এন্ড্রয়েড মোবাইলের জন্য ২১০০০+ শব্দের সেরা ‘English টু বাংলা’ ডিকশনারি ব্যবহার করুন আর ফিদা হয়ে যান!!

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

অ্যান্ড্রয়েডের যুগে মোবাইলে বাংলা ডিকশনারি থাকবে না তা কি করে হয়। কিছু বাংলা মোবাইল ডিকশনারি পাওয়া যায় কিন্তু শব্দসংখ্যা খুবই কম। তবে এই ডিকশনারি যদি ব্যবহার করেন তাহলে মোবাইলে কম্পিউটারের মত শক্তিশালী একটি ইংলিশ টু বাংলা ডিকশনারির স্বাধ পেয়ে যাবেন।

English-Bangla dictionary নামের এই চমৎকার ডিকশনারিতে প্রায় ২১০০০+ শব্দ আছে। এমনকি সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ আছে। Barron’s GRE Word list সুবিধাও রয়েছে। অন্য যে কোন ডিকশনারি থেকে এটা যে সেরা তা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন।

এক নজরে সকল ফিচারঃ

  • অফলাইন অর্থাৎ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে।
  • Barron’s GRE ওয়ার্ড লিস্ট সুবিধা রয়েছে।
  • অটো কমপ্লিশন ওয়ার্ড সুবিধা রয়েছে।
  • বাংলা উচ্চারণও শব্দের পাশে রয়েছে।
  • ২১০০০+ সংখ্যার বিশাল শব্দের সংগ্রহ।
  • অত্যন্ত গতি সম্পন্ন।

ডিকশনারি ইন্সটল করার ধারাবাহিক পদ্ধতিঃ

প্রথমেই এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন।

তারপর এই জিপ ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে।

ডাউনলোড করার পর BanglaDictionary জিপ ফাইলটি Extract করুন। এখন মোবাইলের মেমরি কার্ডে e2b নামের একটা ফোল্ডার তৈরি করুন। তারপর আনজিপ করা সেই ফাইলগুলো e2b ফোল্ডারে কপি করুন।

এবার পূর্বে ইন্সটল করা English-Bangla dictionary নামের অ্যান্ড্রয়েড এপসটি ওপেন করুন।
settings এ গিয়ে নিচের ছবির মতো চেক বক্স দুটোতে টিক চিহ্ন দিয়ে দিন।

offline data location নামের অপশনে গিয়ে /e2b নাম দিয়ে ok করুন।

এবার সেভ করে আপনার কাজ শেষ করুন। :D সার্চ বক্সে আপনার কাংখিত শব্দ লিখুন আর ফলাফল দেখুন নিমিষেই। :)

জিপ ফাইলে থাকা ইমেজগুলো যেভাবে হাইড করবেনঃ

e2b ফোল্ডারে এখন অনেকগুলো ইমেজ রয়েছে যা আপনার অ্যান্ড্রয়েড গ্যালারিতে দেখা যাচ্ছে যা বিরক্তিকর। তাই এই ইমেজগুলো গ্যালারিতে যেন না দেখা যায় অর্থাৎ এই ফোল্ডারটি গ্যালারি থেকে হাইড করতে হবে।
নোটপ্যাড ওপেন করে Save as type” option to All files (*.*) সিলেক্ট করুন। তারপর সম্পূর্ণ খালি নোট প্যাড ফাইলটি .nomedia নামে সেভ করুন। কোন সমস্যা হলে এই পোস্ট দেখুন।

এবার .nomedia ফাইলটি মেমরি কার্ডের e2b ফোল্ডারে কপি করুন। ব্যস কাজ শেষ। এখন গ্যালারিতে এই ফাইলগুলো আর দেখাবে না।

সিম্বিয়ান/জাভা মোবাইলের জন্য ডিকশনারিঃ

এই একই ডিকশনারিটি নোকিয়ার সিম্বিয়ান বা যে কোন জাভা মোবাইলে ব্যবহার করা যাবে। কিভাবে ব্যবহার করা যাবে তা বিস্তারিত জানুন এই পোস্টে।

