এবার শতাধিক সাইট এডমিনকে সতর্ক করল বাংলাদেশ সাইবার আর্মি

হ্যালো। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন। কিছুদিন আগেই 3xp1r3 Group বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) হ্যাক করার পরে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ব্যাপারে বাংলাদেশ সাইবার আর্মি কি করছে।

আপনারা জানেন দেশের অনেক সাইটই বিদেশি হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়েছে। এই জন্য অনেক সাইটের ক্ষতি হয়েছে। আর এই পর্যন্ত আমরা "বাংলাদেশ সাইবার আর্মি" থেকে অনেক মেইল আর মেসেজ পাঠিয়েছি। অনেকে আমাদের মেইল করেছেন সাইটগুলো বাচানোর জন্য। যার কারনে, আমরা বিভিন্ন সাইটের এডমিনকে মেইল করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রায় শতাধিক সাইটে মেইল করা হয়েছে। যার মধ্যে সরকারী সাইট, হাসপাতালের সাইট, খবরের সাইট, টেলিকম সাইট সহ আরও অনেক সাইট রয়েছে। এতে দেশের অনেক সাহায্যে হবে বলে আমরা মনে করি। আর এখন এডমিনরা ব্যবস্থা নিলে সাইট অনেক সিকিউর হয়ে যাবে। এই কাজে যারা রয়েছেন তারা হলেন সাদমান তানজিম, নীরব ডেঞ্জার, সায়েম ইসলাম,শাহী মির্জা, রোহিত,শাহরিয়ার, আব্দুল্লাহ আল মামুন এবং ডেজার্ট রোজ।

নিচে কিছু ছবি দেয়া হল প্রমাণস্বরুপ। সাইটগুলোর নাম মুছে দেয়া হয়েছে, নিরাপত্তাজনিত কারনে

যেই মেইলটি সবার কাছে পাঠানো হয়েছে, তার একটি কপিঃ

তবে এর জন্য সাইট এডমিন দের সহযোগিতা আমাদের কাম্য। আপনারা নিজেরা যদি নিজেদের সাইট সিকিউর না করেন, তাহলে তো সাইট হ্যাক হবেই। সাইট এর সিকিউরিটি বিষয়ক কোন প্রশ্ন অথবা সমস্যা থাকলে আপনারা বাংলাদেশ সাইবার আর্মি এর সাথে যোগাযোগ করতে পারেন।

তাই বলে ভাববেন না যেন বাংলাদেশ সাইবার আর্মি তাঁদের সব কাজ শেষ করে একটা রিপোর্ট দিয়েছে। তারা তাঁদের কাজ করে যাচ্ছে সর্বদা। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সাইবার আর্মি ইতিমধ্যেই 3xp1r3 গ্রুপকে ট্রেস করে পুলিশের কাছেও মেইল পাঠিয়ে দিয়েছে। এখন বাকি কাজ পুলিশের/আইনের।

শেষ কথা, ওয়েবসাইটের নিরাপত্তা ব্যাবস্থা শুধু ওয়েব ডেভেলপাররাই নিতে পারে। তাই তাঁদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরী। এইখানে যারা ওয়েব ডেভেলপার আছেন। আশা করি ব্যাপার গুলোতে গুরুত্ব দিবেন।

আপনার যেকোন জিজ্ঞাসা, পরামর্শ, অনুরোধ আপনি নিসঙ্কোচে বাংলাদেশ সাইবার আর্মির এডমিনকে জানাতে পারেন। তাদের ই-মেইল ঠিকানাটি হলঃ

[email protected]

ফেসবুকঃ http://www.facebook.com/BDCyberArmy

কৃতজ্ঞতাঃ সাদমান তানজিম, জিহান।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করি যে সাইট গু লো হ্যাক হওয়া থেকে বেছে যাবে।

আর মাখন ভাই আশা করি আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিম তৈরীর চেইন টিউনটা পুনরায় শুরু করবেন।

    @নাজমুল ইসলাম: ভাই, ঐটা শুরু করতেই হবে। রাতে ঐটা কিভাবে শেষ করব তার চিন্তাই ঘুমই আসে না। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। :/ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

মাখন ভাই কি সাইবার আর্মির সদস্য?

