AirDroid…..সেরা ফ্রি এনড্রয়েড অ্যাপ্লিকেশান……Airdroid নিয়ে বিস্তারিত।

আস-সালামু-আলাইকুম

কেমন আছেন টেকটিউনস এর বাসিন্দারা?আমি আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছি।আজ অনেক দিন পর টিউন লিখছি।এখন আর সময় পাইনা।তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

আজ লিখবো এই সময়ের  জনপ্রিয় এনড্রয়েড অ্যাপ্লিকেশান Airdroid নিয়ে।AirDroid হচ্ছে একটি অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে আপনি আপনার এনড্রয়েড মোবাইল কে আপনার ল্যাপটপ/পিসি থেকে পরিচালিত করতে পারবেন।এটা অত্যন্ত মজার একটা সফটওয়্যার।যা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না।নিচে একটা ছবি তে এই এপস এর রিভিউ দেয়া আছে।সেটা দেখলে আরো পরিষ্কার হবে যে এপস টা কেমন জনপ্রিয়।

AirDorid নিয়ে আগেও কয়েকটা টিউন হয়েছে কিন্তু সেখানে সব কিছু পরিষ্কার নয়।তাই এই টিউন করা।ভুল হলে মাফ করবেন।

AirDroid ব্যবহার করতে চাইলে যা যা করতে হবে।

  • একটা এনড্রয়েড চালিত মোবাইল।
  • একটি ল্যাপটপ অথবা পারসোনাল কম্পিউটার(পিসি)।
  • ওয়াইফাই নেটওয়ার্ক।
  • অথবা মোবাইল ইন্টারনেট।

তবে একই ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে হলে সবচেয়ে সেরা পারফরমেন্স পাবেন।

তাহলে শুরু করা যাক।

Installation

প্রথমে এখান থেকে প্লে স্টোর এ যান এবং এপস টা ইন্সটল করুন।অথবা মোবাইল থেকেও ইন্সটল করতে পারেন।ইন্সটল করার পর মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্ক অন করুন।অথবা মোবাইল ইন্টারনেট অন করুন।এবার পিসির ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখুন""  Web.airdorid.com  ""এবং এনটার চাপুন অথবা মোবাইলে যে অ্যাড্রেস দিয়েছে সেটা ব্রাউসারে লিখে এন্টার চাপুন।

তবে ফুল ভার্সন ইনজয় করার জন্য web.airdroid.com ব্যবহার করুন।নিচের ছবিটি লক্ষ্য করুন।সেখানে QR Code দেয়া আছে।সেটা স্ক্যান করুন।তাহলে পিসির সাথে মোবাইল কানেক্ট হয়ে যাবে।

Introducing

মোবাইল পিসির সাথে কানেক্ট করার পর নিচের ছবির মত আসবে।ছবিতে অল্প করে বর্ননা দেয়া আছে সুবিধার জন্য।

বাম দিকে মেইন মেনু আছে সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করলেই চালু হবে।উপরে শর্টকাট মেনু।ডান দিকে মোবাইলের নাম সহ স্টোরেজ ইনফো দেয়া আছে।নিচের ডান দিকে মোবাইলে চার্জ কত পারসেন্ট আছে সেটাও দেয়া থাকবে।

File Upload

উপরের ছবিটি লক্ষ্য করুন।আপনি যদি পিসি থেকে আপনার মোবাইলে ক্যাবল ছারাই ডাটা অথবা যেকোনো ফাইল নিতে চান তবে" FILES "মেনু ক্লিক করুন।যেখানে ফাইল আপলোড করতে চান সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করুন।উপরে লক্ষ্য করুন " Upload"  অপশন আছে।সেখানে ক্লিক করলে একটা নতুন ঘর আসবে।এবার সেই ঘরে যে কোনো ফাইল ড্র্যাগ করে ছেরে দিন।সাকসেসফুল হলে মোবাইলে চেক করুন যে সেই ফাইল মোবাইলে চলে গেছে।  :))

