হ্যাকিং লার্নিং :: সফটওয়্যার এবং আরো কিছু [অধ্যায়-৭]

হ্যাকিং লার্নিং

hack crack software

টাইটেলে ক্রাকিং শব্দটি দেয়া যাচ্ছে না। জানি না সমস্যাটা কোথায়। তাই আরো কিছু লাগিয়ে দিলাম।

সফটওয়্যার হচ্ছে একধরনের প্রোগ্রাম যা বিভিন্ন কম্পিউটারের ভাষা দ্বারা লেখা হয়ে থাকে। সফটওয়্যারের কাজ হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারকে কোন কাজের নির্দেশ দেয়া। আগে যখন কম্পিউটারের তেমন প্রসার ছিল না, হার্ডওয়্যারগুলোও ছিল দূবর্ল তখন তেমন ভালো মানের সফটওয়্যারও ছিলো না। কিন্তু বর্তমানে টেকনোলোজির এই বৈপ্লবিক যুগে প্রতিদিনই শত শত সফটওয়্যার বের হচ্ছে।

ঐসকল সফটওয়্যারের মধ্যে কিছু কিছু রয়েছে ফ্রিওয়্যার আর কিছু কিছু রয়েছে শেয়ারওয়্যার। ফ্রিওয়্যার হচ্ছে বিনামূল্যে পাওয়া যায় এমন সফটওয়্যার। আপনি download.com বা brothersoft.com থেকে বিভিন্ন ফ্রিওয়্যার সফটওয়্যার বিনামূল্যে পেতে পারেন। তবে বর্তমানে বেশিরভাগ সফটওয়্যার আপনাকে টাকা দিয়ে ক্রয় করতে হবে। সেগুলোই শেয়ারওয়্যার। ঐসকল শেয়ারওয়্যারগুলোও আপনি কিছু দিনের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারেন। সেগুলো হচ্ছে ডেমো ভার্সন। অর্থাৎ ঐসকল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ভোক্তাদের ঐ সফটওয়্যারের প্রতি আসক্তি জাগানোর জন্যই কিছুদিনের জন্য ডেমো ভার্সন দিয়ে থাকে। তাছাড়া ডেমো ভার্সনে আপনি ঐ সফটওয়্যারের সবগুলো প্রোগ্রাম পাবেন না। আর টাকা দিয়ে কিনলে আপনি ফুলভার্সন পাবেন। আমরা জানি ইন্জিন চালাতে তেল লাগে। কোন কম্পিউটারের ইন্জিন হচ্ছে হার্ডওয়্যার আর তেল হচ্ছে সফটওয়্যার।

এবার ক্রাকে আসা যাক। ক্রাক/প্যাচিং/সিরিয়াল ইত্যাদি আপনাকে হ্যাকাররা প্রদান করে থাকে। কোন শেয়ারওয়্যার সফটওয়্যারকে টাকা দিয়ে না কিনে ক্রাক/প্যাচ ব্যবহার করে বিনামূল্যে ফুলভার্সন ব্যবহার করা যায়। যদিও এটা একধরনের বাজে কাজ। তাই বড় বড় ওয়েবমাস্টার বা প্রোগ্রামাররা একে কখনই ভালো চোখে দেখেন না।

crack hack software

কিছু কিছু সফটওয়্যার রয়েছে যাদের ক্রাক/প্যাচ আপনি সার্চ করে পাবেন না। ঐ সফটওয়্যারগুলো ইন্স্টলের পর ইন্টারনেট সংযোগ দেয়া লাগে। তারপর সয়ংক্রিয়ভাবে সফটওয়্যারটি তার কোম্পানীর সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে। সার্ভারটি তখন খুজে দেখে যে এটি টাকা দিয়ে কেনা সফটওয়্যার কিনা। তবে এই ব্যাপার খুব কম সফটওয়্যারের ক্ষেত্রেই হয়ে থাকে।

