হ্যাকিং লার্নিং :: আইপি লুকানো (বিস্তারিত) [অধ্যায়-৮]

হ্যাকিং লার্নিং

hide ip proxy server

আইপি এড্রেস পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন এর মাধ্যমে আমরা অনেক সুবিধা ভোগ করতে পারব। আমরা অনেকে রেপিডশেয়ার থেকে ফাইল ডাউনলোড করি। একটি নির্দিষ্ট সময় পরপর এইসব ফাইল হোস্টিং সাইট ডাউনলোডের সুযোগ দিয়ে থাকে। আইপি হাইডের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। এই আইপি পরিবর্তনের ফলে আমরা ফায়ারওয়াল বাইপাস করতে পারব। অনেক সাইট রয়েছে যেগুলো থেকে একটি আইপি দিয়ে একটি একাউন্ট খোলা যায়। আপনি আইপি পরিবর্তন বা হাইড করে সেখান থেকে অনেকগুলো একাউন্ট করতে পারেন।হ্যাকিং করার সময় নিজেকে ধরা খাওয়ার হাত থেকে বাঁচানো যায়। এটা করার দ্বারা অন্যকে খুব ভালোভাবে বোকা বানানো যায়। প্রক্সি শিখা খুব গুরুত্বপূর্ণ। কারন হ্যাকিং করার সময় এটা আপনাকে নিশ্চিন্ত রাখে। তাহলে শুরু করা যাক।

মনে করুন আপনি কোন মেয়েকে প্রপোজ করবেন। কিন্তু আপনি তার প্রতিক্রিয়ার ব্যাপারে সন্ধ্বিহান। তাহলে আপনি কি করবেন? আপনার কোন বন্ধুকে বলবেন তাকে বলার জন্য যে আপনি মেয়েটিকে ভালোবাসেন, তাই না? আর এটাই প্রক্সি। হিহি, আসলে এটা প্রক্সি না এটা হচ্ছে প্রক্সির ব্যাপারে একটা উদাহরন।

যখন আপনি কোন তথ্য কোন ওয়েবসার্ভারকে পাঠাবেন তখন ঐ সার্ভার সবর্প্রথম আপনার আইপি দেখবে। তখন সে সহযেই আপনাকে ট্রেস করতে পারবে। আর যদি আপনি প্রক্সি সেট করেন তখন যদি আপনি কোন তথ্য ঐ একই সার্ভারকে পাঠাতে চান তাহলে সে আর আপনাকে ট্রেস করতে পারবে না কারন তখন সে আপনার আইপি খুজতে গিয়ে পাবে প্রক্সি সার্ভারের আইপি। নিচে প্রক্সির কাযর্কলাপ লক্ষ্য করুন।

প্রক্সি করার আগে :

আপনি—>ইয়াহুতে তথ্য পাঠাচ্ছেন—–>ইয়াহু আবার আপনাকে প্রতিউত্তর দিচ্ছে

প্রক্সি করার পর :

আপনি—>প্রক্সি সার্ভার—->ইয়াহু সার্ভার—->প্রক্সি সার্ভার—–>প্রতিউত্তর

আশা করি প্রক্সি সম্পর্কে একটা সাম্মক জ্ঞান আপনাদের লাভ হয়েছে। প্রক্সি করার পর লক্ষ্য করবেন আপনার ইন্টারনেটের গতি একেবারে কমে গেছে। এখন একটি গল্প বলছি।

proxy server with mahediblog

কিছু মাস আগে আমেরিকার একটি ১৬ বৎসর বয়সের বালক নাসার ওয়েবসাইটে ডস এ্যাটাক চালাল। ওই মূহুর্তে নাসা তাদের একটি রোবট মঙ্গল গ্রহে পাঠায়। যখন বালকটি ডস এ্যাটাক চালায় ঠিক তখনই রোবটটি মঙ্গলে অবতরন করেছিল। এ্যাটাকের পর রোবটটি থেমে গিয়েছিল। এর পর নাসার সব বিজ্ঞানীরা একে অপরের মুখের দিকে নিবোর্দের মত তাকাতে লাগল। হায় আল্লাহ কি হচ্ছে এসব? এখন তারা খুজতে লাগল কে এই কাজ করেছে। ঠিক ১৪দিনের মাথায় তারা বালকটি সম্পর্কে জানতে পারল এবং তাকে পাকরাও করল।

এখন প্রশ্ন আসতে পারে কেন আমি গল্পটি এখানে লিখলাম, তাই না?