File Download

এবার যদি মোবাইলের ফাইল পিসিতে ক্যাবল ছাড়াই নিতে চান তবে " FILES " মেনু থেকে যে ফোল্ডারের ফাইল পিসি তে নিতে চান সেটা সিলেক্ট করুন এবং "Download "  বাটনে ক্লিক করুন।দেখুন যে সাথে সাথেই সেটা ডাউনলোড হয়ে Downloads এ চলে যাবে।নিচের ছবি দেখলেই বুঝবেন।

Message

এবার আসুন এসএমএস এর মজা দেখতে।আপনি যখন AirDroid দিয়ে পিসির সাথে মোবাইল কানেক্ট করে রাখবেন তখন যদি আপনার মোবাইলে কোনো মেসেজ আসে তবে সেটা পিসি তেও শো করবে।ছবিটি লক্ষ্য করুন।

যদি কাউকে এসএমএস করতে চান অথবা মোবাইলে কি কি এসএমএস আছে সেটা দেখতে চান তবে Message অপশন ক্লিক করুন।তাহলে উপরের ছবির মত আসবে।যদি কাউকে এসএমএস করতে চান তবে To তে মোবাইল নাম্বার টাইপ করুন।নাম্বার যদি সেভ করা থাকে তবে সেখানে দেখাবে।নিচের খালি যায়গায় যা লিখার সেটা লিখে এন্টার চাপুন অথবা Send বাটন চাপুন।এসএমএস SenT হয়ে যাবে।AirDroid এর মাধ্যমে আপনি মোবাইলের সাহায্য ছাড়াই পিসি থেকে খুব সুন্দর করে ঝামেলা মুক্ত ভাবে এসএমএস করতে পারবেন।

Camera

এবার দেখাবো আরো একটি মজার অপশন।আপনার মোবাইলের ক্যামেরা অন না করেই AirDroid দিয়ে কিভাবে ছবি তুলবেন সেতা দেখে নিন।

ছবিটি লক্ষ্য করুন।ক্যামেরা অন করার জন্য মেনু থেকে "Camera" তে ক্লিক করুন।এবার মজা দেখুন।দেখবেন যে মোবাইল স্ক্রীন বন্ধ কিন্তু ব্রাউসারে ক্যামেয়া অন হয়ে আছে।এবার ছবি তুলতে চাইলে ছবির ডান দিকে গোল চিহ্নিত যায়গায় ক্লিক করুন।দেখুন ছবি তোলা হয়ে গেছে।ছবি সেভ হবে পিসির ডাউনলোড ফোল্ডারে। মোবাইলে যদি ফ্রন্ট ক্যামেরা থাকে তবে সেটা দিয়ে ছবি তুলতে হলে বাম দিকের অপশনে ক্লিক করুন।ছবি সেভ হবে পিসির ডাউনলোড ফোল্ডারে। ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে।

Calling

আপনি AirDroid দিয়ে পিসি থেকেই মোবাইলে কল করতে পারবেন।তবে কথা বলার জন্য সরাসরি মোবাইল অথবা এয়ারফোন ব্যবহার করতে হবে।

কল করতে চাইলে শর্টকার্ট মেনু থেকে Call এর অপশন পছন্দ করুন।এবার যে নাম্বারে ডায়াল করতে চান সেটা ডায়াল করুন।এবার Call করুন।দেখবেন মোবাইল থেকে Call হচ্ছে।

Mobile Info

উপরের ছবিটি খেয়াল করুন।আপনি যদি AirDroid থেকে আপনার মোবাইলের বিস্তারিত তথ্য জানতে চান তবে মেইন পেইজের একেবারে ডান দিকে Details অপশন ক্লিক করিলেই বিস্তারিত চলে আসবে।

AirDroid নিয়ে আরো বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন।

টিউনটি ভালো হলে মতামত করতে ভুলবেন না।আরো জানতে হলে মতামত ব্যাক্ত করুন।

সবাইকে ধন্যবাদ।আল্লাহ হাফেজ।

আমার যত টিউন।

ফেসবুকে আমি।(শুধু মাত্র মেসেজ ইনবক্স করুন অথবা আমাকে ফলো করুন।)

আমার ই-মেইল।

[email protected]

ফেসবুকে আমার ছবিতে ভোট দেয়ার জন্য এখানে ক্লিক করুন

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo tune….thnx…

কয়েকদিন যাবত প্রিয়তে নেয়ার মতো টিউন পাচ্ছিলাম না……
এই টিউনটি সরাসরি প্রিয়তে……
আপনার মূল্যবান সময়ের কিছু সময় আমাদের দেয়ার জন্য ধন্যবাদ।

Level 0

Assa vhai………ami jodi pc er net WiFi dia shear kori……thn boro kono file transfer korte chai…tahole ki speed amar net er speed ja shetai…naki normal Bluetooth or WiFi data transfer er moto speed pabo….???

