বাংলাদেশী হ্যাকারদের তান্ডবে বিশ্বের ২০০ এর অধিক ওয়েবসাইট…

Join Bangladesh Cyber Army in FaceBook

এইতো কয়েক মাস আগের কথা। বাংলাদেশের মতন দেশেও যে হ্যাকার আছে তা অনেকটা কল্পনা করার মতন। আমাদের এই বাংলাদেশ যখন পার্শবর্ত দেশের হ্যাকার দ্বারা চরম ভাবে ক্ষতিগ্রস্থ ঠিক সেই সময়ে যে সম্ভাবনার দুয়ার উম্মচন করে জম্ন নেয় “বাংলাদেশ সাইবার আর্মি”। শুধু নামে নয় কাজেও যথেষ্ট পরিচয় পাওয়া যায় এই সাইবার যোদ্ধাদের। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই সংজ্ঞবন্ধ হ্যাকার দলের শিকাড়ে পড়েছে বিশ্বের ২০০ এর বেশি ওয়েবসাইট। এর সাথে বাদ পড়েনি চাইনিজ এর সরকারী সাইট সহ বিভিন্ন দেশের সরকারী সাইট। কেবল মাত্র হ্যাকিং নয় তাদের যথেষ্ট পরিচয় পাওয়া যায় ক্রাকিং এ । V.Deface প্রযুক্তির উচ্চ মানের FUD ভাইরাস ছড়িয়ে তারা কাঁপিয়ে দিতে পাবে যেকোন দেশের সাইবার নিরাপত্তা। এখন বলার সময় এসেছে বাংলাদেশ কোন অংশেই কম নয়...

এক নজরে “বাংলাদেশ সাইবার আর্মি” এর উল্লেখযোগ্য কিছু হ্যাকারঃ

Nill:

বাংলাদেশ সাইবার আর্মি এর অন্যতম একজন হ্যাকার Nill বাংলাদেশ সাইবার আর্মি এর ফেসবুক গ্রুপে তাকে তেমন একটা দেখা না গেলেও বাংলাদেশ সাইবার আর্মি এর ওয়েব সাইট তৈরিতে অসাধারন ভূমিকা পালন করেছেন এই হ্যাকার। তার নিরালস পরিশ্রমে আমরা হয়তো এই BCA পাচ্ছি। সারভার হ্যাকিং সহ নেটওয়ার্ক হ্যাকিং এ মতন কাজেও চরম দক্ষ্য এই Nill

View Deface: Hacked by Nill

Bedu33n:

এক কথায় বলা যায় চেইন হ্যাকার। চাইনিজ এর সরকারী সাইট থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকারী সাইটের ডাটাবেজে তার অবস্থান রয়েছে। SQL হ্যাকিং থেকে ডিএনএন, সারভার হ্যাকিং, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই সহ নেটওয়ার্ক হ্যাকিং এ চরম দক্ষ্য একজন হ্যাকার। বাংলাদেশ সাইবার আর্মি এর ওয়েব সাইট তৈরিতেও তার ভূমিকা অনেক বেশি।

View Deface: Hacked by Bedu33n

X3n0n :

বাংলাদেশ সাইবার আর্মি এর অন্যতম পরিচিত একটি মুখ এই X3n0n সাহেব। SQL এ চরম দক্ষ্যতা ছড়াও ডিএনএন, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই এ তার অবস্থান অন্যতম। শুধু তাই নয় তার হ্যাকিং ইতিহাসে বাদ পড়েনি বিভিন্ন দেশের সরকারী সাইট। বাংলাদেশ সাইবার আর্মি এর নামে প্রথম ডিফেস তারই করা।

View Deface: Hacked by X3n0n

Thund3r H4ck3r:

বিশ্বের বিভিন্ন দেশে ওয়েব সাইট ডিফেজ এ তার অবস্থান অন্যতম। SQL ছড়াও ডিএনএন, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই এ তার অবস্থান রয়েছে। এছাড়া ক্রাকিং জগৎতেও তার নাম রয়েছে। তার হাত থেকে বাদ পড়েনি USB Disk Security সহ IDM এর মতন সফটওয়্যার। V.Deface প্রযুক্তির FUD ভাইরাস তৈরিতেও দক্ষ্য এই হ্যাকার।