আসলে বালকটি তার আইপি পরিবর্তন করেছে ৪ বার। সে প্রথমে প্রক্সি ব্যবহার করে। তারপর তার আগের প্রক্সির জায়গায় নতুন প্রক্সি বসায়। এভাবে ৪ বার সে তার আইপি বদলায়। কিন্তু সে তার ম্যাক এড্রেস পরিবর্তন করে নি। আমি আপনাদের সবই বলছি, যদি আপনি প্রক্সি ব্যবহার করেন তখন ওয়েবমাস্টার আপনাকে ট্রেস করতে পারবে না কারন যখন সে আপনার আইপি খুঁজবে তখন পাবে প্রক্সি। যদি আপনি ১০ বার প্রক্সি পরিবর্তন করেন তাহলে ১০০% নিশ্চিত থাকতে পারেন যে আপনি ১ মাসের জন্য নিরাপদ। এফবিআই প্রথমে ১০প্রক্সি ট্রেস করার চেষ্টা করবে, তারপর ৯নং এভাবে চলতে থাকবে শেষ না হওয়া পযর্ন্ত। এভাবে ১ মাস চলে যাবে। তারা সরাসরি আপনার পিসি থেকে ট্রেস করতে পারবে না। তাদের শশরীরে যেতে হবে এক একটি প্রক্সি ট্রেস করার জন্য। সুতরাং সময় লাগবে। আমার মনে হয় আপনারা প্রক্সির গুরুত্ব বুঝতে পেরেছেন।

প্রথমে গুগলে সার্চ দিন ‘list of proxy address’ বা ‘free proxy server’ লিখে।

অনেক ফলাফল আসবে আপনার সামনে। ওইখান থেকে প্রথমে যেকোন একটি ফলাফল বেছে নিন। তারপর ওই ওয়েবসাইটে দেখবেন অনেক আইপি এড্রেস রয়েছে সাথে পোর্ট নাম্বার।আপনি যা দেখছেন প্রত্যেকটি হচ্ছে এক একটি প্রক্সি সার্ভার এর আইপি। এখন আপনি যেকোন একটি আইপি এবং পোর্ট কপি করেন। এবার আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট এক্সপ্লোরার খুলুন এবং নিচের পন্হা অনুসরন করুন।

tools>internet option>connection>lan setting

ল্যান সেটিংয়ে যান। সেখানে আপনি নীল রংয়ের দুটি লাইন দেখতে পাবেন। একটা হচ্ছে Automatic Configuration এবং অন্যটা হচ্ছে Proxy Server

এখন Proxy Server নামের ট্যাবে আপনি দেখতে পাবেন ৪টা ব্লক। তারমধ্যে ২টা টিক চিন্হ দেয়ার জন্য আর ২টা হচ্ছে ঠিকানা দেয়ার। আপনি ২টাতে টিক দিয়ে দিন। ঠিকানার ঘরে আপনি আপনার কপিকৃত আইপি এড্রেসটি দিয়ে দিন আর পোর্ট এর ঘরে কপিকৃত পোর্টটি। মনে রাখবেন টিক দিতে কিন্তু ভুলবেন না। এবার ওকে করুন।

এবার খুলুন http://www.whatismyip.com

এখন ওখানে আপনি দেখতে পাবেন আপনার আইপি পরিবর্তন হয়েছে।

মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে

tools>options>advanced>network>settings

এখানে সেটিংসে আইপি এবং পোর্ট নাম্বার দিন। ওকে করুন। এরকম অনেক ব্রাউজার রয়েছে। আসলে সবগুলোর সিস্টেম একই। একটু চেষ্টা করলেই আপনি করতে পারবেন।

proxy change hide ip with mahediblog

একি আবারও প্রশ্ন করছেন কেন আপনি প্রক্সি ব্যবহার করবেন?

শুনুন, ইন্টারনেটে হ্যাকিং জাতিয় কাজ করতে গেলে প্রক্সি রাখবে আপনাকে একেবারে নিশ্চিন্ত। কিন্তু প্রক্সির ব্ন্যা বসাবেন কিভাবে? প্রক্সি বন্যা মানে হচ্ছে প্রথমে একটি প্রক্সি নিবেন তারপর আরেকটি বদলাবেন, তারপর আরেকটি এভাবে চলতে থাকবে। এটা করলে আপনি থাকবেন একেবারে নিশ্চিন্ত। আমি্ এখন আপনাদেরকে কয়েকটি সফটওয়্যারের নাম বলব যেগুলো প্রক্সি বন্যার জন্য যথেষ্ট। তবে আপনি ইচ্ছে করলে গুগল মামাকে ব্যবহার করে আরও অনেকগুলো পেতে পারেন।

