আজ থেকে অ্যান্ড্রয়েড দিয়েই আপনার চলার পথের সব কিছুর স্পিড মাপুন

সবাইকে বন্ধু দিবসের একগুচ্ছ গোলাপ ফুলের শুভেচ্ছা । আশা করি সবাই ভালো আছেন ।

প্রতিদিন যখন সাইকেল নিয়ে বের হয় ভাবি, “আহারে কত জোরে চালাচ্ছি যদি দেখতে পারতাম !”
এমনকি লোকাল বাসে বেশ জোরে গেলেও জানতে পারি না , কারন সবার স্পিড মিটার তো নষ্ট ।

এসব এখন অতীত কারন আমরা ডিজিটাল দেশে বাস করি । আজ আপনাদের সাথে এমন একটা অ্যাপ শেয়ার করবো যেটা দিয়ে যানবাহনের স্পিড তো বটেই , আপনার হাটা, দৌড়ানো সহ সকল স্পিড মাপা যাবে ।
যা হোক বক বক বাদ দিয়ে আসল কাজে আসি ।

প্রথমে আপনাদের যেই অ্যাপ টা দিব সেটার নাম “ Ulysse Speedometer ” । নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে সেটআপ দিন । আমি প্রো ভার্শনের লিঙ্কটাই দিলাম ।

http://f14.wapkafiles.com/download/f/b/1/2005001_fb1399b1530b2f5ab90d6f59.apk/4fd6345633c3cc3c4954/USPv1.8.10-Anik%28TipsTune.com%29.apk

এবার আপনার মোবাইলের ডাটা কানেকশন অন থাকলে অফ করেন আর জি পি এস টা অন করেন । তারপর দেখুন নিচের স্ক্রিন শটের মত একটা ইন্টারফেস এসেছে ।

এখানে মার্ক করা যায়গা গুলো হচ্ছে আপনার চলার পথের স্পিড , জি পি এস সিগনাল , ব্যাটারির চার্জ , ডেট টাইম ইত্যাদি । যেটা বড় গোল বৃত্ত ওটা হচ্ছে আপনার স্পিড । আপনি চলা ফেরা করার সময় ওখানে পরিবর্তন ঘটবে । আপনি এর অপশন থেকে বিভিন্ন মুড পরিবর্তন করতে পারবেন ।

এটার সুন্দর ইন্টারফেসটা আপনার গাড়ীতে কিভাবে ব্যবহার করবেন তা জানতে হলে নিচের ভিডিও টি দেখুন । আমার মনে হয় গাড়ীর স্পিড মিটারের থেকেও এটা বেশি ভালো লাগবে ।

আশা করি এই অ্যাপ টা সবার অনেক পছন্দ হবে এবং কাজে লাগবে । আমি এখানে নতুন তাই জানি না এই বিষয় নিয়ে আগে পোস্ট করা হয়েছে কিনা ? আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন । সমস্যা হলে বা খারাপ-ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন । আজকের মত বিদায় , পরে আবার চেস্টা করবো নতুন কিছু শেয়ার করতে । সবাই ভালো থাকবেন এবং পোস্টটি কস্ট করা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । আর একটা স্পেশাল ধন্যবাদ ওয়াসিনকে এই পোস্ট করতে আমাকে সাহায্য করার জন্য ।

সময় পেলে ঢূ মেরে আসতে পারেন আমার ছোট্ট সাইটে ।

http://tipstune.com

Level 0

আমি অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ওয়াও দারুন ।

bro eta ki 2.3.6 version er android e kaj korbe?

    @Abid khan247:
    ভাইয়া , ফোনে জি পি এস থাকলেই হবে । সকল ভার্শনে কাজ করবে ।

vi 2.3.6 ai version a ke kaz hobe vi plz bolen.

Level 0

vai ami chack koreci symphony w3o te chole….r android 2.3 te ochole..100% tested .http://44free.blogspot.com/

Level 2

gps নাই………

Thanks

darun software ,,,,, thanks

Level 0

শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার সাইটটা পারলে দেখে আসুন : http://www.hotapps4free.com

oshadharon post… onek tnx

Thanks

” file not found “