হ্যাকিং লার্নিং :: ম্যাক এড্রেস কি? এটা বের করার উপায় [অধ্যায়-১২]

হ্যাকিং লার্নিং

mac address, hide mac address, change mac address

ম্যাক এড্রেস এর সম্পূর্ণ ইংরেজী বিশদ রূপ হচ্ছে Media Access Control Address (MAC Address). কোন কম্পিউটারের ম্যাক এড্রেস হচ্ছে সেই কম্পিউটারটিতে ব্যবহায্য নেটওয়ার্ক ডিভাইসটির জন্য একটি অনন্য পরিচিতি যা কম্পিউটারটিকে তার শারীরীকভাবে পরিচিতি প্রদান করে। এ্টা নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষা করে এবং কম্পিউটারটিকে সেই নেটওয়ার্কে পরিচিত করে দেয়। কোন ডিভাইসের ম্যাক এড্রেস তার তৈরীকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে। একেকটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য একেকটি ম্যাক এড্রেস থাকে।

ম্যাক এড্রেস এবং আইপি এড্রেস এর মধ্যে পার্থক্য :

আইপি এড্রেস হচ্ছে কোন কম্পিউটারের এড্রেস। অন্যান্য যেকোন কম্পিউটার বা কোন নেটওয়ার্ক আপনার কম্পিউটারকে চিনবে এই আইপি এড্রেসের মাধ্যমে। এটাকে আপনি ফোন নাম্বারের সাথে তুলনা করতে পারেন।

ম্যাক এড্রেস হচ্ছে কোন নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটি অনন্য শনাক্তকারী নাম্বার। এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে। যেমন : 05:9b:bd:89:e4:4q এটা অবশ্যই ১২ ডিজিটের হবে।

ম্যাক এড্রেসের প্রথম অর্ধেক বুঝায় ডিভাইসটি কোন মডেল বা ব্রান্ডের আর বাকী অর্ধেকটি হচ্ছে ঐ ডিভাইসটি অনন্য বা unique নাম্বার। এটাকে মোবাইলের IMIE বা গাড়ির VIN নাম্বারের সাথে তুলনা করা যেতে পারে। আশা করি বুঝেছেন আইপি এবং ম্যাকের মাঝে কি পার্থক্য।

কেন আমরা ম্যাক এড্রেস সম্পর্কে জানলাম?

হ্যাকিং বা অনলাইনে কোন অনৈতিক কাজ করতে গেলে ম্যাক এড্রেস পরিবর্তন করা বাধ্যতামূলক হয়ে পড়ে। কেন প্রয়োজন তা আমি আগের এক টিউনে একটি গল্পের মাধ্যমে বুঝিয়েছিলাম। তাই আমাদের ম্যাক এড্রেস সম্পর্কে জানতে হবে এবং এটি পরিবর্তন বা লুকানো শিখতে হবে।

কোন নেটওয়ার্ক ডিভাইসের ম্যাক এড্রেস বের করার নিয়ম:

সাধারনত কোন ডিভাইসের ম্যানুয়েলে ম্যাক এড্রেস দেয়া থাকে। অনেক ডিভাইসের পিছন দিকে সিরিয়ালের সাথে ম্যাক এড্রেস দেয়া থাকে। তবে আমরা কম্পিউটারে সংযোগকৃত ডিভাইসটির ম্যাক এড্রেস অন্য আরেক উপায়ে জানতে পারি। এটা এক এক অপারেটিং সিস্টেমের জন্য এক এক রকম।

উইন্ডোজ এক্সপি :

Start->Contron Panel->Classic View->Network Connections

এখন আপনি যে কানেকশানটির ম্যাক এড্রেস বের করতে চান সেটিতে মাউসের ডান বোতাম চাপুন এবং Properties এ যান। সেখানে Connect Using এর নিচে টেক্স বক্সে মাউস রাখলেই আপনাকে ঐ ডিভাইসটির ম্যাক এড্রেস দেখাবে।

