আবারোও হ্যাকার? আপনার হ্যাক বা ভুলে যাওয়া ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে!

দিন দিন হ্যাকার এর পরিমাণ বেড়েই চলেছে। আর প্রতিনিয়ত বাংলাদেশের ব্লগ গুলতে হ্যাকিং শেখানো ও হ্যাকিং থেকে বাঁচা নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ হচ্ছে কেউ হ্যাকিং শিখে হ্যাক করছে। আর কেউ হ্যাক থেকে বাঁচার পথ খুঁজছে। কিছুদিন আগে টাইগারম্যাট নামের একজন হ্যাকার নিয়ে অনেকেই মাতামাতি করেছে। অনেক কথা উঠেছে প্রায় সকল ব্লগে। কিছুদিন পরে টাইগার ম্যাট চুপ হয়ে যাওয়ায় অনেকও চুপ হয়ে গেছে কিন্তু বেড়ে গেছে হ্যাকিং শিক্ষা ও হ্যাকিং থেকে বাঁচার উপাই নিয়ে অনেক কথা।

অনেক কথাই তো বলে ফেললাম চলুন এবার আসল কথায় আসি। এই বছরের (২০১১) প্রথম দিকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠানের ওয়েব সাইট ডেভেলপ করে দিয়েছিলাম। এবং সেই সাইট এর কথা প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু কলাকে মনে হল যে আমি সেই সাইটটি আমার পোর্টফলিও তে যুক্ত করি নি। যুক্ত করার জন্য সেই সাইট এর একটা স্ক্রিনশট নিব বলে যেমনি প্রবেশ করলাম এবং দেখলাম কোন এক হ্যাকার মামু সেখানে রাজ করছে। দেখেই মাথাই এক হাঁটু জ্বর!।

 আবারোও হ্যাকার? আপনার হ্যাক বা ভুলে যাওয়া ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে! || বিডিরঙ.কম

এখন এই সাইটটিকে আগের অবস্থায় ফেরত আনার জন্য আমাকেই বলা হল! তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আজ এটা হয়তো আমাকে করতে হচ্ছে দিন দিন যে হ্যাকার বাড়ছে তাই আপনাদেরও এটা জানা উচিৎ যে কিভাবে আগের অবস্থাই হ্যাক হওয়া ওয়েব সাইট কে ফেরত আনা যায়।

আমি যে ওয়েব সাইট টি নিয়ে কথা বলছি সেই ওয়েব সাইট এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করা ছিল তাই সেই হ্যাকার ওয়ার্ডপ্রেস এর এডমিন পাসওয়ার্ড ও ইমেইল পরিবর্তন করেছিল তাই আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে MySQL ডাটাবেজ থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করবেন।

প্রথমে আপনার cPanel এ লগইন করুণ এবং নিচের চিত্র অনুযায়ী Database মেন্যু থেকে phpMyAdmin এ ক্লিক করুণ।

 আবারোও হ্যাকার? আপনার হ্যাক বা ভুলে যাওয়া ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে! || বিডিরঙ.কম

এবার নিচের চিত্রের মত একটি পাতা ওপেন হবে। এবার হ্যাক হওয়া ওয়েব সাইটটির ডাটাবেজ এ ক্লিক করে ওপেন করুণ। নিচের চিত্রে খেয়াল করুণ।

 আবারোও হ্যাকার? আপনার হ্যাক বা ভুলে যাওয়া ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে! || বিডিরঙ.কম

এবার wp_users নামের টেবিলটির উপরে ক্লিক করে ওপেন করুণ। নিচের চিত্রে খেয়াল করুণ।

 আবারোও হ্যাকার? আপনার হ্যাক বা ভুলে যাওয়া ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে! || বিডিরঙ.কম

এবার এডমিন বা হ্যাকার এর নাম আছে সেই টেবিলটিকে এডিট করার জন্য নিচের চিত্রে দেখানো অনুযায়ী ক্লিক করুণ।

 আবারোও হ্যাকার? আপনার হ্যাক বা ভুলে যাওয়া ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে! || বিডিরঙ.কম

এবার দেখানো চিত্র অনুসরণ করুণ। ১) ইউজার লগইন এ যা আছে তাই রাখুন বা পরিবর্তন করতে চাইলে নতুন নাম দিন, ইউজার পাসওয়ার্ড পরিবর্তন এর জন্য ফাংশন এর ড্রপ ডাউন মেন্যু থেকে MD5 সিলেক্ট করুণ ভ্যালু তে আপনার নতুন পাসওয়ার্ড দিন। পরবর্তি গুলো তো দেখেই বুঝতে পারছেন কি দেয়া লাগবে। সব কিছু ইংরেজি হরফে লিখেবন। ২) গ বাটনে ক্লিক করে সেভ করে নিন।

 আবারোও হ্যাকার? আপনার হ্যাক বা ভুলে যাওয়া ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে! || বিডিরঙ.কম

ব্যাস হয়ে গেল হ্যাক মুক্ত আপনার ওয়েব সাইট এবার আপনি আপনার ওয়েব সাইট এ লগইন করুণ ড্যাশবোর্ড থেকে আপনার সেটিং গুলো পরিবর্তন করে নিন।

হ্যাক থেকে মুক্তি পাওয়ার পর এই সাইটি পুনরায় আবার চালু করতে সক্ষম হয়েছে।

লেখাটি প্রথমে বিডিরঙ.কম এ প্রকাশিত

http://bdrong.com/aminul/hacking/821/

আশা করছি ভবিষ্যতে অনেকের কাজে লাগবে। আর কাজে লাগলে এখানে একটু ধন্যা জানায়েন। আপনাদের সব্বাই কে ধন্যবাদ আমার এর নিবন্ধ পড়ার জন্য।

