হ্যালো। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন। কিছুদিন আগেই 3xp1r3 Group বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) হ্যাক করার পরে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ব্যাপারে বাংলাদেশ সাইবার আর্মি কি করছে।
আপনারা জানেন দেশের অনেক সাইটই বিদেশি হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়েছে। এই জন্য অনেক সাইটের ক্ষতি হয়েছে। আর এই পর্যন্ত আমরা "বাংলাদেশ সাইবার আর্মি" থেকে অনেক মেইল আর মেসেজ পাঠিয়েছি। অনেকে আমাদের মেইল করেছেন সাইটগুলো বাচানোর জন্য। যার কারনে, আমরা বিভিন্ন সাইটের এডমিনকে মেইল করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রায় শতাধিক সাইটে মেইল করা হয়েছে। যার মধ্যে সরকারী সাইট, হাসপাতালের সাইট, খবরের সাইট, টেলিকম সাইট সহ আরও অনেক সাইট রয়েছে। এতে দেশের অনেক সাহায্যে হবে বলে আমরা মনে করি। আর এখন এডমিনরা ব্যবস্থা নিলে সাইট অনেক সিকিউর হয়ে যাবে। এই কাজে যারা রয়েছেন তারা হলেন সাদমান তানজিম, নীরব ডেঞ্জার, সায়েম ইসলাম,শাহী মির্জা, রোহিত,শাহরিয়ার, আব্দুল্লাহ আল মামুন এবং ডেজার্ট রোজ।
নিচে কিছু ছবি দেয়া হল প্রমাণস্বরুপ। সাইটগুলোর নাম মুছে দেয়া হয়েছে, নিরাপত্তাজনিত কারনে
যেই মেইলটি সবার কাছে পাঠানো হয়েছে, তার একটি কপিঃ
তবে এর জন্য সাইট এডমিন দের সহযোগিতা আমাদের কাম্য। আপনারা নিজেরা যদি নিজেদের সাইট সিকিউর না করেন, তাহলে তো সাইট হ্যাক হবেই। সাইট এর সিকিউরিটি বিষয়ক কোন প্রশ্ন অথবা সমস্যা থাকলে আপনারা বাংলাদেশ সাইবার আর্মি এর সাথে যোগাযোগ করতে পারেন।
তাই বলে ভাববেন না যেন বাংলাদেশ সাইবার আর্মি তাঁদের সব কাজ শেষ করে একটা রিপোর্ট দিয়েছে। তারা তাঁদের কাজ করে যাচ্ছে সর্বদা। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সাইবার আর্মি ইতিমধ্যেই 3xp1r3 গ্রুপকে ট্রেস করে পুলিশের কাছেও মেইল পাঠিয়ে দিয়েছে। এখন বাকি কাজ পুলিশের/আইনের।
শেষ কথা, ওয়েবসাইটের নিরাপত্তা ব্যাবস্থা শুধু ওয়েব ডেভেলপাররাই নিতে পারে। তাই তাঁদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরী। এইখানে যারা ওয়েব ডেভেলপার আছেন। আশা করি ব্যাপার গুলোতে গুরুত্ব দিবেন।
আপনার যেকোন জিজ্ঞাসা, পরামর্শ, অনুরোধ আপনি নিসঙ্কোচে বাংলাদেশ সাইবার আর্মির এডমিনকে জানাতে পারেন। তাদের ই-মেইল ঠিকানাটি হলঃ
ফেসবুকঃ http://www.facebook.com/BDCyberArmy
কৃতজ্ঞতাঃ সাদমান তানজিম, জিহান।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
আশা করি যে সাইট গু লো হ্যাক হওয়া থেকে বেছে যাবে।
আর মাখন ভাই আশা করি আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিম তৈরীর চেইন টিউনটা পুনরায় শুরু করবেন।