View Deface: Hacked by Thund3r H4ck3r

RuDr0 :

অসাধারন বুদ্ধিমান একজন হ্যাকার এই RuDr0। SQL ছড়াও ডিএনএন, সারভার রুটিং সহ আরএফআই, এলএফআই এ তার অবস্থান রয়েছে। বাংলাদেশ সাইবার আর্মি এর সবসময় পাশে থাকেন এই RuDr0 ।বাংলাদেশ সাইবার আর্মি এর অন্যতম একজন শুভাকাঙ্খী এই হ্যাকার।

View Deface: Hacked byRuDr0

K4lp0n!c B41ck:

অসলেই কাল্পনিক এই হ্যাকার। SQL ছড়াও ডিএনএন সহ সারভার রুটিং এ তার অবস্থান রয়েছে। বাংলাদেশ সাইবার আর্মি এর সবসময় পাশে আছেন এই K4lp0n!c B41ck ।প্রথম পোষ্টই তার ২০টি সাইটের ডিফেস দেখতে পাওয়া যায়।

View Deface: Hacked by K4lp0n!c B41ck

বাংলাদেশের সাইবার নিরাপত্তায় নিঃস্বার্থ ভাবে লড়াই করে যাচ্ছে এই “বাংলাদেশের সাইবার আর্মি” যাদের অপার মেধা বাংলাদেশকে সাইবার জগৎতে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। ইতিমধ্যে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন সাইবার অপরাধে বাংলাদেশের অন্যতম ফোর্স “র্যাব” কে সাহায্য করে যাচ্ছে এই “বাংলাদেশের সাইবার আর্মি”।

পরিশেষে বাংলাদেশের মানুষ এবং সরকার নিকট এটুকই চাওয়া, অন্যান্য দেশের মতন “বাংলাদেশের সাইবার আর্মি” এর প্রতিষ্ঠাও সবাই এগিয়ে আসবে...

“বাংলাদেশের সাইবার আর্মি” এর পক্ষ্য থেকে “মাইক্রহ্যাকার-আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফেসবুকের গ্রুপ ইন্টারলিঙ্কড করে দেও 🙂
http://www.facebook.com/home.php?sk=group_161699220539494&ap=1

ভালো হয়েছে আলমাস 🙂

বাংলাদেশী সাইবার আর্মির সাইট কোনটা?দেখতে একটু মন চাইতেছে…এখানে দিতে সমস্যা থাকলে মেইল করে দিন একটা… 🙄

sottie dheke onek balo laglo bhai….keep it up

সাবাস বাংলাদেশ , সাবাস টেক টিউনস , সাবাস আলমাস , সাবাস বাংলাদেশ সাইবার আর্মি

আর কি বলব …………… ?

Level 0

YEAH!!! দৌড়া ‘BCA’ আইল!…

Level 0

Bideshi website hack na kore deshi website gulo kivabe safe rakha jai sheta niye kaj korata ki thik na?? Ethical hacker der responsibility to sherokom e houya uchit naki??

আলমাস ভাই ইদানিং হারাইয়া যান কেন ? আপনাকে তো খুইজাই পাওয়া যায় না । ভাই কি দলের সদস্য নাকি ? আমারও হইতে ইচ্ছা করে কিন্তু হ্যাকিং করতে অনেক ধয থাকতে হয়ে যেটার অভাব বোধ করি ।

ভাই ক্যামনে এইসব করতে পারমু শেখান না প্লিজ।

Level 0

আমরাত্ত পারি তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি।

ভাই নমুনা দেখে বুঝলাম আপনারা ভালো হ্যাকার।

আরে বাপরে! জট্টিল। অনেক ভালো হয়েছে। বাংলাদেশ সাইবার আর্মির জন্য শুভকামনা। তোমার জন্যও 😀

টাইফয়েড জ্বর সেরেছে দেখা যাচ্ছে… সবসময় তোমার সুস্থতা কামনা করি… বিসিএ এগিয়ে যাক দুর্দান্ত গতিতে, তবে সাথে যাতে আমরাও যেতে পারি… 😉

আমরাও পারি 🙂
লিটল জিনিয়াস কেমন আছ ?

