হ্যাকিং এর হাত থকে বাঁচান আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে

কেমন আছেন বন্ধুরা? নিশ্চই ভাল। আমিও ভাল আছি। বিভিন্ন কাজে ব্যাস্ত নিয়মিত লিখতে পারছি না এই ব্লগে। তবে আপনারা যারা আমাদের অনলাইন সাপোর্টের ব্লগে নিয়মিত লিখছেন, তাদের লিখা আমি সবসময় পড়ি।

আর কথা না বাড়িয়ে আসুন জেনে নেই, কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগটি হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন? যদিও আমি হ্যাকিং বিষয়ে তেমন একটা জানি না, তবে নিজেকে সেইফ রাখার জন্য কিছুটা শেখার চেষ্টা করছি। যা আপনাদের কাছে শেয়ার করব।http://earntricks.comআজ আমি আপনাদের এমন একটি প্লাগিংসের সাথে পরিচয় করিয়ে দেব যেটা আপনার বিভিন্ন হ্যাকিং Attempts থেকে আপনার সাইটকে/ব্লগকে রক্ষা করবে। প্লাগিংটার নাম Better WP Security (By Bit51.com) ডাউনলোড করুন এখান থেকে। এই প্লাগিং টি যে সব ভাবে আপনাকে সুরক্ষা দেবে তা নিম্নে দেওয়া হলঃ

১. এটি আপকে জানান দেবে যে আপনি আপনার সাইটের লগ-ইন এর ইউজারনেম এডমিন রেখেছেন কিনা যদি রাখেন তাহলে চেঞ্জ করার জন্য আপনাকে ওয়ার্নিং দেবে।

২. সধারনত ওয়ার্ডপ্রেস সাইটের প্রিফিক্স wp_ থাকে আপনি চাইলে খুব সহজেই সেই প্রিফিক্স পরিবর্তন করে অন্য যে কোন একটি দিতে পারবেন। [বিঃদ্রঃ যারা ডাটাবেজ সম্পর্কে ভাল জানেন না তারা এই অপশনটি ব্যবহার করবেন না তাতে সাইটের ক্ষতি হতে পারে।]

৩. এই প্লাগিংস টি আপনার সাইটের .htaccess ফাইল প্রটেক্ট করবে।

৪. Bad Login Attempts থেকে আপনার সাইটে রক্ষা করবে। এমনকি ইরর লগ-ইন এ কোন ইরর মেসেজ দিবে না।

৫. মেটা ট্যাগ থেকে রিমুভ করবে।

৬. এটি আপনার সাইটের ওয়ার্ডপ্রেস ভার্সন হাইড করে দেবে।

৭. আপনার ব্লগের প্রধান এডমিন ছাড়া কোন প্রকার আপগ্রেড/আপডেট অন্য কোন ইউজার বা ব্যবহারকারিকে দেখাবে না।

এছাড়াও আরো অনেক প্রকার সিকিউরিটি দিবে এই প্লাগিংটা। আর যেহেতু একটা প্লাগিংস এ এত সুবিধা তাই অনেক সিকিউরিটি প্লাগিং ব্যবহার না করে একটা ব্যবহার করাই উত্তম।

বিঃদ্রঃ লেখাটি প্রথম আমাদের অনলাইন সাপোর্ট ব্লগে প্রকাশিত হয়েছিল।

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bi amar blog ta maje maje hake hoia ji ,akto dekben http://mylifestylebd.com/

Level 0

Bi ami ctg er sela onek din dore blogging kotesi bt success passina

আপনার কাজে লেগেছে জেনে খুশি হইলাম।