বর্তমানে মানুষ ক্রাক/প্যাচ ইন্টারনেটে আপলোড করে রাখে যাতে অন্যরা তা ব্যবহার করতে পারে। এসকল আপলোড সাইটের মধ্যে স্বনামধন্য হচ্ছে mediafire.com, hotfile.com ইত্যাদি। এছাড়াও টরেন্টেও আপলোড করে রাখা হয়। টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য টরেন্ট ডাউনলোডার প্রয়োজন হয়। ভালো টরেন্ট সাইট হচ্ছে thepiratebay.org, h33t.com ইত্যাদি। আর ভালো টরেন্ট ডাউনলোডার হচ্ছে utorrent, vuze ইত্যাদি।

ক্রাকার হচ্ছেন সেই ব্যাক্তি যিনি ইন্টারনেটে বিভিন্ন টিপস বা ট্রিকস খুজেঁ বেড়ায়। আপনি যদি ইন্টারনেটে ক্রাক/প্যাচ খুজে বেড়ান তাহলে আপনিও একজন ক্রাকার। বর্তমানে মানুষেরা rapidshare.com বা অন্যান্য প্ল্যাটফর্মে তাদের ক্রাক/প্যাচ আপলোড করে রাখে। আপনি যদি তা ডাউনলোড করেন তাহলে দেখতে পাবেন ঐ ক্রাক বা প্যাচের সাথে ক্রাক দাতার ওয়েবসাইটের ঠিকানা বা ইমেইলও দেয়া আছে। আপনি যদি গুগলে কোন ক্রাক বা প্যাচ খুঁজতে চান তাহলে নিচের কোডটি ব্যবহার করুন।

inurl:forum intext:rapidshare বা অন্যান্য ওয়েবসাইটের নাম intext:সফটওয়্যারের নাম

টরেন্ট খোঁজার ক্ষেত্রে নিচে লক্ষ্য করুন।

inurl:torrent intext:সফটওয়ারের নাম

সংযুক্তি

hack crack software

যদি আপনি রেপিডশেয়ার সার্চ করতে চান তাহলে

http://www.rapidsharesearchengine.com

http://www.filez.com

যদি আপনি মিডিয়াফায়ার সার্চ করতে চান তাহলে

http://www.mediafiresearch.org

http://www.uvrx.com/mediafire.html

যদি আপনি হটফাইল সার্চ করতে চান তাহলে

http://www.hotfilesearchengine.com

http://www.hotfilesearch.com

http://www.sharedir.com

http://www.megbase.com

যদি আপনি টরেন্ট সার্চ করতে চান তাহলে

http://www.torrentz.com

http://www.torrentreactor.com

http://www.torrents.to

আজ এ পযর্ন্তই। সবাই খুব ভালো থাকবেন।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা দেখে ভাল লাগলো যে আপনি টিউন চালিয়ে যাচ্ছেন।
আর বরাবরের মতই টিউনটা অনেক ভালো হইছে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level New

    ধন্যবাদ তাহের ভাই।
    ভালো থাকবেন।

মেহেদি ভাই ডারুন হচছে চালিয়ে যান।

পুরাতন জিনিস তবে ভাল লাগল টিউন চালিয়ে যাচ্ছেন বলে । এ রকম আরও জটিল কিছু জিনিস দিবেন আগামীতে এই আশায় থাকলাম ।

http://www.probarta.com

    Level New

    জটিল জিনিস পাবেন ইনশাআল্লাহ।
    টিউন পড়ার জন্য ধন্যবাদ যোবায়ের ভাই।

দারুণ, কিন্ত এই রকম patch file এ হ্যাকার রা হ্যাকিং কার্য সম্পাদন করে থাকে দারুণভাবে, আর এই ধরনের ফাইল নামালে এন্টিভাইরাস ঐটাকে ভাইরাস বলে চিল্লাচিল্ল করে, এর সমাধান কি? আর হ্যাকিং থেকে বাচার উপায় কি এই সব ক্ষেত্রে।