SocksChain

Happy Browser Tool

Multiproxy

Tor

যখন আপনি কোন হ্যাকিংয়ের কাজ আরম্ভ করবেন তখন উপরের যেকোন একটি সফটওয়্যার ব্যবহার করবেন। তাহলেই আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। উপরের সফটওয়্যারগুলোর মধ্যে মাল্টিপ্রক্সি টুলটি অসাধারন।

এখন অতিরিক্ত কিছু :

“Browzar” নামে একটি সফটওয়্যার আছে এটি ব্যবহার করুন হ্যকিংয়ের সময়। কারন এই টুলটি কোন লগ ছেড়ে আসে না। অত্যন্ত নির্ভরযোগ্য একটি সফটওয়্যার। ঠিক এর মতই আরেকটি টুল হচেছ “Torpark Browser”

এখন মনে করুন আপনি প্রক্সি ব্যবহার করলেন কিন্তু খেয়াল করবেন যে আপনার ইন্টারনেটের গতি কমে গেছে। এখন উপায়? এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন “Ultra Surf” এটা আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে। তেমন কিছুই করতে হয় না। ডাউনলোড করার পর দুটো ক্লিক করুন। একটি তালার চিন্হ দেখতে পাবেন। এবার মনের সুখে ব্রাউজিং করুন। নীচে কিছু প্রক্সি সাইটের লিংক দেয়া হল :

http://www.hidemyass.com/
http://www.anonymizer.com/
http://www.wujie.net/
http://www.ultrareach.net/
http://surfshield.net/

উপরে কিছু প্রক্সি সেবাদানকারী সাইটও রয়েছে যেগুলো আপনাকে ব্লক করা ওয়েবসাইটেও প্রবেশ করতে সহায়তা করবে।

প্রক্সি সার্ভার ৪ ধরনের হয়ে থাকে।

.         ট্রান্সপারেন্ট প্রক্সি — লিস্ট

.         এনোনিমাস — লিস্ট

.         ডিসটোরটিং — লিস্ট

.         হাই এনোনিমিটি (এটাই সবচেযে ভালো) — লিস্ট

প্রক্সি চেক করতে পারেন এখানে

আইপি লুকানোর জন্য কিছু কার্যকরী সফটওয়্যার নিচে দেয়া হল।

Hide IP Next Generation

Hide The IP

Hide-MY-IP

উপরের সফটওয়্যারগুলো সব ডেমো। আপনি আগে ব্যবহার শিখুন। তারপর ফুল ভার্সন ব্যবহার করুন। এছাড়াও ইন্টারনেট সার্চ করলে আরও অনেক সফটওয়্যার পেতে পারেন। আর টরেন্ট সার্চ করলে ফুল ভার্সন পেয়ে যাবেন।

আজ এ পযর্ন্তই। সবাই ভালো থাকবেন।

বি : দ্র: আমার বায়ার বাংলাদেশে এসেছে। তাই কয়েকদিন টিউন করা বন্ধ থাকবে।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

shalar buyer ashar ar time pailo na…..grrrrr……jotil tune mahedi bhai……….egiye cholen…..porer tune er opekhay roilam..

valo thaken….bebsha shofol hok 🙂

    Level New

    পরের টিউনের অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ ভাই।
    বায়াররা বছরের যেকোন সময় আসতে পারে।
    ভালো থাকবেন।

Level 0

ভাই pc mac address কিভাবে চেঞ্জ করব ?

    Level New

    এই ব্যাপারে পরে একটি টিউন পাবেন আশা করছি।
    ধন্যবাদ।

তবে যত যাই করেন হ্যাক করলে ধরা পরতেই হবে তাই দয়া করে কেউ এই কাজ করবেন না । কি দরকার অল্প কয়েকদিনের পৃথিবীতে একটি মানুষের মনে কষ্ট দেওয়ার । গত বছরের শেষের দিকে একটি আমেরিকান চ্যারিটি সাইট হ্যাক করেছিলাম । এর কিছুদিন পরই আমার নিজের সাইট যখন হ্যাক হয় তখন আমি বুঝতে পারি যে আমি কত বড় ভুল করছি ।
যাই হোক জটির হইছে বস । আপনার সাথে কিছু কথা ছিল । আমার ইয়াহু আইডি s.rony27 পারলে add কইরেন 🙂

    Level New

    আসলেই যোবায়ের ভাই। আপনার সাথে কমেন্ট মিলিয়ে বলতে চাই, দয়া করে কেউ অন্যের ক্ষতি করবেন না। অন্যের ক্ষতির জন্য হ্যাকিংকে ব্যবহার করবেন না। আপনি যতটুকু ভালো বা ক্ষতি করবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন। আমি ইয়াহু ব্যবহার করি না ভাই। আমার প্রোফাইলে আমার স্কাইপি আইডি পাবেন।
    ভালো থাকবেন।

    Level 0

    আইপি চেন্জ করার পর আমার অরিজিনাল আইপি কিভাবে ফিরে পাবস?