এ্যাপল ম্যাক ওএস ১০ (লেপার্ড) :

ম্যাকিন্টোশে সাধারনত এ ধরনের তথ্য প্রদান করে না। তবে নিচের পদ্ধতিতে চেষ্ঠা করলে সফল হবেন বলে আমি ধারনা করছি।

Apple->System Preferences->Network

Wired এর জন্য Ethernet বা Wireless এর জন্য Airport সিলেক্ট করুন।

Advance বাটনে ক্লিক করুন। Ethernet ট্যাব সিলেক্ট করুন।

একেবারে উপরে আপনি আপনার ম্যাক এড্রেস খুজে পাবেন।

mac address, find mac address, hide mac address, change mac address

লিনাক্স :

privileged terminal session এ লিখুন ifconfig

এই কমান্ডটির মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে কি কি নেটওয়ার্ক ডিভাইস ইন্সটল অবস্থায় আছে। সাধারনত HWaddr নামে ম্যাক এড্রেসটি রেফার করা থাকে। আপনি আপনার Wireless card এর ম্যাক এড্রেস পাওয়ার জন্য লিখুন iwconfig

ভিসতা :

Start এর Search Programs & Files এর সার্চ বক্সে লিখুন Network and Sharing Center উপরে কাঙ্খিত রেজাল্টে ক্লিক করুন। এবার বাম দিক থেকে Manage Network Connections সিলেক্ট করুন। এখন আপনি যে কানেকশানটির ম্যাক এড্রেস বের করতে চান সেটিতে মাউসের ডান বোতাম চাপুন এবং Properties এ যান। সেখানে Connect Using এর নিচে টেক্স বক্সে মাউস রাখলেই আপনাকে ঐ ডিভাইসটির ম্যাক এড্রেস দেখাবে।

উইন্ডোজ ৭ :

Start এর Search Programs & Files এর সার্চ বক্সে লিখুন Network and Sharing Center উপরে কাঙ্খিত রেজাল্টে ক্লিক করুন। এবার বাম দিক থেকে Change Adapter Settings সিলেক্ট করুন। এখন আপনি যে কানেকশানটির ম্যাক এড্রেস বের করতে চান সেটিতে মাউসের ডান বোতাম চাপুন এবং Properties এ যান। সেখানে Connect Using এর নিচে টেক্স বক্সে মাউস রাখলেই আপনাকে ঐ ডিভাইসটির ম্যাক এড্রেস দেখাবে।

mac address, hide mac address, change mac address

এখন আপনি যদি গ্রামীন/বাংলালিংক/সিটিসেল মডেম ব্যবহার করেন তাহলে উপরোক্ত পদ্ধতি কাজ নাও করতে পারে। তাহলে উপায়? বাংলাদেশের প্রায় ইউজারইতো মডেম ব্যবহার করে!

প্রথমে আপনি আপনার মডেমটিতে নেট কানেকশন দিন। এবার Start->Run

Run এর বক্সে লিখুন cmd এন্টার দিন।

কমান্ড উইন্ডো খুলবে। এবার লিখুন ipconfig /all

অনেক ধরনের তথ্য আপনার সামনে আসবে।

সেখানে Ethernet Adapter Local Area Connection লেখাটি খুজে বের করুন।

এবার এখানে Physical Address এর সামনে ১২ ডিজিটের সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে যে সিরিয়ারটি দেখতে পাচ্ছেন সেটিই আপনার ম্যাক এড্রেস।

আজ এ পযর্ন্তই। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে ম্যাক এড্রেস পরিবর্তন বা লুকানো যায়। সে পযর্ন্ত সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

very nice tune-but amar pc+laptop a virus atak korese pls help me-TT r BOSS der help chassi..f sequr r avast namate giye pari nai jodi kew link ba kono anti virus den jeta downt diya updat kora lagbena=pls fast

