এবার নিজেই বানান জেডিসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, মাস্টার ডিগ্রির হ্যাকড‌‍ অনলাইন মার্কশিট এবং সার্টিফিকেট।

টিউনটি উৎসর্গ করলাম আমার প্রিয় বন্ধু "হাসান যোবায়ের" কে

আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মত আবারও ফিরে আসলাম আপনাদের ভালোবাসা এবং প্রশংসা কুড়াতে। আপনাদের ভালো লাগার জন্যই এত কস্ট করে টিউন করা। এই কস্ট স্বার্থক হয় তক্ষুনি যখন এই কস্টের ফসল আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে। যাই হোক আর কথা বাড়াবো না। আপনাদের কে নিয়ে যাচ্ছি মুল টিউনে।

টিউনটি শুধুমাত্র একটি প্রসেস জানার জন্য এবং তার সাথে সামান্য মজা করার জন্য, তাই প্লীজ এটিকে অন্যভাবে নিয়ে বিতর্কিত করবেন না।

মজার ঘটনার শুরু এখান থেকে। কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল। হাসান ছিলো এবারের পরীক্ষার্থী। আমি এক সপ্তাহ আগে থেকে ভাই এর রেজাল্ট জানার জন্য উন্মুখ, রেজাল্টের আগের দিন থেকে ফোনের পর ফোন। এরপর রেজাল্টের দিন দুপুর থেকে ভাই এর ফোন অফ। আরিব্বাস কি হইলো!! নিদারুন উৎকণ্ঠা। ভাই অবশেষে ফোন ধরলো পরের দিন। শুরুতেই দিলাম হেভী একটা ঝাড়ি। ঝাড়ি খেয়ে ভাই এর কোন ভাবান্তর হলনা। সম্ভবত ভাই এর গ্রেড কিছুটা কম আসছে তাই ভাই মুখ খুলে না!!! যতই জিগাই বলে, "পাশ করছি" । আমি বলি পাশ করছতো বুঝলাম তো গ্রেড টা কি? এই প্রশ্ন শুইনাই ভাই আবার নতুন বৌ এর মত লাল। শুধু বলে, "বলা যাবে না"। স্পস্ট মনে আছে, ঘেতাইতে ঘেতাইতে মোট ৩৮টাকা ফোনের বিল কেটেছে মাগার ভাই মুখ খুলেনা। মুখ থেকে গ্রেড পয়েন্ট এর প্রথম সংখ্যার প্রথম এলফাবেটটা (যেমন 4 (Four) পয়েন্ট এর F) পর্যন্ত স্বীকারত্তি মুলক ভাবে বার করতে পারলাম না। অবশেষে ব্যর্থ হৃদয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম।

হটাৎ একসময়ে হাসানের কস্টের কথা মনে হল। আমার মত না জানি কত পাবলিক/ফ্যান কে তার সামাল দিতে হচ্ছে। তাই এরকম দুর্ভাগা যারা আছেন তাদের কস্ট সামান্য লাঘব করার জন্য আমার আজকের এই পোস্ট। তবে প্লীজ কেউ এই পদ্ধতীটিকে বাটপারির উদ্যেশে ব্যবহার করিয়েন না। বন্ধুবান্ধবদের সাথে জাস্ট ফান করতে পারেন।

প্রথমেই চলে যান নিচের লিঙ্কে,

http://www.educationboardresults.gov.bd/

১. উপরের পেজটি আসবে।

২. এবার পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন, এবং "View Page source" ক্লিক করুন।

৩. পুরো লেখাটি কপি করুন।

৪. একটা নোট প্যাড খুলে তাতে লেখা গুলো পেস্ট করুন। এবং ".html" এক্সটেনশন দিয়ে সেভ করুন।

৫. এবার কাংখিত রোল নাম্বার লিখে মার্কশিট টি বের করুন।

৬. এবারও পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন, এবং "View Page source" ক্লিক করুন।

