Windows Xp ও এবার বলবে : “ঈদ মোবারক”

প্রথমেই টেকটিউনের সকল পাঠক , লেখক ও কতৃপক্ষকে জানায় ঈদ মোবারক। অনেক দিন পরে আবার একটা টিউন লিখছি । এখন এমন অবস্থাতে আছি যে মোবাইল নেট করা ছাড়া আর উপায় নেই তাই আর ইচ্ছা থাকলেও টিউন লিখতে পারি না।
সে যাই হোক সময় পেয়েছি যখন তাকে কাজ লাগায় , আমরা সকলেই প্রায় Resource hacker এর নাম শুনেছি যা দিয়ে সহজেই কিছু .exe,.dll ইত্যাদি ফাইল edit করা যায় তারই কেরামতি নিয়ে কয়েকটি টিউন করার ইচ্ছা ছিল , যার মধ্যে আজকের একটি
তাই প্রথমেই Resource hackerআছে তো না থাকল এখানে খোঁচা দিন ।
এবার ব্যাপারটা একটু সহজ করে দিই Windows Xp তে যে Welcome লেখা টা আসে তার উপর একটু কেরামতি করব তাই Resource hacker টা ওপেন করুন ও C:\windows\system32\logonui.exe এই স্হান থাকা ফাইলটি কে খুলুন।

ও নিচের ছবির মতোন পরিবর্তন গুলো করে ফেলুন ।

এখানে নীল কালারের নামটি হল ব্যবহৃত ফন্টের ও লাল রং এ আপনার দেওয়া উক্তি (আমার হ্মেত্রে ঈদ মোবারক)।
আপনি সরাসরি বাংলায় লেখাটি Resource hacker মধ্যে লিখত পারবেন না কেননা এটি Unicode সার্পোটেট না তাই অন্য কোথায় থেকে লিখে পেষ্ট করে দিলে হবে ও Compile script বটনে ক্লিক করলে অন্য কিছু দেখালেও আসুবিধা নেই।
এবার ফন্টের সাইজের একটু পরিবর্তন করতে হবে। (সেটা নিচে দেখালাম)

আপনি চাইল আরও কিছু পরিবর্তন করে দেখতে পারেন।
ফাইলটিকে এবার সেভ করুন । ধরে নিলাম আপনি Local Drive d: তে iddscreen.exe নামে সেভ করেছেন।
এবার Regedit খুলুন Start + R বটনে প্রেস করে বা Start থেকে Run অপশনে গিয়ে লিখুন regedit ও নিচের বোল্ড করে লেখা স্হানটি খুজে বের করুন ।
HKEY_LOCAL_MACHINE –> SOFTWARE –> Microsoft –> Windows NT –> CurrentVersion –> Winlogon

এখানে আগের ফাইলটির নাম ছিল তা মুছে এবার আপনার নতুন ফাইলের নাম লিখুন Location সহ (যেমন -D:\iddscreen.exe )
আপনার কাজ সর্ম্পূন এবার Log off বা Restart করে খুলুন Windows Xp আর দেখুন Welcome স্ক্রীন টা নিচের মত দেখায় কিনা।

এত কাজের সময় না থাকলে এখানে দেওয়া ফাইলটি কপি করে D:\ রাখুন ও ফন্ট ফাইলটি কে windows এর মধ্যে থাকা Fonts ফোল্ডারে কপি করুন, আর Regedit খুলুন ও নিচের স্হানটি খুজে বের করুন ।
HKEY_LOCAL_MACHINE –> SOFTWARE –> Microsoft –> Windows NT –> CurrentVersion –> Winlogon

এখানে আগের ফাইলটির নাম ছিল তা মুছে এবার আপনার নতুন ফাইলের নাম লিখুন Location সহ (যেমন -D:\iddscreen.exe ) তাহলেই হবে। কাজ টি করার আগে Registry ফাইলের Back up নিয়ে কাজটি করবেন।

পরবর্তীতে Resource hacker নিয়ে আরও কয়েকটি টিউন লিখব।
ভালো ভাবে ঈদে মজা করেন ও আরও একবার ঈদ মোবারক

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ
ঈদ মোবারক

দারুন ট্রিক্স 🙂
ইদ মোবারক. .. …

w7 hoi ….

ভাই আমি পারতাসি না…………। আমার খালি উলতা পাল্টা দেখাইতাসে…!!!!!!!
আমি এখন কি করব????????????????? আমি এই font কোথাও খুজে পাই নাই।!!!!!!!!!!!!!!!

ঈদ মোবারক….

Help Me PlZZZZZZZZZZZZZZZZZ!!!!!!!!!!!!!!!!!!
ভাই আমি পারতাসি না…………। আমার খালি উলতা পাল্টা দেখাইতাসে…!!!!!!!
আমি এখন কি করব????????????????? আমি এই font কোথাও খুজে পাই নাই।!!!!!!!!!!!!!!!

দারুন…চালিয়ে যান…………

আমারটাতে ????????????? লেখা আসে কারন কি এই ফন্ত ইন্সটল করতে হবে নাকি?

আমারটাতে ????????????? লেখা আসে কারন কি ? বাংলা শো করে না

Level 0

আগের অবস্থায় কেমনে যাব ???

    @rafikul: @rafikul: Regedit খুলে HKEY_LOCAL_MACHINE –> SOFTWARE –> Microsoft –> Windows NT –> CurrentVersion –> Winlogon গিয়ে HostUI তে আগের Value Data অর্থাৎ logonui.exe লিখে দিলেই হয়ে যাবে পূর্বের মতন।

সমাধান সবার জন্য, আসলে আমি বহু চেষ্টা করে দেখলাম যে অভ্র ফন্ট বা Unicode ফন্ট সার্পোট করে না। তাই আমি বিষয় SutonnyMJ দিয়ে লিখে দিলাম, ঠিক হয়ে গেলো, ভাই সবাই তড়িঘড়ি ঠিক করে নাও, তা না হলে ঈদ শেষ হয়ে যাবে, সবাই কে ঈদ মোবারক

ভাই আমার একটা হেল্প দরকার । আমি যদি windows xp বা 7 এর পাসওয়াড ভুলে যাই এবং এই অবস্তায় আমি যদি কোন লাইভ অপারেটিং সিস্টেম ব্যবহার করে windows xp বা 7 এর সোর্স ফাইল এ ডুকে পাসওয়াড পরিবতন করতে চাই তা হলে আমাকে কি করতে হবে……। Help please…..

সাইফুল্লা ভাইঃ উইন্ডোজ ৭ এর জন্য কিছু বলেন

Level 0

আমি আমার নাম বসাইদিছি, তবে সরাসরি save করেছি। run এ কাজ করিনাই।
ভাল লাগল

Level 0

বন্ধু, প্রথমে আপনাকে ধন্নবাদ জানাই.. কারণ, আমি এই কাজটা করতে পারতাম না রিসোস হাকারের সিস্টেমে……. যাইহোক, আমি আপনার কাছ থেকে শিখতে পারলাম.. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level New

Resource hacker এর আর ও কাজ জাানালে ভালো লাগবে।অপেক্ষা………।।