Android মজা [পর্ব-১৯]:: অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কম্পিউটার এ ইন্টারনেট চালান সফটওয়ার ছাড়া

Android মজা

আশাকরি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

বর্তমানে symhonywalton স্বল্প মুল্যে android পন্য বাজারে ছাড়ায় তরুনদের মাঝে এ সকল পন্য (স্মার্ট ফোন) কেনার হিড়িক পরে গেছে।
স্মার্ট ফোনের অনেক সুবিধার মধ্যে একটি হচ্ছে apps ইউজ করার সুবিধা।

আমরা সবাই কম্পিউটার এ ইন্টারনেট ব্যবহার করি, কেউ ব্লুটুথ দিয়ে কেউ  আবার মডেম দিয়ে, আজ আমি আপনাদের দেখাবে কিভাবে ব্লুটুথ/মডেম ছাড়া অ্যান্ড্রয়েড  ফোন দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো যায় তার নিয়ম, তাহলে আসুন নিয়ম টা শিখে নিই।

প্রথমে কেবল দিয়ে অ্যান্ড্রয়েড  ফোন  কে কম্পিউটার এর সাথে ডাটা ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে নিন। তারপর নিচের নিয়মগুলো ভাল করে অনুসরণ করি।

১।

প্রথমে Media Device (MTP) এখানে টিক চিহ্ন দিন।

২।


তারপর Settings>>Developer options> USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন।

৩।
এবার Settings>Wireless & Networks>Tethering & portable hotspot গিয়ে USB tethering টিক চিহ্ন দিয়ে দিন উপরের মত করে।

ব্যাস হয়ে গেল কম্পিউটারে ইন্টারনেট সংযোগ, এবার ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করুন কম্পিউটারে। আর হ্যাঁ একটি কথা আপনার সিমে কিন্তু মেগাবাইট থাকতে হবে না হলে কিন্তু হবে না।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bi amar Galaxy s Update korar por Radio paina.Ki kora jai please bolben?

Level 0

Jodi paren ta hole ama k akto kosto kore mail [email protected]

Level 0

হোছাইন ভাই আমার একটা সাহায্য করবেন আমি এই সাইট থেকে ফ্লাস ফাইল ডাউনলোড করতে পাড়ছি না ? কিভাবে ডাউনলোড করতে হবে জানা থাকৱলে বলেন সাইটের ঠিকানা
http://www.123greetings.com/events/new_year_eve/nyeve20.html

Level 0

Via aita to online radio.Offline radio ki nai?

Level 0

tnx

ভাই কা‌নেক্ট করার প‌রে পি‌সি‌তে Usb hardward wizard install korte bole যে!