............পরম করুণাময় আল্লাহের নামে শুরু করছি........
কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালই আছেন । হয় তো আমার মত অথবা তার চেয়ে কিছুটা বেশি । জানি না শুরুটা ঠিক মত উপস্থাপন করতে পারলাম কি না ।
যাই হউক এবার কাজের কথায় আসি । আজকে কিছুক্ষণ আগে একটি টিউন দেখে খুব বিরক্ত লেগেছিল । একজন Apex Launcher Share এর নামে তার নিজস্ব সাইট শেয়ার করেছিল । তাও মানা যায় যদি কেউ APPS টির Download Link পেত ! টিউনটি সম্ভবত এডমিন গণ কেটে ফেলেছেন । কিন্তু যারা APPS টির আশায় বসে আছে তাদের জন্যই টিউনটি করতে বসলাম। খুব বেশি সময় নিব না কারন- একজনকে Call Waiting এ রেখেছি ।
এবার কাজের কথায় আসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব- APEX Launcher Pro যার মার্কেট মূল্যঃ প্রায় ৪ ডলার । (Information)
Apps/ Launcher টি Download করতে এখানে ক্লিক করুন -
কথা বাড়িয়ে লাভ নেই । আগেই বলেছি একজনকে Waiting এ রেখেছি । আমার জন্য দোয়া করবেন- যেন আমি আপনাদের সাথেই থাকতে পারি এবং নিত্য নতুন টিউন নিয়ে হাজির হতে পারি ।
আল্লাহ্ হাফেজ ।
আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)
এক্সট্রা ফিচার কি আছে??