Join Bangladesh Cyber Army in FaceBook
এইতো কয়েক মাস আগের কথা। বাংলাদেশের মতন দেশেও যে হ্যাকার আছে তা অনেকটা কল্পনা করার মতন। আমাদের এই বাংলাদেশ যখন পার্শবর্ত দেশের হ্যাকার দ্বারা চরম ভাবে ক্ষতিগ্রস্থ ঠিক সেই সময়ে যে সম্ভাবনার দুয়ার উম্মচন করে জম্ন নেয় “বাংলাদেশ সাইবার আর্মি”। শুধু নামে নয় কাজেও যথেষ্ট পরিচয় পাওয়া যায় এই সাইবার যোদ্ধাদের। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই সংজ্ঞবন্ধ হ্যাকার দলের শিকাড়ে পড়েছে বিশ্বের ২০০ এর বেশি ওয়েবসাইট। এর সাথে বাদ পড়েনি চাইনিজ এর সরকারী সাইট সহ বিভিন্ন দেশের সরকারী সাইট। কেবল মাত্র হ্যাকিং নয় তাদের যথেষ্ট পরিচয় পাওয়া যায় ক্রাকিং এ । V.Deface প্রযুক্তির উচ্চ মানের FUD ভাইরাস ছড়িয়ে তারা কাঁপিয়ে দিতে পাবে যেকোন দেশের সাইবার নিরাপত্তা। এখন বলার সময় এসেছে বাংলাদেশ কোন অংশেই কম নয়...
এক নজরে “বাংলাদেশ সাইবার আর্মি” এর উল্লেখযোগ্য কিছু হ্যাকারঃ
বাংলাদেশ সাইবার আর্মি এর অন্যতম একজন হ্যাকার Nill বাংলাদেশ সাইবার আর্মি এর ফেসবুক গ্রুপে তাকে তেমন একটা দেখা না গেলেও বাংলাদেশ সাইবার আর্মি এর ওয়েব সাইট তৈরিতে অসাধারন ভূমিকা পালন করেছেন এই হ্যাকার। তার নিরালস পরিশ্রমে আমরা হয়তো এই BCA পাচ্ছি। সারভার হ্যাকিং সহ নেটওয়ার্ক হ্যাকিং এ মতন কাজেও চরম দক্ষ্য এই Nill
এক কথায় বলা যায় চেইন হ্যাকার। চাইনিজ এর সরকারী সাইট থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকারী সাইটের ডাটাবেজে তার অবস্থান রয়েছে। SQL হ্যাকিং থেকে ডিএনএন, সারভার হ্যাকিং, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই সহ নেটওয়ার্ক হ্যাকিং এ চরম দক্ষ্য একজন হ্যাকার। বাংলাদেশ সাইবার আর্মি এর ওয়েব সাইট তৈরিতেও তার ভূমিকা অনেক বেশি।
View Deface: Hacked by Bedu33n
বাংলাদেশ সাইবার আর্মি এর অন্যতম পরিচিত একটি মুখ এই X3n0n সাহেব। SQL এ চরম দক্ষ্যতা ছড়াও ডিএনএন, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই এ তার অবস্থান অন্যতম। শুধু তাই নয় তার হ্যাকিং ইতিহাসে বাদ পড়েনি বিভিন্ন দেশের সরকারী সাইট। বাংলাদেশ সাইবার আর্মি এর নামে প্রথম ডিফেস তারই করা।
বিশ্বের বিভিন্ন দেশে ওয়েব সাইট ডিফেজ এ তার অবস্থান অন্যতম। SQL ছড়াও ডিএনএন, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই এ তার অবস্থান রয়েছে। এছাড়া ক্রাকিং জগৎতেও তার নাম রয়েছে। তার হাত থেকে বাদ পড়েনি USB Disk Security সহ IDM এর মতন সফটওয়্যার। V.Deface প্রযুক্তির FUD ভাইরাস তৈরিতেও দক্ষ্য এই হ্যাকার।
View Deface: Hacked by Thund3r H4ck3r
অসাধারন বুদ্ধিমান একজন হ্যাকার এই RuDr0। SQL ছড়াও ডিএনএন, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই এ তার অবস্থান রয়েছে। বাংলাদেশ সাইবার আর্মি এর সবসময় পাশে থাকেন এই RuDr0 ।বাংলাদেশ সাইবার আর্মি এর অন্যতম একজন শুভাকাঙ্খী এই হ্যাকার।
অসলেই কাল্পনিক এই হ্যাকার। SQL ছড়াও ডিএনএন সহ সারভার রুটিং এ তার অবস্থান রয়েছে। বাংলাদেশ সাইবার আর্মি এর সবসময় পাশে আছেন এই K4lp0n!c B41ck ।প্রথম পোষ্টই তার ২০টি সাইটের ডিফেস দেখতে পাওয়া যায়।
View Deface: Hacked by K4lp0n!c B41ck
বাংলাদেশের সাইবার নিরাপত্তায় নিঃস্বার্থ ভাবে লড়াই করে যাচ্ছে এই “বাংলাদেশের সাইবার আর্মি” যাদের অপার মেধা বাংলাদেশকে সাইবার জগৎতে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। ইতিমধ্যে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন সাইবার অপরাধে বাংলাদেশের অন্যতম ফোর্স “র্যাব” কে সাহায্য করে যাচ্ছে এই “বাংলাদেশের সাইবার আর্মি”।
পরিশেষে বাংলাদেশের মানুষ এবং সরকার নিকট এটুকই চাওয়া, অন্যান্য দেশের মতন “বাংলাদেশের সাইবার আর্মি” এর প্রতিষ্ঠাও সবাই এগিয়ে আসবে...
“বাংলাদেশের সাইবার আর্মি” এর পক্ষ্য থেকে “মাইক্রহ্যাকার-আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ফেসবুকের গ্রুপ ইন্টারলিঙ্কড করে দেও 🙂
http://www.facebook.com/home.php?sk=group_161699220539494&ap=1
ভালো হয়েছে আলমাস 🙂