হ্যাকিং লার্নিং :: ব্রুট ফোর্স এ্যাটাক : বিস্তারিত [অধ্যায়-১৪]

হ্যাকিং লার্নিং

হ্যাকিং টিউটোরিয়ালের সিরিয়ালে কিছু সমস্যা হয়েছে। টেকটিউন্স এডমিন ব্যাপারটা একটু খেয়াল করবেন। মোট টিউন করা হয়েছে ১৪ টি। কিন্তু সিরিয়ালে দেখা যাচ্ছে ১১। পাঠকরা বিভ্রান্ত হচ্ছে। একটু সুনজর আশা করছি। ধন্যবাদ।

Hack email through Brute Force

ব্রুট ফোর্সের মাধ্যমে কিভাবে ইমেইল আইডি, ওয়েবসাইট ইউজার পাসওয়ার্ড, ওয়েব ফর্ম হ্যাক করতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই পদ্ধতিটি একটি অতীব ধীর পদ্ধতি তথাপি হ্যাকিং সমাজে এটা সমাদৃত। কারন অনেক হ্যাকিং শুধুমাত্র এই পদ্ধতিতেই করা হয়। তবে এর মাধ্যমে আপনারা খুব বেশি উপকৃত হতে পারবেন না। পোষ্টটি দিয়েছি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য।

পদ্ধতি : ১

১। প্রথমেই এখান থেকে ব্রুট ফোর্স সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২। ডেস্কটপে এক্সট্রাক্ট করুন।

৩। ইমেইল এড্রেস হ্যাক করার জন্য টার্গেট বারে লিখুন pop.mail.yahoo.com

৪। টাইপ নির্ধারন করুন POP3

৫। কানেকশান ৬০ এবং টাইমআউট ৬০ নিবার্চন করুন।

৬। Single User এ ক্লিক করুন।

৭। পাসওয়ার্ড মুড ব্রুট ফোর্স নিবার্চন করুন।

৮। Range এ ক্লিক করুন। একটি নতুন উইন্ডো খুলবে।

৯। সেকানে Min Length ৬ এবং Max Length ১৬ দিন।

১০। এবার Custom Range এ ক্লিক করে ওকে করুন।

hack email with brute force

এটা আসলে পাসওয়ার্ড ক্রাক করে। তবে অনেক সময় প্রয়োজন। ক্রাকার মূলত যেভাবে কাজ করে এটাও ঠিক তাই। মুভিতে আপনারা দেখে থাকবেন কিভাবে কোন ব্যাংক বা অন্য কোন সিকিউর মাধ্যমের পাসওয়ার্ড ভেঙ্গে ফেলে। আসলে প্রক্রিয়াটি হচ্ছে এটি সবধরনের পাসওয়ার্ড নির্দিষ্ট লাইন অনুযায়ী সাজিয়ে দেখে কোনটা মাধ্যমের জন্য গ্রহনযোগ্য। তবে যদি পাসওয়ার্ড সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে গঠিত হয় তাহলে সেখানে ব্রুস এ্যাটাক চালিয়ে কোন কাজ হবে না।

পদ্ধতি : ২

hack with brute force

১। প্রথমেই ব্রুট ফোর্স ডাউনলোড করে নিন।

২। ডেস্কটপে এক্সট্রাক্ট করুন।

৩। আপনার আইপি হাইড করে নিন।

৪। এখানে থেকে পাসওয়ার্ডের বিশাল সংগ্রহ ডাউনলোড করে নিন।

শুরু করা যাক –

আমরা সাধারনত কোন ওয়েবসাইটে কাজ করার জন্য লগইন করেন। এখন আপনি যদি কোন সাইটের একাউন্ট হ্যাক করতে চান তাহলে সবর্প্রথম ওই সাইটে কয়েকবার লগইন করুন। হোক সেটা ভুল। আমরা এ কাজটি করব একটি কারনে আর সেটি হল দেখার জন্য যে ওই সাইটে লগইনের কোন লিমিট নেই। যদি আমরা সাফল্যের সহিত ব্যাপারটি ভেরিফাইড করি তাহলে আমরা এতে ব্রুট ফোর্স চালাতে পারব।