    @rishad12345: জ্বী আমি বাংলাদেশ সাইবার আর্মির সাংবাদিক দলের সদস্য। তাদের নিত্যনতুন খবর সবাইকে জানানোই আমার কাজ। 😉

Level 0

Ie baar jodi BD site er admin der chokh khule.ekhono jodi kisu na hoi tahole amader aar kisui korar thakbe na

    @S4t4N1C: সেটাই তো সমস্যা। তাদের ঘুম যে কেন ভাঙ্গে না। 🙁

Level 0

I am a web designer from shataj soft, I want to your help, Some days ago I do http://www.safewaybd.com Design it, I believe him and he pay me 40% when I complete the job he change cpanel password & joomla admin password from database and he tharied me directly

Now how can I download & delete database from cpanel & How can I Down his
domain in the website

Plase Help Me or write detiels in
https://www.techtunes.io/

I wait for your information

*Masud Rahman*
Shataj Soft
http://www.shataj.com
01733919791

    @Shataj: এটা মনে হয় আপনাদের পার্সোনাল ভাবেই মেটাতে হবে। আপনি তাকে বুঝান। আর যদি ডোমেইন প্যানেল আপনার কাছে থাকে তবে আপনি DNS চেঞ্জ অথবা ডিলিট করে দিন। নাহলে আপনি যদি কোন ফ্রিল্যান্সার সাইট হতে কাজ নিয়ে থাকেন তবে ঐ সাইটের সার্পোটে একটা মেইল করুন।

      @Shataj আশা করি উত্তর পেয়েছেন। 😀

Level 0

মাখন এড্রেস বারে তো ডিলেট করেছেন কিন্ত বুও তো উপরে সাইডগুলো দেখা যাচ্ছে।

    @asraf: রাতে ঠিকমত বুঝতে পারি নাই, মাথা ব্যাথার কারনে। এখন ঠিক করে দিয়েছি, ধন্যবাদ। 🙂

কাল রাতে সাদমান তানজিম ভাইয়ের কনর্ফামেশনের আজ টিউন দেখে ভাল লাগছে। এবার এড্যমিনরা সতর্ক হলেই হয়।

@মাখন: আপনি ছবি খেকে সাইটের লিংকগুরো মুছে ফেললেও ব্রাউজারের ট্যাবে সাইটের ঠিকানা বুঝা যাচ্ছে.. দয়া করে সমস্যাটা ঠিক করে দিন।

আশা করি, ছবিগুলো এখন ঠিক আছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য। 😀

    @মাখন: ধন্যবাদ আপনাকেও। আর আমি আপনার পারমিশন ছাড়াই সামু, প্রথমআলো ব্লগ এ পোষ্টটি পাবলিশ করে দিয়েছি।

    সামুতে সরাসরি প্রথমপেজে আছে এখন পোষ্টটি।
    http://www.somewhereinblog.net/blog/babonbdblog/29485081

    প্রথমআলো ব্লগ রিভিউতে রেখেছে। আর আমারব্লগ.কম এ এখন পোষ্ট দিব।

    পোষ্টের নিচে আপনার এই লিংকটি দেয়া আছে। একটু দেখে বলবেন ঠিক আছে কিনা।

পোস্ট টা দেখে ভাল লাগলো, মাখন ভাইয়া।

ভালো কাজ, ভালো কাজ। সাংবাদিক ভাই, তাজা খবরের জন্য থ্যাঙ্কস 😀

স্ক্রিণশট দেখে সবগুলোই (একটা বাদে) জুমলা ১.৫ পাওয়ার্ড ওয়েবসাইট মনে হচ্ছে 😛

    @তন্ময়: ভাই এখানে সব সাইট এর Screenshot দেয়া হয় নাই। Just post লেখার জন্য কিছু দেয়া হইছে আর তাও বেশ কিছু অংশ কেটে । 🙂 তবে হ্যা BD gov এ Joomla সাইট এর পরিমান অনেক বেশি 🙂

      @মাখন: পারলে এই http://www.usa.gov/ হ্যাক কর যদি তোমরা বাংলা মায়ের সন্তান হউ………নাহলে নিজেদের বাংলা মায়ের দামাল ছেলে বল না………।তোমাদের ক্ষমতা দেখা যাবে……………।।

i love you…..BCA……..

vai /bca/ ke ami chalange korlam http://www.usa.gov/ site parle hack koro parle na parle chup thako