • এবার ইনিষ্টল করে নিন।
  • ওপেন করুন, দেখবেন আপনাকে এই অ্যাপস এর অরজিনাল ভার্ষন ডাউনলোড করতে বলছে। ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন ও ইনিষ্টল করুন।
  • এবার আপনি আপনার মেনুতে ২ টা অ্যাপস আইকন দেখতে পাবেন। ২য় টা ওপেন করে একটি আইডি খুলুন আর ইমেল ভেরিফাই করে ফুল ভার্ষন ইউস করতে থাকেন।
  • সর্বদা ২য় অ্যাপস টি ওপেন করবেন, আর ২ টা হতে কোনটাই আনইনিষ্টল করবেন না।

ডাউনলোড লিঙ্কঃ  এখান থেকে ডাউনলোড করে নিন।

এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত জানতে ও এমনি সকল পেইড অ্যাপস ফ্রিতে পেতে ভিসিট করুন পেইড অ্যাপস কর্নার।

ভুল হলে ক্ষমা করে দিয়েন। আল্লাহ্‌ হাফেজ 😀

Level 0

আমি সুমন বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ডাউনলোড লিঙ্কে কিল্ক করে মনে হয় অনেকেরই মাথা ধরে যাবে।

    Level 0

    @writerbuddha: কেন ভাই মাথা ধরবে?

খুব ভালো টিউন। ধন্যবাদ, চালিয়ে যান

Level 0

parle direct download option din, ar nahole post deoar dokar ki bhai?