৭. আগের পদ্ধতি ফলো করুন এবং নতুন ডকুমেন্ট টিকে "result.php" নামে সেভ করুন।

৮. এবার খেয়াল করুন, আমরা উপরের মার্কশিট টির ডাটা গুলো চেঞ্জ করবো।

৯. প্রথমেই "result.php" ফাইলটি নোটপ্যাডের মাধ্যমে ওপেন করুন।

১০. "Ctrl+F" ক্লিক করুন। অরিজিনাল জিপিএ লিখে "ফাইন্ড নেক্সট" ক্লিক করুন।

১১. আপনার অরিজিনাল জিপিএ মুছে আপনার কাংখিত জিপিএ টাইপ করে সেভ করুন। (হেঃ হেঃ আমি ফাইভ মাইরা দিলাম)

এই গেলো টোটাল গ্রেড পয়েন্ট চেঞ্জিং, এবার করতে হবে সাবজেক্ট ওয়াইস গ্রেড চেঞ্জিং।

১২. এবার সেম প্রসেসে অরিজিনাল গ্রেড গুলো ফাইন্ড করুন।

১৩. বাংলায় ছিলো মাইনাচ, বানিয়ে দিন প্লাচ। 😀 😀 😀 😀

আগে.........................

পরে.....................................................................

১৪. এবার সব সাবজেক্ট এর জিপিএ, মোট গ্রেড পয়েন্ট এর হিসাব অনুযায়ী চেঞ্জ করুন। হিসাব ছাড়া চেঞ্জ করলে ধরা খাবার একটা চান্স থাকে। 😉 😉

১৫. ফাইল সেভ করে বের হয়ে আসুন। এডিটকৃত দুটি ফাইলকে একসাথে একটি ফোল্ডারে রাখুন। হয়ে গেলো আপনার নকল মার্কশিট।

গেলো বানানোর ঝামেলা, এখন দেখুন কিভাবে উপস্থাপন করবেন....................

১৬. বাসায় কোন নন টেকি বন্ধু বান্ধব আসলে সরাসরি New Text Document.html ফাইলটি ওপেন করুন এবং বোর্ড এবং আপনার রোল লিখে এন্টার দিন।

১৭. মুহুর্তেই এসে যাবে আপনার নকল মার্কশিট। দেখুন গোল্ডেন এ+ মার্কশিট!!!!

১৮.যেসব ফ্রেন্ড একটু টেকি কিন্তু অতটা এক্সপার্ট না তাদের জন্য ফাইল দুটিকে একটি ফ্রি হোস্টিং সার্ভারে আপলোড করে দিন।

আমি আপনাদেরকে কিছু ওয়েব সাইটের ঠিকানা দিবো যেগুলোতে ফ্রী ওয়েব হোস্টিং করতে পারবেন
১।http://www.000webhost.com
২।http://www.free-webhosts.com
৩।http://www.0php.com
৪।http://www.xtreemhost.com
৫।http://www.byethost.com/free-hosting
৬।http://www.110mb.com

এসকল ওয়েব সাইটে রেজিষ্টেশনের মাধ্যমে আপনি একটি ওয়েব হোস্টিং নিতে পারবেন ।ওয়েব হোস্টিং নেয়ার পর আপনি Online Control Panel বা FTP এর মাধ্যমে সাইটে ফাইল দুটি আপলোড করে নিবেন। তারপর আপনার তৈরী করা "New Text Document.html" ফাইলটির হোস্টিং লিঙ্ক আপনার বন্ধুদর কাছে পাঠিয়ে দিন। সার্ভার হোস্টে ফাইল আপলোড সম্পর্কে বিস্তারিত জানতে এই টিউনটি পড়ুন।

এখন তারা আপনার রোল নাম্বার লিখে সার্চ দিলেই চলে আসবে আপনার নকল মার্কশিট।

এই টিউনটি অনেক সময় নিয়ে, যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং গঠনমুলক সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai chorom banaisen.

