Android মজা [পর্ব-০১] :: অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য আকর্ষণীয় ইসলামি একটি Apps

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আগামীকাল ইয়াওমূল আরাফা হজ্জের মূল ইবাদত লক্ষ কোটি মানুষের মুখে ধ্বনিত হচ্ছে।
“লাববাইকা আল্লাহুম্মা লাববাইক, লাববাইকা লা শারীকা লাকা লাববাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা।’

“আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি আপনার কাছে হাজির। আপনার কোন শরীক নেই। আমি আপনার কাছে হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব আপনারই। আপনার কোন শরীক নেই।’’
[ সহীহ বৃখারী, হাদীস নং ১৫৪৯, ১৫৫০ও সহীহ মুসলিম, হাদীস নং ২৮৬৮, ২৮৬৯]


আমাদের মধ্যে অনেক ভাই-বোন, দাদা-দাদী আছেন হজের নিয়ম-কানুন জানে না। বিশেষ করে হাজীদের উদ্দেশ্য তৈরি করা একটি অ্যান্ড্রয়েড Apps। এতে হজের যাবতীয় কার্যাবলি ছবির সাহায্যে ধাপে ধাপে বর্ণিত হয়েছে।

তাহলে আর কোন চিন্তা নেই এখন বাড়িতে বসে হজের ট্রেনিং দিতে পারবেন। অ্যাপটি তৈরি করেছে ইসলাম-লাইট ফাউন্ডেশন, আর তা সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ভিডিও লেকচার থেকে সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।

তাহলে আর দেরি কেন! Google Play Store থেকে ডাউনলোড করে নিন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,

আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই Google Play Store বাদে লিংক দেন।

ভাই Google Play Store
বাদে লিংক দেন। mobile এ opera দিয়ে তো ডাউনলোড হয়না………….please

ভাই আপনার প্রতিটা পেষ্টই অসাধারন হয়, ভাই আপনে চালিয়ে জান।

অনেক উপকার করলেন ভাই। মজার ব্যাপার কি জানেন? হজ্জের ব্যাপারে এমন তত্থই আমি খুজছিলাম আজকে। আর আজকেই আপনার এই টিউন 😀

ওরে দাদারে ফাইল সাইজ এত বড় কেনরে দাদা????? এটাকে ছোট বড় করার কোন ব্যবস্থা নেই নাকি?