    @ডেভেলপার: তাই নাকি?শুনে অনেক খুশি হলাম।@walid:

    @walid: ব্লুটুথ এর স্পীড এর মত ট্রান্সফার স্পীড পাবেন।তবে বড় কোনো ফাইল নেওয়ার জন্য ক্যাবল ব্যবহার করাই উত্তম।

Level 0

আমার মোবাইল যদি চুরি হয় তাহলে কাজে দিবে নিশ্চয় ?

    @tahmim: হুম।তবে বাংলাদেশে খুব একটা কাজে দিবেনা।আমি ট্রাই করেছিলাম।লোকেশন লোকেট করতে পারেনা।

Level 0

প্লে স্টোর ছাড়া কোথায় থেকে এন্ড্রয়েড
এপস ডাউনলোড করা যায়. কিন্তু
সিকিউরিটি সম্পর্কিত
কোনো সমস্যা থাকবে না

    @swopnosari: প্লে স্টোর ছাড়া অন্যান্য কিছু এপস সাইটে পাওয়া যায় কিন্তু সেটা ভালো হবেনা।কারন ভাইরাস থাকতে পারে।

Level 0

QR Code কিভাবে স্ক্যান করব এবং PC এর সাথে Mobile এর Connection কিভাবে করব ।

    @A R Fahim: প্রথমে মোবাইলের নেট অন করে AirDroid অন করুন।এবার পিসি তে ব্রাউসারে web.airdroid.com অ্যাড্রেস লিখুন।তাহলে একটা পেইজ আসবে।এবার মোবাইল থেকে Scan লেখায় প্রেস করুন।তাহলে ক্যামেরা অন হবে।সেটা পিসির স্ক্রীন এ QR Code এ নিন।স্ক্যান হলেই কানেক্ট হয়ে যাবে।

Level 0

AirDorid দারুন একটি অ্যাপ্লিকেশান কিছু দিন যাবত ব্যবহার করছি।
latest movies

এ…..এতোদিন পর কোথাথেকে ভাইজান?আপনার লেখা খুব মিস করতেছিলাম 🙁

কিচু দিন আগে এরকম একটা পোস্ট দেকেছিলাম।আপনার টা ভাল হয়েছে।

আপনার টিউন সুন্দর হয়েছে আমি ফোন কল দিতে পারছি না

    Level 0

    @আরিফ: Phone call dea jai…but kotha bolte hobe apnar phone kane niai……..but apni USSD dial korte parben na….# ta ami konomotei dial korte pari ni……

      @walid: হুম।তবে যদি ব্লুটুথ ডিভাইস অথবা এয়ারফোন দিয়ে কথা বললে এখান থেকে ডায়াল করা যেতে পারে

    @আরিফ: না হওয়ার তো কথা না।ছবিতে যেভাবে দেখিয়েছি সেভাবে ফলো করুন।

এটা চালাতে কি নেট কানেকশন লাগবে?

“এখন আর সময় পাইনা।তাই আপনাদের কাছে ক্ষমতা প্রার্থী।”

Vai somoy pan na bole khomota diye ki korben..??
Ar aktu monojog diye Tiun korun. Banan ar dike kheyal rakhun.
Tiun valo hoyeche. Dhonnobad.

    @জাহিদ হাসান: হায় হায়।এত বড় ভুল করসি কিন্তু খেয়াল করিনাই?
    আপনাকে ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।

Just Excellent……………….

Level New

মুকুট ভাই বহু বহু দিন পর আপনার টিউন দেখলাম । সুন্দর টিউন ধন্যবাদ ।

    @MD. Wahiduzzaman: @শুভ: আপনাদের ধন্যবাদ।