brute force tutorial

ব্রুট ফোর্স ওপেন করুন। টার্গেটে কোন পরিবর্তন না এনে টাইপে HTTP (Form) নিবার্চন করুন। কিছুক্ষন অপেক্ষার পর দেখতে পাবেন সেখানে নতুন একটি অপশন এসেছে। যার নাম Modify Sequence এতে ক্লিক করুন। এবার আপনাকে খুজতে হবে যেই পেজের লগইন ফর্ম হ্যাক করতে চান তার লিংক। যেমন : http://www.example.com/login

brute force tutorial

খুজে পেলে আপনি লিংকটা Modify Sequence এর Target Form এ বসিয়ে Learn Form Settings এ ক্লিক করুন। এখানে আপনি নিচের মত চিত্র দেখতে পাবেন।

brute force tutorial

এখানে আপনি Field Name এর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং ইউজার নেম। এখন আপনি Username বাটনে ক্লিক করে দেখুন কোথায় ব্রুট জেনারেটেড পাসওয়ার্ডগুলো রেখেছে। একই নিয়ম Password বাটনের ক্ষেত্রেও। Accept ক্লিক করার পর আপনি আগের পৃষ্ঠায় যেতে পারবেন। যখন আপনি কোন সাইটে লগইন করতে যাবেন যদি সেক্ষেত্রে incorrect login এই জাতিয় কোন মেসেজ দেখায় তাহলে সেটা কপি করে Modify Sequence এর HTML Response বক্সে বসিয়ে দিন। তারপর ওকে দিয়ে বেরিয়ে আসুন।

সবশেষে Wordlist সেট করব আমরা। সেক্ষেত্রে Pass mode এর নীচে Pass file এ ব্রাউজ করে ব্রুট জেনারেটেড পাসওয়ার্ড ফাইলটি দেখিয়ে দিন। এবার স্টার্ট বাটনে ক্লিক করুন। পদ্ধতিটি অনেক্ষন ধরে চলতে দিন। তবে প্রথমেই দেখবেন আপনার আইপি হাইড করেছেন কিনা।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই জিনিসটা জানা দরকার ছিল, কয়েকদিন ধরে মনে মনে এটাই খুজতে ছিলাম। ধন্যবাদ মেহেদি ভাই।

    Level New

    আপনাকেও ধন্যবাদ সাইবার ডন ভাই।
    পাশে থাকবেন।

      Level 0

      @M4H3D1 H454N: @M4H3D1 H454N: হক ভাই আমি আপনার কি লগারের ব্লগ টা দেখতে পারছি না পাস্ওয়ার্ড টা কি প্লজ বলবেন

মজার। ব্রুটাস নামের সফটওয়্যার দিয়ে মিগ৩৩ এর একটা পোর্ট লাগিয়ে ৮ অক্ষরের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করেছিলাম।

আপনার টিউন দেখলে কেমন যেন ভয় লাগে, এই যাহ! হ্যাকড হইলাম 😛

ধন্যবাদ

    Level New

    আপনার কমেন্ট পড়ে আমারও কেমন যেন ভয় লাগে, এই যাহ! ধরা পইড়া গেলাম 🙂
    ভালো থাকবেন মিনহাজ ভাই।
    ধন্যবাদ কমেন্টের জন্য।

ভেবেছিলাম এই পর্বে স্ক্যান নিয়ে বলবেন। যা হোক, লেখা ভাল হয়েছে 🙂

    Level New

    হিহি। ভাই অফিস টিউটোরিয়াল গুলো শুধু স্ক্যান কপি হবে।
    বাকি সব টিউনই 🙂
    ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

Level New

খুব সুন্দর হয়েছে। আপনার হ্যাকিং টিউনগুলো আমার খুব ভাল লাগে, যদিও এখন পর্যন্ত সফল হয়ই নাই। ধন্যবাদ ধারাবাহিক হ্যাকিং টিউন করার জন্য।