Level 0

শুধু হ্যক করার জন্য তো আইপি পরিবর্তন না।ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেক কারনেই আইপি পরিবর্তন করা জরুরি হয়ে পরে।
কিন্তু আমিতো ভাবতাম বিনামুেল্যর কোন সফটওয়্যার দিয়ে আইপি পরিবর্তন করা যায়না।
এই টিউন টা পেয়ে খুবি উপকার হইল।মাসিক ১১ ডলার দিয়ে ভিপিএন ইউস করছি আইপি চ্যাঞ্জ করার জন্য।

    Level New

    আপনার কমেন্ট পড়ে মজা পেলাম মাসুদ ভাই।
    আপনি আইপি হাইড করার সফটওয়্যার ফুল ভার্সন বিনামূ্ল্যে পেতে পারেন।
    টেকটিউন্সের হ্যাকিং বা ডাউনলোড বিভাগে একটু ঘাটলেই পেয়ে যাবেন ওগুলো।
    তাহলে প্রতি মাসে আপনার ১১ ডলার বাঁচবে। ওহ্ ধারনাই করা যায় না।
    কোন এক সময় দেখা হলে কিন্তু দইসহ রসমালাই খাওয়াবেন।
    ভালো থাকুন।

Level 0

আসলে ভাইয়া ডলার তো আর আমার নিজের পকেট থেকে দিতে হয়না।বায়ার ইংলান্ডের।বায়ার ই আমার জন্য vpn লাইসেন্স কিনে দেয়।
বুজেন ই তো।আমাদের কাছে ১১ ডলার মানি ১১*৭৩।আর ওনাদের কাছেতো ১১ ডলার পান্তা ভাত।
আচ্ছা ইংলান্ডের মানুষ কি পান্তা ভাত কখনো চোখে দেখেছে?

মেহেদী ভাই আবারো ফাটিয়ে ফেলেছেন। পরের টিউনের অপেক্ষায় থাকলাম।

আমি কি আমার আইপি কোন নির্দিষ্ট আইপি বানাতে পারব?

চরম টিউন, অনেক কিছু ক্লিয়ার হল
সব টিউন ভালভাবে আবার পড়ব

    Level New

    দু:খিত শাহেদ ভাই, আপনার প্রশ্নটি আমি বুঝতে পারছি না।
    আপনার আইপিতো নির্দিষ্টই আছে।
    আপনি এটা পরিবর্তন করতে চাইলে প্রক্সি ব্যবহার করতে পারেন। তার পূর্বে অবশ্যই আপনার বর্তমান আইপি এবং পোর্ট নাম্বার নোট করে রাখবেন।
    ধন্যবাদ কমেন্টের জন্য।

    মনে করেন আমার আইপি ১১১১ , আপনার আইপি ২২২২২, আমি আমার আইপি কি আপনার মত ২২২২২ বানাতে পারব?
    আশা করি বোঝাতে পেরেছি

Level New

দারুন লেখা। আমি আপনাকে আগে একটা প্রশ্ন করেছিলাম যে আমরা যে IP change করি কিন্তু সেগুলো কে PROXY বা VPN হিসেবে detect করে। আমরা কি আমেরিকার ISP দের আইপি গুলা ব্যবহার করতে পারিনা যেগুলো কেউ বুঝতে পারবেনা এবং সবাই সত্তিই ভাববে যে USA IP. বিভিন্ন সাইটে কাজ জমা দেয়ার জন্য দরকার হয়।

    Level New

    খুব সুন্দর প্রশ্ন রোবায়েত ভাই।
    আমি নিজে Real Hide IP ব্যবহার করছি।
    আমারটা তো সরাসরি USA IP হিসেবে ডিটেক্ট করছে।
    আপনি ওটা ব্যবহার করে দেখতে পারেন।
    এই ব্যাপারে টিটিতে একটা টিউন আছে দেখে নিতে পারেন।
    ধন্যবাদ।

Byer ke bro??? Jotil tune!!!!!!!