ফেসবুক ফ্যান পেজে লাইক মারুনঃ http://www.facebook.com/BDRongCom

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে নিলাম।

এটি খুব ভাল এবং প্রশংসিত টিউনের দাবীদার। ধন্যবাদ।

আবারো পিকাসায় হোস্টিং? শুনুন sites.google.com এ যান। নিজের জন্য ১০০ মেগার যত ইচ্ছা ফাইল ক্যাবিনেট পাবেন 😀

ধন্যবাদ টিউনের জন্য 🙂

    উফ দাদা আমি বুঝিনা কেন এই ধরনের সমস্যা হচ্ছে এই টেকটিউনস এ কিন্তু আমার এখানে তো ঠিকই দেখাচ্ছে কি করি বলেন তো। ঠিক আছে এবার থেকে sites.google.com এখানেই আপলোড দিবো। আচ্ছা আমার ব্লগে কি তাও সমস্যা হচ্ছে? একটু দেখে জানাবেন প্লিজ!

      সাওন ভাই এবার দেখুন তো ছবিগুলো টেকটিউনস দেখাই কিনা? আমার মনে হয় দেখার কথা। একটু দেখে বলুন প্লিজ!

    হু। আপনার সাইট এও তাই দেখাচ্ছে। আসলে আপনি তো পিকাসায় সাইন ইন করা। যে লিঙ্ক দিয়ে ছবি বসাচ্ছেন সেটা তো পার্মানেন্ট না। আমি গুগল সাইট এ ছবি দেই। সব ডাইরেক্ট লিঙ্ক। যেমন – http://sites.google.com/site/fortechtunes/home/hdd/SSD-opened.jpg

    ভালো সুবিধা না? গুগল এর মাথায় কাঁঠাল ভেঙ্গে খান 😛

    অফটপিক: আপনি রাজশাহীর কোথায় থাকেন?

    আমি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায় থাকি।

      আমি কাল পরশুর মধ্যে লিঙ্ক আপডেট করে দেবো যাতে দেখা যায়। ধন্যবাদ সাওন ভাই।

      অফটপিকঃ আপনি কোথায় থাকেন ভাই?

Level New

খুব ভাল এবং সুন্দর টিউন। প্রিয়তে রেখে দিলাম। ধন্যবাদ গুরুত্ব পূর্ণ টিউনটি করার জন্য।

Level 0

ভাইয়া এটি কোন ওয়েবসাইট ? এটি দিয়ে কি ব্লগ নিরিপদে রাখা যাবে ?

    ভাইয়া এটা কোন ওয়েব সাইট না। এটা হচ্ছে আপনর ওয়েব সাইট এর কন্ট্রোল প্যানেল (cPanel) এটা। এটা হোস্টিং কোম্পানি থেকে ফ্রী আপনার ডোমেইন এর সাথে দেই।

    Level 0

    আচ্ছা ব্লগের কী C-panel আছে ?

    ভাইয়া আপনি কি কোন পেইড হোস্টিং ব্যবহার করেন? না আপনি ব্লগার.কম এর কথা বলছেন? আপনি যদি পেইদ হস্টিং নিয়ে থাকেন তাহলে cPanel পাবেন আর যদি ব্লগার.কম বা ওয়ার্ডপ্রেস.কম এ আপনার ওয়েব সাইট হোস্ট করেন তাহলে সিপ্যানেল পাবেন না।

    ধন্যবাদ!!

Level 0

আমার দরকার হট ফাইলে প্রিমিয়াম একাউন্ট । দিলে ভালো হ।তবে আপনার ব্লগ গুলো খুব ভালো।Thanks…………………………………………….মুনজি।

    কেগো দাদা আমার নকল থুক্কু আসল নাম জানলা কি করে? নির্ঘাত চাঁপাই?

    ওহ চিনতে পারলাম তুমি সেই নাইম ডেকেরেটর না?

    কিন্তু তোমার প্রোফাইল এ ছবি কই?

    আচ্ছা ভাইয়া প্রফাইলে ছবি এড করে কিভাবে ?

    @রাসেল১৩ আপনি এই লিংকটা দেখতে পারেন হয়তো আপনার কাজে লাগবে।

    http://bdrong.com/aminul/internet/57/

    ধন্যবাদ!

    ধন্যবাদ ! আমি এখুনি চেস্টা করছি !

কাজে লাগার মতো একটা টিউন।
কোন কথা হবে না সোজা প্রিয়তে…

নিঃসন্দেহে অনেক কাজের একটি টিউন,
প্রিয়তে রেখে দিলাম এবং অসংখ্য ধন্যবাদ উপকারি টিউনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

    আতাউর ভাই ধন্যবাদ আপনাকে।

Level 0

khub valo ekta tune.kaje debe.thanks

    হুউম লিটিল রাজ কাজের জন্যই এই টিউন। ধন্যবাদ

অসাধারন বলছেন ভাইয়া …

ধন্যবাদ

Level 0

thanks..

Level 0

আমিনুল, ভাই http://www.onekkotha.com/flashchat মাজে মাজে হ্যাকিং হয়, হ্যাকিং থেকে কিভাবে বাঁচা জায়,
আর আমি কি করে অদের টা হ্যাকিং করব,দয়া করে যদি বলতেন

Level 0

ভাল।