হ্যাকিং লার্নিং :: বেসিক ওয়েবসাইট হ্যাকিং (তথ্য)-১ [অধ্যায়-১৯]

হ্যাকিং লার্নিং

hacking tutorial

ওয়েব সার্ভার :

এটি এক ধরনের সেবা যেটা যেখানে কোন ওয়েবসাইটের উপাদানসমূহ থাকে সেই কম্পিউটারের মাধ্যমে রান হয়। যেটাকে আমরা শুনে থাকি পোর্ট ৮০ বা http বা https নামে। এ্যাপাচি একধরনের ওয়েব সার্ভারের উদাহরন।

ওয়েব সার্ভারের কার্যপ্রণালী :

প্রথমে আমাদের ব্রাউজার একটি সার্ভারের সাথে সংযুক্ত হয় এবং একটি পেজের জন্য অনুরোধ পাঠায়। তারপর ঐ সার্ভার ঐ পেজ সহ অনুরোধটিতে সাড়া দেয়। এখানে মূলত তিনটি প্রক্রিয়া।

১। সার্ভার এবং ব্রাউজারের মধ্যে একটি সংযোগ তৈরী হওয়া

২। ব্রাউজার থেকে সার্ভারে একটি অনুরোধ পাঠানো

৩। সার্ভার থেকে অনুরোধে সাড়া প্রদান।

সাধারন কিছু কাজ :

ধাপ-১

ব্রাউজার কোন ওয়েবসাইটের ইউআরএল (URL) কে তিনটি ভাগে বিভক্ত করে।

১। প্রোটোকল (http)

২। সার্ভার নাম (www.example.com)

৩। ফাইল নাম (index.html/index.php)

ধাপ-২

ব্রাউজারটি একটি আইপি এড্রেসের মধ্য দিয়ে নাম সার্ভার দিয়ে সার্ভারটি অনুবাদ বা পড়ার জন্য সংযুক্ত হয় যেটা মূলত সার্ভারের মূল যন্ত্রের সাথে সংযোগ রক্ষা করে।

ধাপ-৩

ব্রাউজারটি তারপর পোর্ট ৮০ এবং আইপি এড্রেসের মধ্য দিয়ে মূল সার্ভারে যুক্ত হয়ে যায়।

ধাপ-৪

এই পোর্ট ৮০ বা http কে অনুসরন করে, ব্রাউজারটি ঐ সার্ভারে GET অনুরোধ পাঠায়, যেটি http://www.example.com/index.php নামে কোন ফাইলের খোজ করে।

নোট : কুকিসের মাধ্যমে (এটি একটি ক্ষুদ্র টেক্সট বা লেখা যেটি ইউজারের কম্পিউটারে সংরক্ষিত থাকে, এটি আসে মূলত ব্রাউজারের মাধ্যমে এবং এই টেক্সট বা লেখাটিতেই কিছু তথ্য লুকায়িত অবস্থায় থাকে।) ব্রাউজার GET অনুরোধ পাঠাতে পারে।

ধাপ-৫

সার্ভারটি তখন কাঙ্খিত ওয়েবসাইটটির জন্য html ফাইলটি প্রেরন করে। (এক্ষেত্রেও সার্ভার থেকে কুকিস প্রেরন হতে পারে।)

ধাপ-৬

ব্রাউজারটি এবার html ফাইলটি পরতে চেষ্ঠা করে এবং এটি ব্রাউজারের স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করে।

একটি ওয়েব সার্ভার সেট করা :

একটি ওয়েবসার্ভার সেট করতে সাধারনত যেসকল টুলস গুলো কাজে লাগে সেগুলো হল-

১। এ্যাপাচি বা এই জাতিয় কোন টুলস

২। ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস (IIS)

ওয়েবসাইটে লগইন প্রক্রিয়া :

আপনি আপনার কম্পিউটারে বসে আছেন। ইন্টারনেটে ব্রাউজ করছেন, একটি ওয়েবসাইট ওপেন করলেন যেটাতে আপনি লগইন করবেন।

১।  আপনি আপনার লগইন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিবেন। সাইন ইন বা লগ ইন এ ক্লিক করবেন এবং আপনি আপনার একাউন্টে প্রবেশ করবেন।

২। ওয়েব সার্ভার ইউজারনেম এবং পাসওয়ার্ড পেল এবং এগুলো সে ডাটাবেস সার্ভারকে পাঠিয়ে দিল।

৩। ডাটাবেস সার্ভার (যেখানে সকল তথ্যাদি জমা থাকে) ওয়েব সার্ভার থেকে ইউজারনেম এবং পাসওয়ার্ড পেল এবং এই ইউজারনেম এবং পাসওয়ার্ডের জন্য এর টেবিল খুজে দেখে এবং এর ফলাফল পুনরায় ওয়েবসার্ভারে পাঠিযে দেয়।

৪। ওয়েব সার্ভার ডাটাবেস সার্ভার থেকে ফলাফল পেল এবং এই রেজাল্টের উপর নির্ভর করেই সে ইউজারকে নির্দিষ্ট স্থানে প্রেরন করল।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনে এত হ্যাক পারেন তে আমি একটা সাইট বানাইছি পারলে হ্যাক করেন পাসোয়ার্ড খুব ছোট ঠিকানা http://www.techtunesit.co.cc

    Level New

    আমি হ্যাকার! একথা কখনও বলেছি আমি?
    তাহলে কেন হ্যাকিং করতে বললেন?
    আর এভাবে কমেন্টে লিংক দেয়া টিটির নীতি বিরুদ্ধ কাজ।
    ধন্যবাদ।

    @Abir: apni purai faltu…………mehedi vai kisu mone korben na………………amra apnar sathe asi…

পুরানো কথা নতুন করে জানলাম 😛

জনাব Abir, আপনি কি বোঝাতে চাইছেন? বাংলাদেশ এ আপনি ই কি শ্রেষ্ঠ এডমিন? আর কি এমন সাইট করছেন যে হ্যাক করা যাবে না? M4H3D1 H454N মেহেদি ভাই কি কখনও বলছেন যে উনি যে কোন সাইট খুব সহজেই হ্যাক করতে পারবেন? পরবতিতে এসব ফালতু কথা এখানে বলবেন না।

Level 0

চপ বেটা দালাল

মেহেদী ভাই পাসওয়ার্ড গুলো চাই।মেইল আইডি [email protected]

টিউনগুলো পড়ে অনেক কিছু জানছি কিন্তু থিওরি আর প্র্যাকটিক্যালের গ্যাপ গুলো কাটিয়ে উঠতে পারছি না ।তথ্যবহুল টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

thank u mahadi vaia

I am following your tutorial from the beginning, but I have found that some of you tutorial are password pro
protected, I am requesting you to send me the password so that i can complete my learning about
Hacking. My email Id is [email protected].

Thanks,
Partha

Level 0

mehedi vai thanks a lot for your sharing. [email protected]
plz password gulo mail koran.

Level 0

vai apnar email or fb addrs tta diben plz

Level 0

vaiya , thanks for your tunes. please give me the password so that i can read the tune. my e-mail id is [email protected]

Level 0

my e-mail id is [email protected]. please give me the password

Level 0

[email protected] plz send me the password…
i also request u through fb.

nd thanks for this nice post.avoid the bad comment….everywhere there r some bad people. so ignore it..

all da best

Please vaia , 15/16/17 er password ta amake email koren 🙂 . amar email ID [email protected]