    Level New

    আমি নিজে AVG ব্যবহার করি।
    আপনি মার্কেট থেকে ৩৫ টাকা দিযে একটি এন্টিভাইরাসের সিডি কিনে সেটাপ দিয়ে নিন।
    তারপর আপডেট করে নিন।
    ভাই এন্টিভাইরাস তো আপডেট করতেই হবে।
    ধন্যবাদ।

জটিল টিউন ।অব্যশই টিউন চালিয়ে যাবেন ।আমরা আছি আপনার সাথে আর টিউন এর জন্য অশেষ ধন্যবাদ ।

    Level New

    ধন্যবাদ শ্রেয়াস ভাই।

ভাই জটিল টিউন করছেন…;)

Level 0

আপনার ম্যাক ঠিকানা লাগবে?অন্যেরটা সহ পাবেন।এটা নিয়ে টিউন করব।কাল দেখতে পারবেন।এবং কিভাবে ম্যাক হ্যাক করে অন্যের আইপি ব্যবহার করবেন তাও শিখিয়ে দিব
ধন্যবাদ।

Sundor Tune. Chaliya jan amra asi…………………

অনেক সুন্দর হচ্ছে। নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি। জ্ঞানের নতুন দরজা খুলে যাচ্ছে। পাশাপাশি আবার অন্য কারো দ্বারা নিজের ও সাইটের ক্ষতি হওয়ার ও ভয় কাজ করছে। কারণ আপনার মনে হয় নীতি তৈরী করছেন যে সবাইকে হ্যাকার বানিয়েই ছাড়বেন। হা হা । আচ্চা একটা প্রশ্ন আমার একটা .ucoz site আছে আমি সেখানে free hosting ব্যাবহার করতে চাইলে পারব কিনা আর free hosting এর জন্য কোন সাইট টি সবচেয়ে ভাল হবে?? ( যে কেউ জানলে একটু জানাবেন)

আর একটা কথা আপনার এই চেইন টিউন নিয়ে কিছু গ্যান্জাম হয়েছে জানি তাই কি আপনি সব কমেন্ট মডারেশনে রাখবেন??? এত কষ্ট করে আপনারা পোষ্ট দেন আমাদের তো একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ দিবেন…………

    ফ্রী hosting এর জন্য byethost ব্যাবহার করতে পারেন

    Level New

    সবাইকে ইথিক্যাল হ্যাকার বানিয়ে ছাড়ব…………….lolz
    আর মারুফ ভাইয়ের সাথে একমত।
    ধন্যবাদ।

Level New

খুব সুন্দর হইসে, আমার ফোরাম আপনাকে আমন্ত্রন http://www.torrentsbd.com

    Level New

    ধন্যবাদ শুভ ভাই।

super carry on

    Level New

    ধন্যবাদ।
    ভালো থাকবেন।

আরও জানতে চাই……চালিয়ে যান………..

    Level New

    আমিও জানাতে চাই।
    ভালো থাকবেন।

onek valo laglo.

    Level New

    ধন্যবাদ মুজাহিদ ভাই।

সুন্দর!

    Level New

    ধন্যবাদ সায়েম ভাই।

আচ্ছা মেহেদি ভাই ব্রডব্যান্ড ইউজ দের ই তো শুধু ম্যাক এড্রেস হয় তাই না ?
নাকি আমরা যারা gp,bkink,citycel,waimax ব্যবহার করি তাদের ও ম্যাক এড্রেস থাকে…!!!
আমি ব্যাপার টা ক্লিয়ার না একটু জানাবেন প্লিজ…
ধন্যবাদ আপনার অসাধারন টিউনটার জন্য।
ভালো থাকবেন।

Level 0

বাংলালায়নের mac change করার কোন system জানা আছে আপনার ।যদি হয় তাহলে আমরা ২ জন মিলে এক কানেকশন ব্যাহার করতে পারতাম