    Level New

    ধন্যবাদ মামুন ভাই।

Level 0

টিটির একটি হ্যাকিং ট্রিক ছাড়া কোনটিতেই সফল হতে পারিনি এখনও

ভাই ১ নাম্বারে আপনি কি করলেন কিছুই বুঝলাম না। শেষে লিখা আছে এবার Custom Range এ ক্লিক করে ওকে করুন। ওকে করার পর কি করতে হবে সেটা তো বললেন না। যদি একটু বুঝিয়ে বলতেন ভাল হত।

    Level New

    খুবই ভালো প্রশ্ন।
    আপনি টিউনের শেষের দিকে কিছু কথা বলা হয়েছে যেটি -২ এর অংশ।
    আসলে আপনি রেন্জ এ ক্লিক করে স্টার্ট করার পর সফটওয়্যারটি পাসওয়ার্ড ও ইউজার নেম জেনারেট করে জমা করে আপনার ডেস্কটপের words ও users নামক দুটি ফাইলে।
    আমি আগেই বলেছি যে প্রক্রিয়াটি খুবই সময়সাপেক্ষ। তাই আমি বলব এই সিস্টেমটির পেছনে সময় নষ্ট করবেন না।
    হ্যাক করার আরও প্রসিদ্ধ অনেক মাধ্যম রয়েছে। যেগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করা হবে।
    ভালো থাকবেন।

    huum.

খুব ভাল হয়েছে।
ভাই কি জানেন আজ বাংলা হ্যাকস (www.banglahacks.com) কে জানি হ্যাক করছে।
ঢুইকা দেখেন।

    Level New

    আমার মনে হয় না ওটা হ্যাক।
    সাইটটির এডমিনের কাজ-ই ওটা।
    ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

Level 0

zip file unlock korbo ki kore ?

ওফ ১০ দিন পর টিউন করলেন।
একটু বিজি আছি তাই আপাতত প্রিয়তে নিলাম সময় করে প্রাকটিস করবো।
হাজিরা দিয়া গেলাম আর কি !!! 😉
ভালো থাকবেন।

    Level New

    ধন্যবাদ তাহের ভাই
    ভালো থাকবেন।

আরো শিখতে চাই। এইটা দিয়া ্মিগ৩৩ হ্যাক করা যায় বলে শুনছিলাম…… ধন্যবাদ

    Level New

    ধন্যবাদ মারুফ ভাই
    আরো শিখতে পারবেন ইনশাআল্লাহ

    তারাতারি পরের পর্ব পাব বলে আশা রাখতে পারি কি? ধন্যবাদ

Level 0

ভাইয়া,আইপি এড্রেস জানার জন্য আপনি যে পদ্ধতি দিয়েছেন,তাতে এক এক পদ্ধতি তে এক এক আইপি এড্রেস আসে।ওয়েবসাইটে যেটা আছে তার সাথে আমি রান এ গিয়ে আইপি কনফিগ বা নেটস্ট্যাট -এন লিখে যেটা আসছে সম্পূর্ণ ভিন্ন।আমি এখন কি করব?

    Level New

    ipconfig or netstat -n
    e jeta ashse shetai original IP.

Level 0

kintu vaia erokom hoar karon ki?

Level 0

আপনাকে দুইবার মেইল করেছি পার্সত্তয়াড এর জন্য। অনলাইনে আসলে দিবেন একটু।

Level New

আপনাদের সকলকে ইমেইল করা হয়েছে।
ধন্যবাদ।

ভাইয়া আমি একদম নতুন এই বিষয় এ… হ্যাকিং নিয়ে যতটা পারি পরছি…https://www.techtunes.io/hacking/tune-id/76724/
এই টুনের পাস টা কি আমাকে মেইল এ দেয়া যাবে ?
আমার মেইল আইডি : fazalmhassan@yahoo.com