শুভ্র ভাই চমৎকার ! ফায়ার আর্মস নিয়ে আবার কবে দেখা হবে ? অপেক্ষায় রইলাম । আপনার ও নেট মাস্টার ভাইয়ার মধ্যে বিতর্কের অবসান হয়েছে -খুব ইতিবাচক দিক । খুব ভালো লাগল যখন এর আগের টিউনে নেট মাস্টার আপনাকে প্রসংসাসূচক মন্তব্য করলেন – এবং আপনিও অ্যাপ্রিসিয়েট করে ভুল বোঝাবুঝির অবসান করলেন । দারুন ইতিবাচক এক পরিসমাপ্তি । ভালো থাকবেন

ভাই এসব করে লাভ কি? ওনাকে সাহস দিন আর বোঝান আর পারলে ওনাকে বলুন ভালমত পড়াশুনা করতে যাতে করে পরের পরীক্ষাগুলোতে ভাল ফলাফল করতে পারে।
ওনার জন্য শুভ কামনা রইল।

Level 0

ধন্যবাদ জানা জিনিস নতুন করে শিখলাম।
হোস্টিং এর কথা তো আমার মাথায় আসে নাই আমি আমার পেপালের টাকা 10000 ডলার করব হোস্টিং এ দিব

জোস টিউন আকাশ ভাই।

Level 0

woooooooooooow. nice tune.
onek dhonnobad akash vai, ami abar SSc porikkharti. amar onek upokar hobe.

Bepok post. But Misuse na korai valo.

A+ দিলাম, এটা নকল না
ধন্যবাদ

আমার মত না জানি কত পাবলিক/ফ্যান কে তার সামাল দিতে হচ্ছে।
হা হা কথাটা কিছুটা সত্য বটে। 😉

এটা কার রেজাল্ট তোমার নাকি? 😆 😛
অসীম ধন্যবাদ টিউন উৎসর্গ করার জন্য 😀

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): অনেক ধন্যবাদ হাসান ভাই, মাথা খারাপ আমার রেজাল্ট দিমু!!! তোমার রেজাল্টই তুমি কও না, আর আমি আমার রেজাল্ট নিয়া টিউন করুম!!! রেজাল্ট র‍্যানডম সার্চ দিয়া পাইছি। তবে তোমার রেজাল্ট কিন্তু এখোনো জানিনা, জনগন জানতে চায়………………

Level 2

Jotil Tune Boss..!! keep it up..!!

অসাধারণ একটি টিউন! 😀 😀 … টিউনের ট্রিকসটি কিন্তু খুবই কাজের। এই ট্রিকস ব্যবহার করে অনেক ইতিবাচক কাজ করা যেতে পারে। তবে টিউনটি নলেজ কেউ যেন অন্যায় পথে না লাগান তার অনুরোধ রইল।

    @নেট মাস্টার: অনেক ধন্যবাদ নেট মাস্টার ভাই। বন্ধুদের সাথে অনেক মজা করা যেতে পারে……. আপনার সাথেই বলছি যে “টিউনটি নলেজ কেউ যেন অন্যায় পথে না লাগান তার অনুরোধ রইল”।

Level 0

আকাশ ভাই পুরা A+

হা হা হা !
সামনে বার তাইলে গোল্ড এ পাইতেছি 😛

ঃপি

Level 2

naaaaaaaa …….. amar ki hobe taile ?????? :p :p … eto kosto kore golden 5 pailam ken ??? 🙁

    @greatricky: বেহুদাই কস্ট করছেন, কোনই দরকার ছিলোনা, হেঃ হেঃ বন্ধুদের হেল্প কইরেন। অনেক ধন্যবাদ।

