Android মজা [পর্ব-০৭] :: আপনার পছন্দের Apps এর আইকনের মধ্যে দিয়ে দিন আপনার ছবি

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

নোকিয়া তে আমরা সবাই জানি কিভাবে  Software  এর আইকনের মধ্যে নিজের ছবি বসিয়ে তে হয় তা আমরা সবাই কম বেশি জানি, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রোয়েড ফোনের Apps এর আইকনের মধ্যে নিজের ছবি কিভাবে লাগাতে হয় তার নিয়ম। প্রথমে এখান থেকে Icon Changer Apps টি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে চালু করুন।

তাহলে নিচের মত আসবে।

Click icon to make a shortcut এর উপরের ছবির উপর ক্লিক করুন তাহলে নিচের মত আসবে।

এখানে আপনার ইন্সটল করা Apps গুলো দেখা যাবে, এবার আপনি যে Apps এর আইকন Change করবেন সে Apps এর উপর ক্লিক করুন আমি আমার Apps এর মধ্যে বাংলা ডিকশনারী Apps এর আইনন পরিবর্তন করব তাই Bangla Dictionary
ক্লিক করেছি, আপনি আপনার মত Apps এর উপর ক্লিক করুন।

এবার Change বাটনে ক্লিক করে নিজের মত ছবি দিয়ে দিন তারপর Title এ আপনার Apps এর টাইটেল দিন। সবশেষ Ok বাটনে ক্লিক করুন ।

ব্যাস হয়ে গেল নিজের ইচ্ছামত Apps এর আইকন!! আর বন্ধুকে দেখিয়ে চমক লাগিয়ে দিন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লেগেছে। 🙂
সব শেষ এ চলে যাচ্চি এটাও খুব ভালো।

আপ্নার এফবি পেজ এর সরাসরি লিংক টা দিন প্লিজ।

Level 0

ভাই আমার ফোনে তো এপটা সেটাপ হচ্ছে না। রুট লাগবে?

Level 0

vai app install korte gele error ase…

Level 0

THANK U

Thank you!!

Level 2

হোছাইন আহম্মদ vai apne kon android ebong koto modeler set use koren janale khushi hotam

Level 4

হোছাইন ভাই আপনার প্রতি পোস্ট আমার খুব ভাল লাগে যদি আপনার পেইসবুকের আইডি টা দিতেন , আপনার কাজ থেকে কিছু না কিছু শিকতে পারতাম
ধন্যবাদ আপনাকে আশা করি ওত্তর টা পাব!

Level 4

হোছাইন আহম্মদ ভাই আপনি কি আছেন?