আসসালামু-আলাইকুম,
কেমন আছেন ?
সবার সুস্থতা কামনা করে টিউন শুরু করছি ।
আজকে Android নিয়ে বসে গেলাম ।
এখন আপনাদের সাথে Android-এর সেরা ১০ টি Music Player শেয়ার করব । সবই 2013 -এর নতুন ভার্শন ।
Android-এর সবচাইতে জনপ্রিয় মিউজিক প্লেয়ার এটি । শুধু জনপ্রিয় বললে ভুল হবে, এটার কাছে অন্যান্য মিউজিক প্লেয়ারের কোন পাত্তাই নেই ।
এই App টি 2,51,402 বার Rated এবং 5 star পেয়েছে 1,96,702 বার !! চিন্তা করে দেখুন, কি ভয়ানক Rating !!!
Poweramp Music Player ডাউনলোড করুন এখান থেকে । (With Patch)
এবার Winamp-এর কথাই বলতে হবে । আমরা কম-বেশি সবাই Winamp চিনি, কারণ এটি মূলত PC'র জন্যই তৈরি হয়েছিল ।
এখন Android Market-এ এর চরম সাফল্য । 1,56,323 বার Rated এবং 96,341 বার 5 star পাওয়া এই মিউজিক প্লেয়ার এখন দ্বিতীয়তে ।
Winamp ডাউনলোড করুন এখান থেকে ।
হ্যাঁ, Real Player এখন জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থান দখল করেছে । এটিও PC'তে ইউজ করা যায় । আমরা এটা সাধারণত Youtube বা এধরণের সাইট থেকে ভিডিও ডাউনলোড করি, যেকোন অনলাইন ভিডিও streaming ছাড়া দেখাতে এর আলাদা সম্মান ।
Android-এও এর Popularity কম না । 1,21,220 বার rating হওয়ার পর 5 Star আছে 79,861 টি ।
Real Player ডাউনলোড করুন এখান থেকে ।
আসলে এর জাঁকজমক স্ক্রীন এবং একটু Stylish ভাবের জন্য Stylish ব্যক্তিদের বেশ নজর কেড়েছে । এর PC'র ভার্শন থাকলেও সেটি জনপ্রিয়তা পায়নি বললেই চলে । এটি Real Player-এর চরম প্রতিদন্ধি ।
1,17,573 বার rating হওয়ার পর এর 5 star 76,621 বার ।
Double Twist with magic Radio ডাউনলোড করুন এখান থেকে ।
Unique User interface আর Multitouch wall album-এর জন্য সেরা এই মিউজিক প্লেয়ারটি । চাইলে এই প্লেয়ার দ্বারা মিউজিক ব্রাউজ করে অনলাইনেও গান শুনতে পারবেন । এইভাবে চমৎকার service দিতে থাকলে এই মিউজিক প্লেয়ার সম্ভবত কিছুদিনের মধ্যেই সবচেয়ে সেরা মিউজিক প্লেয়ারের আসন দখল করবে ।
N7Player Music Player ডাউনলোড করুন এখান থেকে ।
Android জগতে এটি এক নম্বর Lyric Player । যারা Music শুনতে শুনতে Lyrics-এও চোখ বুলাতে চান, তাদের জন্য আমি বলব এই Player টিই Best. অনলাইন-অফলাইনে এই Lyrics দেখতে পারেন । 32 টি ভাষা এতে সাপোর্ট করে ।
MusiXmatch Lyrics Player এখান থেকে ডাউনলোড করুন ।
কারণ, এটি শুধু Music শোনার জন্যই না, ইচ্ছামত Edit-ও করতে পারবেন । গানের শিল্পী, অ্যালবাম ইত্যাদি আপনার ইচ্ছামত এডিট করার সুযোগ এখানে পাবেন । Rating অনুসারে 6th স্থানে জায়গা করে নিয়েছে এই Player-টি ।
Mixzing Media Player ডাউনলোড করুন এখান থেকে ।
সিম্বিয়ান ইউজারদের খুব ভাল পরিচয় আছে এই Player-এর সাথে । Android-এও খুব ভাল সময় যাচ্ছে এই Player-টির । অনেক Screen, photo art , lyric সুবিধা চাইলে এটি মন্দ হবে না ।
TTPod ডাউনলোড করুন এখান থেকে ।
ডিজে ভাইদের পালা এবার । আপনারা এই Player-টি পছন্দ করবেন কারণ, এতে অনেক Mixing audio effect পাবেন । তাছাড়া net তো আছেই, চাইলে আরও effect নামিয়ে নিয়ে ইচ্ছামত গান মিক্স করে আমাদের শোনাবেন... 😛
PlayerPro Music Player ডাউনলোড করুন এখান থেকে ।
আপনি যদি একটু Different জিনিসের ভক্ত হন, তাহলে এই প্লেয়ারটি আপনার জন্যেই ।
এটা অন্যান্য মিউজিক প্লেয়ারদের থেকে সম্পূর্ণ আলাদা - অনেকটা Double Twist-এর মত । 10 নম্বরে থাকা এই App টি উপরের 9টি App-কে চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ।
আপনি চাইলে NRG Player ডাউনলোড করতেপারেন এখান থেকে ।
Post- টি ভাল লাগলে কমেন্ট করবেন ।
Good Bye....
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
vhalo laglo…