টিউনটি উৎসর্গ করলাম আমার প্রিয় বন্ধু "হাসান যোবায়ের" কে
আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মত আবারও ফিরে আসলাম আপনাদের ভালোবাসা এবং প্রশংসা কুড়াতে। আপনাদের ভালো লাগার জন্যই এত কস্ট করে টিউন করা। এই কস্ট স্বার্থক হয় তক্ষুনি যখন এই কস্টের ফসল আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে। যাই হোক আর কথা বাড়াবো না। আপনাদের কে নিয়ে যাচ্ছি মুল টিউনে।
মজার ঘটনার শুরু এখান থেকে। কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল। হাসান ছিলো এবারের পরীক্ষার্থী। আমি এক সপ্তাহ আগে থেকে ভাই এর রেজাল্ট জানার জন্য উন্মুখ, রেজাল্টের আগের দিন থেকে ফোনের পর ফোন। এরপর রেজাল্টের দিন দুপুর থেকে ভাই এর ফোন অফ। আরিব্বাস কি হইলো!! নিদারুন উৎকণ্ঠা। ভাই অবশেষে ফোন ধরলো পরের দিন। শুরুতেই দিলাম হেভী একটা ঝাড়ি। ঝাড়ি খেয়ে ভাই এর কোন ভাবান্তর হলনা। সম্ভবত ভাই এর গ্রেড কিছুটা কম আসছে তাই ভাই মুখ খুলে না!!! যতই জিগাই বলে, "পাশ করছি" । আমি বলি পাশ করছতো বুঝলাম তো গ্রেড টা কি? এই প্রশ্ন শুইনাই ভাই আবার নতুন বৌ এর মত লাল। শুধু বলে, "বলা যাবে না"। স্পস্ট মনে আছে, ঘেতাইতে ঘেতাইতে মোট ৩৮টাকা ফোনের বিল কেটেছে মাগার ভাই মুখ খুলেনা। মুখ থেকে গ্রেড পয়েন্ট এর প্রথম সংখ্যার প্রথম এলফাবেটটা (যেমন 4 (Four) পয়েন্ট এর F) পর্যন্ত স্বীকারত্তি মুলক ভাবে বার করতে পারলাম না। অবশেষে ব্যর্থ হৃদয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম।
হটাৎ একসময়ে হাসানের কস্টের কথা মনে হল। আমার মত না জানি কত পাবলিক/ফ্যান কে তার সামাল দিতে হচ্ছে। তাই এরকম দুর্ভাগা যারা আছেন তাদের কস্ট সামান্য লাঘব করার জন্য আমার আজকের এই পোস্ট। তবে প্লীজ কেউ এই পদ্ধতীটিকে বাটপারির উদ্যেশে ব্যবহার করিয়েন না। বন্ধুবান্ধবদের সাথে জাস্ট ফান করতে পারেন।
প্রথমেই চলে যান নিচের লিঙ্কে,
http://www.educationboardresults.gov.bd/
১. উপরের পেজটি আসবে।
২. এবার পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন, এবং "View Page source" ক্লিক করুন।
৩. পুরো লেখাটি কপি করুন।
৪. একটা নোট প্যাড খুলে তাতে লেখা গুলো পেস্ট করুন। এবং ".html" এক্সটেনশন দিয়ে সেভ করুন।
৫. এবার কাংখিত রোল নাম্বার লিখে মার্কশিট টি বের করুন।
৬. এবারও পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন, এবং "View Page source" ক্লিক করুন।
৭. আগের পদ্ধতি ফলো করুন এবং নতুন ডকুমেন্ট টিকে "result.php" নামে সেভ করুন।
৮. এবার খেয়াল করুন, আমরা উপরের মার্কশিট টির ডাটা গুলো চেঞ্জ করবো।
৯. প্রথমেই "result.php" ফাইলটি নোটপ্যাডের মাধ্যমে ওপেন করুন।
১০. "Ctrl+F" ক্লিক করুন। অরিজিনাল জিপিএ লিখে "ফাইন্ড নেক্সট" ক্লিক করুন।
১১. আপনার অরিজিনাল জিপিএ মুছে আপনার কাংখিত জিপিএ টাইপ করে সেভ করুন। (হেঃ হেঃ আমি ফাইভ মাইরা দিলাম)
১২. এবার সেম প্রসেসে অরিজিনাল গ্রেড গুলো ফাইন্ড করুন।
১৩. বাংলায় ছিলো মাইনাচ, বানিয়ে দিন প্লাচ। 😀 😀 😀 😀
আগে.........................
পরে.....................................................................
১৪. এবার সব সাবজেক্ট এর জিপিএ, মোট গ্রেড পয়েন্ট এর হিসাব অনুযায়ী চেঞ্জ করুন। হিসাব ছাড়া চেঞ্জ করলে ধরা খাবার একটা চান্স থাকে। 😉 😉
১৫. ফাইল সেভ করে বের হয়ে আসুন। এডিটকৃত দুটি ফাইলকে একসাথে একটি ফোল্ডারে রাখুন। হয়ে গেলো আপনার নকল মার্কশিট।
১৬. বাসায় কোন নন টেকি বন্ধু বান্ধব আসলে সরাসরি New Text Document.html ফাইলটি ওপেন করুন এবং বোর্ড এবং আপনার রোল লিখে এন্টার দিন।
১৭. মুহুর্তেই এসে যাবে আপনার নকল মার্কশিট। দেখুন গোল্ডেন এ+ মার্কশিট!!!!
১৮.যেসব ফ্রেন্ড একটু টেকি কিন্তু অতটা এক্সপার্ট না তাদের জন্য ফাইল দুটিকে একটি ফ্রি হোস্টিং সার্ভারে আপলোড করে দিন।
আমি আপনাদেরকে কিছু ওয়েব সাইটের ঠিকানা দিবো যেগুলোতে ফ্রী ওয়েব হোস্টিং করতে পারবেন
১।http://www.000webhost.com
২।http://www.free-webhosts.com
৩।http://www.0php.com
৪।http://www.xtreemhost.com
৫।http://www.byethost.com/free-hosting
৬।http://www.110mb.com
এসকল ওয়েব সাইটে রেজিষ্টেশনের মাধ্যমে আপনি একটি ওয়েব হোস্টিং নিতে পারবেন ।ওয়েব হোস্টিং নেয়ার পর আপনি Online Control Panel বা FTP এর মাধ্যমে সাইটে ফাইল দুটি আপলোড করে নিবেন। তারপর আপনার তৈরী করা "New Text Document.html" ফাইলটির হোস্টিং লিঙ্ক আপনার বন্ধুদর কাছে পাঠিয়ে দিন। সার্ভার হোস্টে ফাইল আপলোড সম্পর্কে বিস্তারিত জানতে এই টিউনটি পড়ুন।
এখন তারা আপনার রোল নাম্বার লিখে সার্চ দিলেই চলে আসবে আপনার নকল মার্কশিট।
এই টিউনটি অনেক সময় নিয়ে, যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং গঠনমুলক সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai chorom banaisen.