দিন দিন হ্যাকার এর পরিমাণ বেড়েই চলেছে। আর প্রতিনিয়ত বাংলাদেশের ব্লগ গুলতে হ্যাকিং শেখানো ও হ্যাকিং থেকে বাঁচা নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ হচ্ছে কেউ হ্যাকিং শিখে হ্যাক করছে। আর কেউ হ্যাক থেকে বাঁচার পথ খুঁজছে। কিছুদিন আগে টাইগারম্যাট নামের একজন হ্যাকার নিয়ে অনেকেই মাতামাতি করেছে। অনেক কথা উঠেছে প্রায় সকল ব্লগে। কিছুদিন পরে টাইগার ম্যাট চুপ হয়ে যাওয়ায় অনেকও চুপ হয়ে গেছে কিন্তু বেড়ে গেছে হ্যাকিং শিক্ষা ও হ্যাকিং থেকে বাঁচার উপাই নিয়ে অনেক কথা।
অনেক কথাই তো বলে ফেললাম চলুন এবার আসল কথায় আসি। এই বছরের (২০১১) প্রথম দিকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠানের ওয়েব সাইট ডেভেলপ করে দিয়েছিলাম। এবং সেই সাইট এর কথা প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু কলাকে মনে হল যে আমি সেই সাইটটি আমার পোর্টফলিও তে যুক্ত করি নি। যুক্ত করার জন্য সেই সাইট এর একটা স্ক্রিনশট নিব বলে যেমনি প্রবেশ করলাম এবং দেখলাম কোন এক হ্যাকার মামু সেখানে রাজ করছে। দেখেই মাথাই এক হাঁটু জ্বর!।
এখন এই সাইটটিকে আগের অবস্থায় ফেরত আনার জন্য আমাকেই বলা হল! তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আজ এটা হয়তো আমাকে করতে হচ্ছে দিন দিন যে হ্যাকার বাড়ছে তাই আপনাদেরও এটা জানা উচিৎ যে কিভাবে আগের অবস্থাই হ্যাক হওয়া ওয়েব সাইট কে ফেরত আনা যায়।
আমি যে ওয়েব সাইট টি নিয়ে কথা বলছি সেই ওয়েব সাইট এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করা ছিল তাই সেই হ্যাকার ওয়ার্ডপ্রেস এর এডমিন পাসওয়ার্ড ও ইমেইল পরিবর্তন করেছিল তাই আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে MySQL ডাটাবেজ থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
প্রথমে আপনার cPanel এ লগইন করুণ এবং নিচের চিত্র অনুযায়ী Database মেন্যু থেকে phpMyAdmin এ ক্লিক করুণ।
এবার নিচের চিত্রের মত একটি পাতা ওপেন হবে। এবার হ্যাক হওয়া ওয়েব সাইটটির ডাটাবেজ এ ক্লিক করে ওপেন করুণ। নিচের চিত্রে খেয়াল করুণ।
এবার wp_users নামের টেবিলটির উপরে ক্লিক করে ওপেন করুণ। নিচের চিত্রে খেয়াল করুণ।
এবার এডমিন বা হ্যাকার এর নাম আছে সেই টেবিলটিকে এডিট করার জন্য নিচের চিত্রে দেখানো অনুযায়ী ক্লিক করুণ।
এবার দেখানো চিত্র অনুসরণ করুণ। ১) ইউজার লগইন এ যা আছে তাই রাখুন বা পরিবর্তন করতে চাইলে নতুন নাম দিন, ইউজার পাসওয়ার্ড পরিবর্তন এর জন্য ফাংশন এর ড্রপ ডাউন মেন্যু থেকে MD5 সিলেক্ট করুণ ভ্যালু তে আপনার নতুন পাসওয়ার্ড দিন। পরবর্তি গুলো তো দেখেই বুঝতে পারছেন কি দেয়া লাগবে। সব কিছু ইংরেজি হরফে লিখেবন। ২) গ বাটনে ক্লিক করে সেভ করে নিন।
ব্যাস হয়ে গেল হ্যাক মুক্ত আপনার ওয়েব সাইট এবার আপনি আপনার ওয়েব সাইট এ লগইন করুণ ড্যাশবোর্ড থেকে আপনার সেটিং গুলো পরিবর্তন করে নিন।
হ্যাক থেকে মুক্তি পাওয়ার পর এই সাইটি পুনরায় আবার চালু করতে সক্ষম হয়েছে।
http://bdrong.com/aminul/hacking/821/
আশা করছি ভবিষ্যতে অনেকের কাজে লাগবে। আর কাজে লাগলে এখানে একটু ধন্যা জানায়েন। আপনাদের সব্বাই কে ধন্যবাদ আমার এর নিবন্ধ পড়ার জন্য।
ফেসবুক ফ্যান পেজে লাইক মারুনঃ http://www.facebook.com/BDRongCom
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয়তে নিলাম।