কম্পিউটারের জন্য সেরা ডিকশনারিঃ

কম্পিউটারের জন্য সেরা ইংলিশ টু বাংলা ডিকশনারি ডাউনলোড করতে দেখুন এই পোস্ট।

 

গ্রাফিক্সের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন http://www.projuktiteam.com

জয়েন করুন

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ। di

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাল একটা ডিকশনারি উপহার দেওয়ার জন্য ।

দারুন, এমন ডিকশনারিই তো খুজাছিলাম, আনেক ধন্যবাদ আপনাকে।

ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আমার এটাই দরকার ছিল। কিন্তু ভাইয়া আপনি এই ছবি গুলো তুলেছেন কীভাবে? প্লিস একটু বিস্তারিত বলবেন।

    @saad rahman: অ্যান্ড্রয়েড জেলি বিন ভার্শনে স্ক্রিনশট ফিচার রয়েছে। পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন এক সাথে কিছুক্ষন চেপে ধরে রাখলে স্ক্রিনশট তোলা যায়। 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য!

Level 0

সুন্দর টিউন। আমি আগে থেকেই ব্যবহার করি। এই ডিকশনারীটি তৈরি করেছেন রুবেল ভাই। তার নাম পোস্টে উল্লেখ করা যেত বলে মনে করি।
ডিকশনারীটি এই লিংকে পাওয়া যাবে-http://jaywalkable.wordpress.com/2011/12/14/english-bengali-dictionary-v2-0-for-android-phones/

খুব ভালো হয়েছে।

Thanks Hasan vai. আমার samsung Galaxy s2 Plus এ external sd card এ data রাখলে হয় না। Inernal memory তে রাখলে পায়। বিভিন্ন ভাবে path change করে দেখেছি। (mnt/extSdCard/e2b, /e2b, extSdCard/e2b)। কোন সমাধান থাকলে জানাবেন। যিনি ডিকশনারীটি তৈরি করেছেন রুবেল ভাই ওনাকেও অনেক ধন্যবাদ।

চরম জিনিস দিলেন ভাই, এই মাত্র ইন্সটল দিলাম।

Level 0

যোবায়ের আপনার নিজের ব্লগ থেকে এই বিষয়ে জেনেছিলাম। সেখান থেকেই ডাউনলোড করে আমার symphony w70 তে ইন্সটল করে চালাচ্ছি। বিশেষ করে আমার মেয়েকে যখন পড়াতে বসি তখন এই অভিধানটি খুব কাজে লাগে। ধন্যবাদ।

ও আরেকটা কথা symphony w70 থেকে স্ক্রিনশট কিভাবে নেয়া যায় জানা আছে?

    @kazirhut: আপনার যদি এন্ড্রয়েড জেলি বিন ভার্শন হয় তাহলে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন এক সাথে কিছুক্ষন চেপে ধরে রাখলে স্ক্রিনশট তোলা যায়। 🙂

অনেক কিছু জানতে পারলাম। টিউনের জন্য ধন্যবাদ।
আচ্ছা আমি কোন টউন করে তা পাবলিশ করলে তা পাবলিকলি পাবলিশ না হয়ে ড্রাফট হয়ে থাকছে কেন? কেউ কি কোন সমাধান দিতে পারবেন। এত কষ্ট করে পোষ্ট করি আর তা ড্রাফট হয়ে থাকে। আরেকটা সমস্যা তা হল আমার প্রায় ৬-৭ টিউন সেভ হয়ে ড্রাফট হয়ে আছে যা আমি ডিলিট করতে চাচ্ছি। কিন্তু টেকটউনে কোথাও ড্রাফট ডিলিটের অপশন পেলাম না। প্লিজ সামবডি ফেভার মি !!!

Level New

via 2nd nd 3rd image ta open hoy na.plz ak2 dakhen

আমি কি সিমফোনি w15 এ ব্যবহার করতে পারবো?

Level 0

gr8 dic. Thnx.