বাংলাদেশের ২টা সরকারি সাইট ধ্বংসের হাত থেকে বাচাইলো বিসিএ…..

University Grants Commission of Bangladesh এর ওয়েব সাইট হ্যাক হল 3xp1r3 সাইবার আর্মি নামক এক হ্যাকার গ্রুপ হ্যাক করে 23/10/2011  তারিখে এই সাইট বাংলাদেশ সাইবার আর্মি এর নজরে পরে ২৪-১০-২০১১ তারিখে এবং এটি বাংলাদেশ সাইবার আর্মি সাইট পুনরুধার করতে সক্ষম হয়। এই সাইটিএর বাগ(Bug) দেখিয়ে বাংলাদেশ সাইবার আর্মি অনেক আগেই মেইল করে। কিন্তু সাইটের এ্যডমিনদের কোন সারাশব্দ নাই। তারা তাদের বাগ ঠিক করে নাই। এইদিকে ২৩ তারিখ 3xp1r3 cyber army এই সাইট টা হ্যাক করে।, দেখুন তার স্ক্রিনশটঃ

ওরা বলতেসে তারা বাংলাদেশি হ্যাকার একজন বাংলাদেশি হয় কিভাবে বাংলাদেশের ক্ষতি করে। এই সাইট তারা হ্যাক করে দেশের ভাবমুর্তি নস্ট করছে। আমাদের দেশের সাইট যখন অন্য দেশের কোন হ্যাকার হ্যাক করে তখন আমরা তাদের গালি গালাজ করি, কিন্তু নিজের দেশের মানুষ হয়ে যখন দেশের ক্ষতি করে তখন? তাদের উচিত ছিল সাইটের ভুলগুলো এ্যডমিনদের মেইল করে দেওয়া। কিন্তু তারা তা না করে উলটো সাইটটিই হ্যাক করে ফেলসে। ওরা শুধু হ্যাক করেই শান্ত হয় নি, এই খবর বুক ফুলিয়ে অন্য সবার কাছে বলেও বেরাচ্ছে । আরো অবাক হবেন এই শুনে তারা তাদের হ্যাক পেজ/ডিফেস পেজ এ গালাগালিও করছে। দেখুন মিরর ওরা শুধু যে এই একটি সাইট হ্যাক করছে বাংলাদেশের তা কিন্তু না। আরো অনেক সাইট এরা হ্যাক করছে আমাদের দেশের। Embassy Of Bangladesh এর সাইটটিও এরা হ্যাক করছে। আশ্চার্য, নিজের দেশের সাথে তারা কিভাবে বেইমানি করল?

তবে আশার কথা হল এই সাইটেরও বাগ ইমেল করে বাংলাদেশ সাইবার আর্মি অনেক দিন, কিন্তু এখানেও এ্যডমিনদের কোন তৎপরতা নেই। এই সাইটটিও বাংলাদেশ সাইবার আর্মি পুনুদ্ধার করে। http://www.bdembassyamman.com/ তারা এ্যডমিন/কতৃপক্ষকে মেইল  করে জানিয়ে দিতে পারত তা না করে তারা গালাগালি করছে। এতে শুধু যে ভাবমুর্তি নস্ট হইছে শুধু তাই না দেশের ক্ষতিও হয়েছে। বাংলাদেশ সাইবার আর্মি সাইটটি পুনুদ্ধার করার আগ প্রজন্ত এই সাইটের সেবা থেকে ব্যবহারকারি বঞ্চিত হয়েছে এখানে, বাংলাদেশ সাইবার আর্মি সাইটটি Restore করে এবং এ্যডমিনদের জানাচ্ছে তবে দুঃখের বিশয় এ্যডমিনরা সক্রিয় না। তারা তাদের কাছে প্রেরিত মেইল পড়ে না। আর যদি সাইট হ্যাক হয়েও যায় তারপরও সাইটের বাগ ঠিক করে না। তবে বাংলাদেশ সাইবার আর্মি দেশের জন্য কাজ করে এসেছে করে যাচ্ছে...এবং করে যাবে ।

বাংলাদেশের ২টি সরকারি সাইট ধংশের হাত থেকে বাচালো বাংলাদেশ সাইবার আর্মি। 

ধন্যবাদ.

Level 0

আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

uid=0(root) gid=0(root) groups=0(root)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাংলাদেশ সাইবার আর্মিতে কিভাবে যোগ দেব ।

Level 0

BCA ROCKSZZZ

@sbn5233: https://www.facebook.com/groups/bdcyberarmy join this group

Level 0

thx a lot বাংলাদেশ সাইবার আর্মিতে……………..
We protect our country any how………..
thx for good protect BCA ……………

Level 0

ধন্যবাদ। বিশ্বের সব দেশে শুনেছি হ্যাকাররা শত্রু দেশের সাইট হ্যাক করে এবং নিজের দেশের সাইটে দূর্বলতা থাকলে জানিয়ে দেয়(উদাহরন:তুরস্ক, রাশিয়া)। ধন্যবাদ সাইবার আর্মিদের ঠিক কাজটি করার জন্য। আর ধিক ওই দেশদ্রোহীদের

Level 0

ধন্যবাদ বাংলাদেশের সাইবার আর্মিদের।

Level 0

thanks to all of bca members.we all patriots support their work.

আর কিছুই ভাল লাগছে না…কি যে শুরু হল …ধুর… ২ টাই বাংলাদেশের হ্যাকার দল ।।নিজেদের ঝগরার বলি হচ্ছে আমাদের দেশের সাইট ,ঝগড়া মিটিয়ে ফেললে ভাল হত …

বাংলাদেশ সাইবার আর্মি এগিয়ে যাও। অপরাধীদের ট্রেস করার ব্যবস্থা নাই?

ধন্যবাদ রক্ষা করার জন্য …
বাংলা টেকনোলজি ব্লগ http://jpiblog.tk

Level 0

পড়তে খুব কষ্ট হইসে। দাড়ি কমা দিতে কি এতই কষ্ট!!!! এক লাইনের সাথে আরেক লাইন মিলায়ে ফেলছি বার বার।

সাইট দুটিকে রক্ষা করার জন্য সাইবার আর্মিদের ধন্যবাদ।

সাইবার আর্মির জন্য রইল শুভকামনা।

আমাদের দেশের মানুষের ১ টা ভুল ধারনা হল হ্যাকিং ১ টা খারাপ কাজ।তাই তাদের মধ্যে এই বিষয়ে কোন আগ্রহ নাই। আর তাই বোকা বোকাই থেকে যায়। যার সুযোগ নেয় হ্যাকার রা ।তাই আমাদের উচিত আমাদের ধারনা কে বদলানো।

ধন্যবাদ । দেশের জন্য কাজ করুক বাংলাদেশ সাইবার আর্মি ।

Level 0

Sqli KDDLS 😀

Level 0

ভাই… কি কমু… গালাগালি দিবার মন চায় এইসব কিডল গো।। আমি সিউর, হাভজি দিয়া কামডা সারছে।। আইদি পাস নিয়া ধুইকা আন্ডারওয়্যার হ্যাকার নাম বাগাইছে।

ব্যাপক লুল…

Level 0

oi shob mora admin… tar caite valo jodi সাইবার আর্মি vul guli sudhre dito..
cause khujle dekhajabe je amon shob admin jara website er w o janena.
amader deshe to dokkhota lagena mama lage ar kagojer kichu cirtificates lage… tara kivabe site er bug thik korbo….