Level 0

vai , apnake onek dhonnobad, ei tune er tricks tar jonno noy, borong onno karone, sheta holo, ami pass korechhi onek age(SSC-2000;HSC-2002), kintu eto ager hishab je online e achhe ta kokhonoi jante partamna apnar dea link e click na korle, Digital govt. to dekhi asholei digital hoe gieachhe, khub bhalo laglo desh egie jachhe, ar apnake abaro dhonnobad link ta share korar jonno, ami eta jantamna ekebarei, nijer marksheet online e dekhe nijeri obak lagchhe,amader amole to ar eto shubidha chhilona, bhalo thakben

Level 2

funy

অসাধারন ………………

Level 0

চরম ভাইয়া !! ভাবতেছি…… পরীক্ষা না দিয়া ই এইটা দিয়া পাস নিব !!

Level 0

onek try koreo bartho holam.
.html open korle txt file er motoi open hosse.solv ta bolen vai.

vai s.s.c. te golden paileo inter a A+ loiyao mayb tanatani hoibo…….apnar tune tar opekkhatei cilam…..aibar no 10sn ….golden sure:-P

    @Mashfi sarwar: নো টেনশন ডু ফুর্তি, তবে ধরা খাইলে আমাকে দুইশেন না। অনেক ধন্যবাদ, 😀

Level 0

INDIA TE ETA KORA KHUB KOTHIN, R INDIAI ONLINE ER KONO MARKSHEET ATASTED CHARA GROHON JOGGO NOY.

THANKS FOR SHARE. (BD TE FRND AACHE FUN KORA JAIBO)

Level 0

এককালে কোপাকুপি হইছে বস ।

Level 0

জটিল কাজ! কিন্তু ভাই পড়াশোনার পাঠ তো শেষ। এখন রেজাল্ট আর কাকে দেখাবো বলেন?

    @sumonazad: হেঃ হেঃ আপনার বাচ্চার মার্কশীটে অ্যাপ্লাই করে দেখতে পারেন।

ভালো কাজ না খারাপ কাজ বুজতাসি না

    @zigzag: ফান করলে ভালো আর বাটপারি করলে খারাপ, সহজ হিসাব, অনেক ধন্যবাদ যিগযাগ ভাই।

Level 0

আমার gpa: 6 করে দিলাম 😛
a nice funny tune!!! thanks for sharing

    @tech_no: হাঃ হাঃ হাঃ একেবারে ১০ অর্থাৎ ডাবল করে দিতেন। ধন্যবাদ আপনাকে।

গুরু হ্যান্ডস অফ টু ইউ।S.S.C যেদিন নিজের রেজাল্ট এই ওয়েবসাইটে দেখছিলাম ঐদিন সাইটটা হ্যাক করার চিন্তা মাথায় ঘুরঘুর করছিল।পরে H.S.C গেল।কিন্তু আজ আপনাকে স্যালুট জানাচ্ছি।

হা.হা………জটিল টিউন……………….এবার a+ কে আটকায়………………..:P:P
ধন্যবাদ…………..

bro , নিঃশন্দেহে অনেক উচু মানের টিউন ।

তবে একটি প্রশ্ন মনে আসলো । এটাতে কি অফলানের ও নিউ ডকুমেন্ট টা চেন্জ হবে । নাকি মূল ডাটাবেস ও চেন্জ হলে যাবে ।

জানাবেন…………..

A+ Tune

সবার ভাল কমেন্টস আমি এক সাথে বললাম ।
Xotill
http://www.webindicator.blogspot.com

অসাধারণ, অসাধারণ 🙂

ভাইরে…. 😥
এমন উপায় বাইর করেন, স্কুল কলেজের রেজাল্ট এম্নে চেঞ্জ করতে পারি। 8)
শিক্ষামূলক 💡 পোস্টের জন্য ধন্যবাদ। 😉
ব্যাফুক গবেষণা করেছেন মনে হয়, 😀