অনেক ভালো হইছে । হ্যাকারদের সংস্পর্শে আসতে ইচ্ছা করে এবং হ্যাকিং শিখতে ইচ্ছা করে …. কেউ হেল্প করলে ভালো হইত :p

পুরাই হীট।
বাট তোমার Deface কই?? 😛

হ্যাক দেখতে দেখতে আমার মাথায় হ্যাক হয়ে গেল। আরেক বেটারে হ্যাক করুমু কেমনে ? হায় সর্বনাশরে………..

আলমাস ভাই আমার ফেসবুক একাউন্টে বাম দিকের পেজে বাংলাদেশ সাইবার আর্মির পেইজটি দেখাচ্ছে না। করতে হবে আমাকে একটু জানান প্লিজ।
আমার ই-মেইল = [email protected]

অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত সুন্দর একটি টিউন করার জন্য…………

Level 0

@almas vai .hacking sikhte ki ki language jante hobe.plz vai share korun.

Level New

চরম হয়েছে। মজা পাইলাম

ভাল টিউন, অনেক দিন পর আলমাস ভাইয়া। হারায় গেলে চলবে কি করে? রেগুলার হও ভাইয়া।

ধন্যবাদ

ভাল লাগল 🙂

ভাল

আ িম শুধু wireless password hacking কর েত চাই।িকভােব জানােবন িপ্লজ।

হুম ! দারুন

হেকার হইতে মনচায় 🙂

H H H

ওম…….ম……… এক্কেবারে জোস……. হইছে। ধন্যবাদ…. তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ….. নিয়মিত আমাদের মাঝে তোমাকে চাই.. তোমাকেউ খুজছে বাংলাদেশ

Kaice.bca aytace palao.
Tifoid teke outla kobe.sorir ekon kemon.ame group a join korte parcena doya koera amake ghare doera dokao.r tomake neometo deka jaina ken.ekon teke tomar neometo tune chai

Level 0

http://www.google .com re keu ki hack korte parenay vai?

এগিয়ে যাও BCA.
ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য।

Level 0

খালি তো চায়নার কথা বললা,আর কোন কোন দেশের কোন কোন সাইট হ্যাক করছে তার আরো কিছু উদাহরন দিলে ভালো হত।

বাংলা মায়ের দামাল ছেলে এগিয়ে চলো
লাল সবুজের এই পতাকা উরধে তোল।………..

কে কয় আমরা পারিনা, আজ সবাই দেখবে যে আমরাও কারো চেয়ে কোন অংশে কম না !

অভিনন্দন BCA !

Nothing to say instead WOW!!!!!

Level 0

ভদ্র ছেলেরা ! আপনারা মানুষের কষ্ট করে বানানো সাইটের বেন্ড বাজান কেন?

Level 0

help help help……i want 2 b a hacker…… give me some tricky instructions….@@@@Almas bro…..

Level 0

ai rokom aro kiso mojao mojar tune korle opokrito hobo…anyway thnx…@Almas bro…

ভাই আমরা কেমনে এই হ্যাক শিখুম? আমগো একটু শিখান, বা আপনাদের টেনিং চার্জ কত?

কিন্তু কথা হইল গিয়া, ইসলামের বিরুদ্ধে যত ব্লগ বা সাইট আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, আলমাস ভাই।

আমরা সকলেই চাই আমাদের এই সোনার বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে নিজিস্ব স্বকীয়তায় নিজেদের সুনাম অক্ষুন্ন রাখবে ইনশাআল্লাহ

ট্যাকা লাগবো…………1000000000000000000000000000000000000000000000000000000000000/-