হ্যাক করুন যেকোন ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার এবং সোর্স কোড !!!

বাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। বিভিন্ন ব্যাস্ততার কারনে হয়তো নিয়মিত টিউন করা হয় না। তবে কি পরিমান ভালবাসী আপনাদের তা হয়তো বলে বোঝাতে পারবো না।

ভিজ্যুয়াল বেসিক আমাদের সকলের নিকট একটি পরিচিত সফটওয়্যার। সহজ হবার ফলে আমরা অনেকেই এই পছন্দের তালিকার প্রথমে রাখি। ভিজ্যুয়াল বেসিক দিয়ে কোন সফটওয়্যার তৈরি করার পর তা exe তে কম্পলী করার পর তা আর ডিকম্পলী করা যায় না এটাই সাধারন ব্যাপার। আবার exe ফাইল এডিটিং সফটওয়্যার যেমন রির্সস হ্যাকার দিয়েও ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার এডিটিং করা যায় না। তবে আমি আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যাতে আপনি যে কোন ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার ডিকম্পলী করে হয়ে যেতে পারেন সেই সফটওয়্যারের ওনার আবার হতে পারেন হ্যাকর বা ক্রাকর। ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার ডিকম্পলী করার জন্য প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।

ক্রাক ফাইলঃ

ফুল ভারসন করার জন্য ক্রাক ফাইলটি ওপেন করে C:\Program Files\VB Decompiler Pro\VB Decompiler.exe লোকালেশন দেখিয়ে ওকে করুন, ব্যাস হয়ে গেল ফুল ভারসন।

টিউটোরিয়ালঃ

এখন VB Decompiler সফটওয়্যারটি চালু করুন এবং Ctrl+O চেপে একটি ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার দেখিয়ে দিন এবং ওকে করুন। একটু অপেক্ষা করুম, ব্যাস হয় গেল ডিকম্পলী মানে হ্যাক !!!

এখন Ctrl+S চেপে একটি ফোল্ডারে সেভ করুন। এখন ভিজ্যুয়াল বেসিক দিয়ে .frm ফাইলটি ওপেন করলেই পেয়ে যাবেন সোর্স কোড সহ পুরো ভিজ্যুয়াল বেসিক প্রজেক্টটি।

আসা করি আমার এই টিউন আপনাদের কাছে ভাল লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

---“আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আলমাস ভাই আপনারে ধন্যবাদ দিতে গেলে আমার মুখ খুইলা পইরা জাইব !! হেল্প যখন করলেন তখন আরেকটু চাইতে পারি 😀 দেখি হয় কিনা… সমস্যা হইলে আপনারে আবার নক করব 😀

সব ঠিক ঠাক হয় কিন্তু সেভ হয় না । মানে এমনি অপশন টা শো করে কিন্তু ডিকম্পাইল করার পর তা আর থাকে না 🙁

আমি একটা ফাইল দিব যদি প্লিজ ওটার সোর্স কোড টা দেন অনেক দরকার…

Level 0

Links are not working. Pls …. send link

    Level 2

    ধন্যবাদ,
    ভালো আছেন,,
    আরেক টু ভাল হয়।
    লাইসেন্স দেওয়া আছে।আপনের দেওয়া-v7.6

    এই লিনং ২টা দেখেন।
    VB Decompiler v7.9
    সফটওয়্যারটি=http://rapidshare.com/files/383506271/2VZYVB_Decompiler_Pro.rar.html

    ভিডিও টিউটোরিয়ালঃhttp://www.youtube.com/watch?v=BldlvnuWaUM

একই সমস্যা । but Try করতেছি । 🙂

প্রলেম তো হবার কথা নাই !!!

    Level 2

    ধন্যবাদ,,,
    পাশে থাকার জন্য।

CRACK FILE DOWNLOAD LINK KOTHAI…..
PLEASE GIVE THE CRACK FILE LINK……………

    Level 2

    ধন্যবাদ,,
    পাশে থাকার জন্য….
    কমেন্ট গুলো দেখেন।

    মেইন ডাউনলোড লিঙ্কের ভিতরের ক্র্যাক ফাইল আছে…

Level 0

a very nice tune..

অনেকদিন পর আপনার টিউন দেখতে পেয়ে ভালো লাগলো আলমাস ভাই… আগের মত নিয়মিত হলে ভালো হয়…

আলমাস, তোমার কাছে কি রির্সস হ্যাকার টা আছে? থাকলে আমাকে মেইল কর। অনেকদিন পর তোমার পোস্ট দেখলাম। তুনি কি আমাকে একটা সফটওয়ার জগার করে দিতে পারবা? জেটা দিয়ে কোন এম পি থিরি গান থেকে ভয়েস বাদ দিয়ে শুধু মিউজিক রাখা যাবে? আমাকে একটা লোক প্রায় পাগল করে ফেলল সফটওয়ার টার জন্য। তোমার রুম্মান ভাইয়া, গাইবান্ধা থেকে।

Josh! Tobe try kori ni. Jamelay achi, jamela ses hok tarpor try korbo.

ধন্যবাদ।

স্লামালাইকুম মাইক্রোহ্যাকার ভাই, অনেকদিন পর আপনের সান্নিধ্য পাইলাম 😀 কিরাম আছেন আপনি, টিউনটা কিন্তু বালাই ওইছে …………………. 🙂

Level 0

Vi download link error dekhaitece…ektu help kren..

Level New

download link chai please download link den