এক কথায় দারুন।ধন্যবাদ এরকম আরো চাই।:D

HSC তে বাংলায় মিস হইছিল, এইবার রেজাল্ট কই যাবি ??
আমি তোর পিছনে ঘুরব না , তুই আমার পিছনে ঘুরবি, হা হা হা………………… 😀 😀

বস, আমি কমপ্লিট করলাম। দেখেনঃ http://mrhakashblog.my3gb.com/ এক্কেবারে নিজের রেজাল্ট দিয়া। কেমন হইছে জানাইয়েন। আর, জোশ একখান টিউন এর লাইগগা আন্নেরে অনেক ধন্যবাদ।

যে যার রোল ই দেন না কেন, রেসাল্ট কিন্তু দেখাইব আমারটাই।

Level 0

ভাই কেউ আমারে একটু হেল্প করেন প্লীজ ।সব কাজ করেছি শুধু ডকুমেন্ট কে html করতে পারছি না ।কেউ যদি মোবাইল টা শেয়ার করতেন !note pade open with firefox করে ও কাজ হয়না ।আমি win7 use করি ।

    @Tarif: হওয়ার তো কথা, তবে আমি এক্সপি ইউজ করি, সেভেন এর কথা বলতে পারবো না।

টিউনটি আরো আগেই নজরে এসেছে কিন্তু অসুস্থতার কারনে কমেন্ট করা হয় নাই,
টিউন নিয়ে বেশী কিছু বলার নাই শুধু এইটুকুই বলব”শুভ্র আকাশ মানেই” একটি মান সম্মত টিউন,অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য এবং অনেক শুভ কামনা।

    @আতাউর রহমান: অনেক অনেক ধন্যবাদ আতাউর ভাই, পরীক্ষার কারনে একটু ব্যস্ত ছিলাম তাই সবার রিপ্লাই দিতে দেরি হলো। সবসময় সুস্থ থাকবেন এই কামনাই করি।

Level 2

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Via ami onek try korachi but parlam na. ami sash ar dik a ase buztase na. plz via amak aktu help koren.

Level 0

কিন্তু ভাই বেচারা প্রিন্ট করলেই তো ধরা খাইবো। fontpage, dreamwaver use করলে তো কাজটা আরো সহজ হোত।

Level 0

Bhai Amar Eekta Problem Solved Korte Hobe …
Problem-ta Holo Je Ami DSL Line Use Kori Mane Broadband-er Line Use kori .
Eekhon Main Kotha Holo Je Aamara Line-er Speed Kom Aaboung Student Poria Kisu Taka Pai .
Se Taka theke Ami line chalai ….. aamar net speed khub kom … aaboung ami je net-er mac address aaboung IP Address Use jodi kori tao hobe na karon ISP-te aakhon dial-up connection use kore …. jar karone ei kaaj-ta aamar pokkhe eeke-baree impossible . So Ami Ekta Solution Chai Solution-ta Holo Je Ami Ki vabe Eekta ISP Server Theke Shob User Name , MAC Address , IP Address , Password Bahir korte parbo …..?
Please help Me .

Level 0

vai ..amar ekta kootha janar chhilo.dhoren keo ssc exam dei nai.se ki ai process e kono marksheet ber korte parbey?ar j ssc exam e attend korechhey se ki eta apply kore marksheet ber korte parley seta diye kothao vorti hotey parbey?

    @mojaloi: বাটপাড়ির চিন্তা বাদ দেন, বর্তমান যুগে সবই ডিজিটাল। ধরা খাইলে জামিন নাই। 😀 😀 😉

Level 0

Bhaiya, fell kore kibabe nokol markshit banano jay, pls aktu bolen….

    @sazzad17: বাটপাড়ির চিন্তা বাদ দেন, বর্তমান যুগে সবই ডিজিটাল। ধরা খাইলে জামিন নাই। 😉

😀 😀 😀 😀 😀

আকাশ ভাই really result কি A+ হবে নাকি হবে না আসল resultএ নকল marksit এ আসবে কোনটি