Level 0

পরের Post গুলো পড়তে চাই। পাসওয়ার্ড কি আমাকে দেয়া যাবে? rezwansyl@gmail.com

Level 0

পাস ওয়ার্ড প্লিজ। mszpaul@gmail.com

Level 0

please vi,amake tune 15,16,17 er password ta ektu den..
e-mail-monjurulhaque90@gmail.com

ভাইয়া পাসওয়ার্ড দরকার ১৫,১৬,১৭ টিউন এর জন্যে। bdjohn.partha@gmail.com

ধন্যবাদ মেহেদি ভাই, পরের Post গুলো পড়তে চাই। পাসওয়ার্ড কি দেয়া যাবে? info@miraze.com

Level 0

ভাই আপনার ব্লগ গুলো পড়ে …i'm totally freezed…….

Level 0

kindly ..password ta diben at my id : ahmademran91@yahoo.com

ভাই ধন্যবাদ আপনার টিউন এর জন্য… আমি একজন নিরব পাঠক। তাই নিরবে পড়ে যাই। কিন্তু আপনার সবগুলো টিউন আমার ভালো লেগেছে… কিন্তু পাসওয়ার্ড না পাবার কারনে পরবর্তী টিউন গুলো পড়তে পারতেসি না। অনুগ্রহ পূর্বক পাসওয়ার্ড azizulkawser.aust@gmail.com এ পাঠিয়ে দিবেন।
আর আমি খুবই সম্প্রতি ethical hacking সম্পর্কে জানার চেষ্টা করতেসি… খুবই ভালো হয় যদি ভালো কিছু material এর suggestion দেন।
ধন্যবাদ 😀

Level 3

পাসওয়ার্ড দরকার ১৫,১৬,১৭ টিউন এর জন্যে।sujon44@gmail.com

ভাই ১৫,১৬,১৭ টিউনের জন্য পাসওয়ার্ড দরকার। mithunmcse@gmail.com

Level 0

১-১৪ খুবই ভালো লাগলো। কিন্তু ১৫,১৬,১৭তে ঢুকতে পারলাম না। এটা কিসের Password.
এটা কি দেওয়া যাবে না ???
smasifurrahman@gmail.com

Level 0

vi apnar tune porar jonno log in korlam . porar tune gulor Password ta diban?

randebd@yahoo.com

Level 0

vaia 15, 16 ar 17 chapter er password ta pathaben?
saminkhn3@gmail.com

Vaia, tune 15,16,17 er password ta den plz. .
Mahtab0008@gmail.com

Level 0

vaia. i need password to read the tune 15 16 & 17. plz share me on
mr_silverstone@yahoo.com

Level 0

পার্সত্তয়াডটা একটু দিয়েন stalindn@gmail.com

Level 0

fantastic mehed bt keur IP addrs diye or pc r data bair kora jai ki na i mean like song nd images…..

১৫,১৬,১৭তে ঢুকতে পারলাম না। এটা কিসের Password.
এটা কি দেওয়া যাবে না ? shuvon_4603@yahoo.com

Level New

ভাইয়া আপনার টিউনস গুলো পড়তে পড়তে মনে একটা গতি পাইচ্ছিলাম। হঠাৎ পাসওয়াডের অভাবে সেই গতি থেমে গেল। আমাকে ‍‌পাসওয়াডটা দিয়ে সেই গতি কি ত্বরানিত করা সম্ভব

Level 0

ভাই আম্নে থামাই দিলেন? খুব মনযোগ দিয়া পরসিলাম ভাবসিলাম সব সেসে একটা ম্নতব্ব করব যে আমি কি সিখলাম।তার আগে বইটা বন্ধ করে দিলেন।

PASSWORD টা কি দিবেন plz

ondesk00@gmail.com

অপেক্ষায় থাকলাম

Level 0

ভাই প্রত্যেকটা পোষ্ট দারুন লাগছে। কিন্তু মঝখানে থেমে যেতে হল। আপনার কিছু পোষ্ট নাকি চাবি ছাড়া পড়তে দিবে না। চাবিটা কি জানতে পারি ভাই। (raj.kuet@gmail.com)