    Level New

    আমি আপনার সাথে সম্পূর্ণ একমত অমিত ভাই। ওইসব ফাইল তো এন্টিভাইরাস সরাসরি ভাইরাস হিসেবে ডিটেক্ট করে। সেক্ষেত্রে আপনাকে এন্টিভাইরাস ডিজেবল করে নিতে হবে।
    এখন কথা হল কোনটা কাজের আর কোনটা অ-কাজের (মানে হ্যাকারদের স্পাই)?
    আ্পনি যদি টরেন্ট থেকে ডাউনলোড করেন তাহলে সর্বপ্রথম নীচের কমেন্টগুলো সব আগে পড়বেন। যদি দেখেন কমেন্টগুলো ভালো তাহলে নিশ্চিন্তে ডাউনলোড করতে পারেন।
    আর যদি মিডিয়াফায়ার বা অন্য কোন ফাইল শেয়ারিং সাইট হতে ডাউনলোড করতে চান তাহলে ফাইলটির নাম লিখে গুগলে সার্চ দিয়ে দেখবেন কোন নেগেটিভ কমেন্ট পান কিনা? যদি দেখেন এটারও রেপুটেশন ভালো তাহলে ডাউনলোড করে নিন।
    ভালো থাকবেন।

Level 0

amar ekta problem.ami kichudin age new hard disk kinchi.but xp setup nicche na.pc start korle screen e lekha uthe 'OS NOT INSTALLED INSERT BOOTABLE CD AND PRESS ANY KEY'but cd dhukaile abar lekha othe'Bootable device exiting. no bootable device.' abar majhe modhe lekha uthe 'mediua cable test falure.' ki korbo ekhon!

    Level New

    দু:খিত ভাই কোন সমাধান পাচ্ছি না।
    আপনি বায়োস চেক করে দেখুন।
    কয়টি সিডি দিয়ে ট্রাই করেছেন? কয়েকটি করে দেখুন।
    একেবারেই অপারগ হলে টিটি র হেল্প বিভাগে প্রশ্নটি পোস্ট করে দিন।
    ধন্যবাদ।

Level 0

কিছু মনে করবেন না, আপনি কিনতু জিনিয়াস

    Level New

    আপনিও জিনিয়াস নিল ভাই।
    ধন্যবাদ।

Level 0

Mehdi vai mig33 ar id hacked korte chai…………………….. kivabe possible???? Pls aktu bolen

    Level New

    অঙ্কন ভাই, mig33 আমি ব্যবহার করি না। তাই এর সম্পর্কে খুব ভালো কোন ধারনা নেই।
    আপনি ফিশিংয়ের মাধ্যমে আইডি হ্যাক করতে পারবেন। এছাড়াও XSS Vulnerability (Cross Scripting) দিয়েও হ্যাক করা যায়।
    ফিশিং সম্পর্কে টিউন প্রকাশিত হয়েছে। একটু কষ্ট করে দেখে নিতে পারেন।
    ভালো থাকবেন।

ক্র্যাক, সিরিয়াল এভাবে খুজতে হয় এখন জানলাম। তাইতো বলি আমি ক্র্যাক, সিরিয়াল খুজলে পাইনা, কিন্তু ফেসবুকে বড় ভাইদের বললে কোথায় থেকে যেন খুজে বের করে।
অলসতার জন্য কমেন্ট করা হয় না। কিন্তু কোন টিউন ভাল লাগলে কমেন্ট না করে যাইতে পারি না 🙂
টিউন চালিয়ে যাওয়ার জন্য আবারো ধন্যবাদ।

    Level New

    আপনাকেও ধন্যবাদ সোহাগ ভাই কষ্ট করে টিউন পড়ার জন্য।
    আর হ্যা আপনারা কমেন্ট করলে প্রেরনা পাই।
    ভালো থাকবেন।

অনেক কিছু শিখছি…… আপনার সৌজন্যে।
M4H3D1 H454N ভাই, অনেক ধন্যবাদ।

    Level New

    ধন্যবাদ সায়েম ভাই।

দারুন।

সত্যি, দারুন হচ্ছে মেহেদী ভাই… 😉 চালিয়ে যান।

    Level New

    ধন্যবাদ শাওন ভাই।

Level 0

vai simple website gula hack ar kono buddi nai?????????? jodi thake tobe share korben plzzzzzzzzzzzzz

    Level New

    ভাই পর্যায়ক্রমে সবকিছুই পাবেন ইনশাআল্লাহ।
    ভালো থাকবেন।

আপনার নতুন কোন পোস্ট পাচ্ছি না কেন?

সেইরাম হইছে ভাই। চালায় যান ☺