    Level New

    বায়ার হচ্ছে সেলার এর বিপরীত শব্দ….lolz
    আ্পনাকে ধন্যবাদ।

Level 0

এই জিনিস টাই খুজছিলাম। কিনতু ্যে কনফিগারেসন দিয়েছেন তাতে কাজ হচছে না। সাহায করুন।

Level 0

এই জিনিস টাই খুজছিলাম। কিনতু internet explorer যে কনফিগারেসন দিয়েছেন তাতে কাজ হচছে না। সাহায করুন।

    Level New

    ভাই আপনার অপারেটিং সিস্টেমের কারনে এমনটি হতে পারে। আবার সফটওয়্যারের ভার্সন জনিত কারনেও এমনটি হতে পারে। আপনি একটা কাজ করুন আইপি হাইডের সফটওয়্যার ব্যবহার করুন। তাতে অনেক ঝামেলা কমবে।
    ধন্যবাদ।

চমৎকার হইছে মেহেদি ভাই আজ ও নতুন কয়েকটা বিষয় শিখলাম।
অনেক কিছু ক্লিয়ার হল। আপনাকে ধন্যবাদ ভাই।

Mangp-People
কাছে আমার নিবেদন কেউ দয়া করে হ্যাকিং করে অন্যের ক্ষতি করবেন না।
হ্যাকিং অন্যের ক্ষতির জন্য নয়।

    Level New

    .::: সবার কাছে আমার নিবেদন কেউ দয়া করে হ্যাকিং করে অন্যের ক্ষতি করবেন না। হ্যাকিং অন্যের ক্ষতির জন্য নয়। :::.

    একেবারে আমার মনের কথা।
    ধন্যবাদ তাহের ভাই।

Level 0

আপনার লেখা অনেক স্পষ্ট., পরিষ্কার
তাই ভালোভাবে জানতে ও শিখতে পারতেসি. প্লিস আরো আরো লিখুন.

    Level New

    আরো লিখার চেষ্টা করছি ভাই।
    বাকিটা আল্লাহর হাতে।
    পাশে থাকবেন।
    ধন্যবাদ।

ওহ! এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। এখন ডাউনলোডের পালা।

একের পর এক দুর্লভ টিউন উপহার দেওয়ার জন্য M4H3D1 H454N ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

(আমি ভালো আছি, আপনি ভালো আছেনতো?)

    Level New

    আপনাদের দোয়ায় ভালো আছি সায়েম ভাই।
    আপনার কি অবস্থা?

Fatafati…………………..

    Level New

    আপনার কমেন্টটিও ফাটাফাটি।
    ধন্যবাদ।

Level 0

বহুত চেষ্টা করলাম। তাও হল না। সমস্যাটা বুঝতে পারছিনা। কি করব?
OS-xp sp2, browser-chrome.
net-banglalion
"unable to connect proxy server" লেখা দেখায়।
আর কোন configuration লাগলে বলেন।

    Level New

    ফায়ারফক্স ব্যবহার করে দেখতে পারেন।
    একান্তই না পারলে আইপি হাইডের সফটওয়্যার ব্যবহার করুন।
    ধন্যবাদ।

Level 0

আচ্ছা শুধু Hotspot Shield software টা ব্যবহার করলে হবে না ?

Level 0

ভাই, যদি Multiproxy ব্যাবহার করি, তাহলে কি আর প্রক্সিএর ওয়েবসাইটে গিয়ে ম্যানুয়ালয়ি আইপি নিয়ে নিজের কম্পিউটারে আইপি সেট করতে হবে? নাকি Multiproxy নিজেই সেটি করবে? আমি হ্যাকিং শিখছি মাত্র। তাই, এখনও অনেক কিছু জানিনা। Multiproxy-এর ব্যবহারটাও ঠিক বুঝতে পারছি না। ওটা শুধু রান করলেই হবে? নাকি রান করার পর ম্যানুয়ালয়ি কিছু করতে হবে? আর আইপি পরিবর্তন করার পর কি ম্যাক অ্যাড্রেসও পরিবর্তন করা লাগবে?

Level New

ডলার ভাই, আমি মাল্টিপ্রক্সি ব্যবহার করিনি কখনো। তাই ঠিক বলতে পারছি না। আপনি ইউটিউব বা গুগলে এর টিউটোরিয়াল পেতে পারেন। ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করলে আপনার গোপনীয়তা অনেক বেড়ে যায়।

bhai… ami UAE thaki, amader akhan thake ki kono software dia amr pc er id hide kora possible? plz janaben. thanks.

Level 0

thanxxx mehadi vai…:) tune ta vallagse….but 15 no. tune tar jonno passwrd drkr…passwrd plz den…[email protected]