অনেক কিছু নতুন জানলাম আপনার পোষ্টগুলা পড়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে…:) অপেক্ষায় থাকলাম আরও নতুন কিছু জানার জন্য।

Level 0

Picture gulo dekte passina, any help plz…

Level 0

ধন্যবাদ মেহেদি ভাই, পরের Post গুলো পড়তে চাই। পাসওয়ার্ড কি দেয়া যাবে?

bd.fahim@gmail.com

M4h3d1 vai,, Sob gula post porse.. 15,16,17 number post ar password ta ke deban…

Level 0

M4h3d1 vai,, Sob gula post porse.. 15,16,17 number post ar password ta paboki na janina 🙁 …

Level 0

vai amar email address sam_black_sam@live.com

Vaia, I am one of your biggest fan. I want to know about your further posts. So please e-mail me: ishmam01993@yahoo.com

Level 0

ami porer tune gula porte parcina amakk kivabe open korte hoe? please need password .shuvo.01831@ovi.com

Level 0

ভাই ১৫,১৬,১৭ টিউনের জন্য পাসওয়ার্ড দরকার।
my email Id is : krishanu.sardar07@gmail.com

Level 0

ভাই ১৫,১৬,১৭ টিউনের জন্য পাসওয়ার্ড দরকার।
my email Id is : suman.sumangiri@gmail.com ,, tune korar 2 year pore dekhlam bole kichu mone korben na….

Level 0

Dear brother
Your tune so much helpful. but unfortunately I see latter…
can’t read 15.16 and 17 tune. need password. please help
my email ID asnmamun@gmail.com

Level 0

vaia, password dorkar…
linta_1990@yahoo.com

Level 0

Bhai-a need password Pls…………..
sumanbari79@yahoo.com

Bro Need Password. Sojib.pingu@gmail.com. or i will try your Brute-force attack. So E-mail me :-p =D

ভাই ১-১৪ খুবইইইইইইইইইইইইইইইইইই ভালো লাগলো ৷৷ কিন্তু ১৫,১৬,১৭তে ঢুকতে পারলাম না ৷৷
ভাই ১৫,১৬,১৭ টিউনের জন্য পাসওয়ার্ড দরকার।
my email ID djridoy3@gmail.com

Level 0

M4H3D1 H454N ভাই আমি আপনার কি লগারের ব্লগ টা দেখতে পারছি আমার মেইল আইডি thefeel1@gmail.com

Level 0

baiya plz password ta ektu din 15,16 part gula to podte parce na.
Amr gmail id
supnilblue7@gmail.com

Level 0

ভাই ১৫,১৬,১৭ টিউনের জন্য পাসওয়ার্ড দরকার।
denaralo@gmail.com

mahedi vai .password needed for 15,16,17
sr.biplob0013@gmail.com

মেহেদি ভাই পোষ্ট গুলো পড়তে ভালোই লাগছিলো কিন্তু মধ্যখানে পাসওয়ার্ড দেওয়ার দরকারটা কি ছিলো বুঝলামনা ।আর প্রত্যেকের মেইলে পাসওয়ার্ডটা না পাঠিয়ে কমেন্টে বলেদিলেইত ভালো হই।ধন্যবাদ

I were following all ur tune & all of them were awesome but can u kindly send me password of chapter 15,16,17 on ikuto2895@gmail.com it would be a big help .

বাকি গুলো পাসয়ারড দেয়া কেন ভাই

vaia, porer post gulor password dorkar…plz send me.
mehedihasan336@gmail.com

ভাই ১-১৪ খুবই ভালো লাগলো ৷৷
কিন্তু ১৫,১৬,১৭তে ঢুকতে পারলাম না ৷৷
ভাই ১৫,১৬,১৭ টিউনের জন্য পাসওয়ার্ড দরকার।
my email ID : lubdhak98@gmail.com