আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
অ্যান্ড্রয়েডে প্রতিদিনই নতুন নতুন অনেকগুলো Apps তৈরী হচ্ছে । বর্তমানে অ্যান্ড্রয়েডে ব্যবহারকারীও অনেক । আর এই অ্যান্ড্রয়েডে মোবাইলক এর জন্য আমরা কত লাইভ ওয়ালপেপার/Apps খুঁজি কিন্তু ভাল মানের কোন ওয়ালপেপার/Apps খূজেঁ পাই না । তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, ২টি চমৎকার ইসলামিক লাইভ ওয়ালপেপার ও সাথে কুরআন পড়ার জন্য ১টি Apps!!
১। Al-Quran (Bangla) এই Apps দিয়ে আমরা কুরআন শরীফ বাংলা তরজমা সহ পড়তে পারবেন। অনেক কাজে দিবে, এই Apps টি তাহলে আর দেরি কেন ডাউনলোড করে নিন এখান থেকে।
২। মক্কা 3D লাইভ ওয়াল পেপারঃ
মক্কার পবিত্র স্থানের ছবি গুলো উপর থেকে নিচ ও নিচ থেকে উপর দিকে সুন্দর করে উঠা নামা করবে, দেখতে অনেক সুন্দর লাগবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৩। মদিনা HQ লাইভ ওয়াল পেপার, অনেক সুন্দর একটি লাইভ ওয়াল পেপার এটাও হাতের ছবি, আল্লাহর নাম উপরের থেকে নিচে দিকে এনিমেট হবে দেখতে অনেক সুন্দর লাগবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
dhonnobad… Valo tune