হ্যাকিং লার্নিং :: সার্চ ইন্জিন অপটিমাইজেশন (এসইও) [অধ্যায়-৬]

হ্যাকিং লার্নিং

আপনারা বোধহয় ভাবছেন হ্যাকিংয়ের সাথে আবার এসইও’র সম্পর্ক কী? এসলে এসইও’র সাথে এসইওর রয়েছে এক গভীর সম্পর্ক। সম্পূর্ণ টিউনে আমি তা বলার চেষ্টা করব।

এসইও আপনাকে ঠিক ঐ তথ্যটিই দিবে যা মূলত আপনি গুগল থেকে জানতে চেয়েছিলেন। মনে করুন আপনি গুগল থেকে একটি তথ্য জানতে চান কিন্তু গুগল আপনাকে ঐ টপিকটির উপরই ১০০০০ এর অধিক তথ্য উপস্থাপন করবে। তাহলে দেখা যাচ্ছে যে সঠিক তথ্যটি খুজে পাওয়া খুব কঠিন তাই না? এসইও আপনাকে এই কাজটিই সঠিকভাবে করে দেবে। তাহলে শুরু করা যাক।

আমি একটি সাইটের লিংক দিচ্ছি।

http://www.mahedi.info

উপরোক্ত লাইনটিতে ক্লিক করলে আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেই ওয়েবসাইটটির শিরোনাম হচ্ছে .:: The Official Site of Mahedi Hasan ::.

নীল রংয়ের যে লাইনটি উপরে দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় (URL = Uniform Resource Locator)আর ওয়েবসাইটটির ভেতর যত তথ্য বা উপাত্ত আপনি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ‘TEXT’.

এখন মনে করুন আপনি গুগলে কিছু সার্চ করবেন বা খুজবেন। ধরি আপনি কোন ফোরাম খুজবেন। সেটা হতে পারে হ্যাকিং ফোরাম। তাহলে গুগলের সার্চ বক্সে লিখুন

inurl:forum

অর্থাৎ আপনার টপিক যা ই হোক না কেন আপনি সেটাই লিখে সার্চ দিতে পারেন।

inurl:আপনার কাঙ্খিত বিষয়বস্তু

আপনি যদি text বা কোন লেখা বা কোন শব্দকে টপিক হিসেবে ধরে সার্চ দিতে চান তাহলে লিখুন

Intext:আপনার কাঙ্খিত বিষয়বস্তু

seo google dork

আমি জানি আপনারা অনেকেই এসব বিষয়ে একেবারে সিদ্ধহস্ত। কিন্তু আমি লিখছি আমার মত নতুনদের জন্য। আর একটা জিনিস তা হচ্ছে, আপনাকে এসইও বুঝতে হবে, তা না হলে কোন ওয়েবসাইট হ্যাকিংয়ের সময় এসকিউএল ইন্জেকশন এর ক্ষেত্রে, ইন্টারনেটে ক্রাক ইত্যাদি খোঁজার ক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন এসইও কেন গুরুত্বপূর্ণ।

এখন নিচে আমি যা লিখছি সেগুলো একটু অধ্যায়ন করুন। অবশ্যই ইন্টারনেটে।

মনে করুন আপনি Hacking Technique এই বিষয়ে কিছু খুঁজতে চান। তাহলে গুগলে লিখুন

intitle:hacking technique

যদি আপনি কোন ওয়েবসাইটের লগইন পেস খুঁজতে চান তাহলে লিখুন

intext:login inurl:website address

এখন যদি আপনি কোন নির্দিষ্ট ওয়েবসাইটের কোন তথ্য খুঁজতে চান তাহলে লিখুন

site:ওয়েবসাইটের সম্পূর্ন URL এবং আপনি যে তথ্যটি চান তা লিখুন

এখন যদি আপনি কোন pdf ফাইল খুজেঁ দেখতে চান তাহলে লিখুন

Filetype:pdf আপনার ফাইলের বিষয়

উপরে pdf এর জায়গায় আপনি doc, xls, csv ইত্যাদিও লিখতে পারেন।

সারমর্ম :

seo google dork

যদি আপনি URL এর সাথে সামন্জস্যপূর্ণ কিছু খুঁজতে চান তাহলে ‘inurl’

যদি আপনি শিরোনামের সাথে সামন্জস্যপূর্ণ কিচু খুঁজতে চান তাহলে ‘intitle’

যদি আপনি লেখা বা তথ্য/উপাত্তের সাথে সামন্জস্যপূর্ণ কিছু খুঁজতে চান তাহলে ‘intext’

যদি আপনি নির্দিষ্ট কোন ফরম্যাটের ফাইল খুঁজতে চান তাহলে ‘filetype’

যদি আপনার সার্চ কোন ওয়েবসাইটের তথ্য খোঁজার ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে ‘site:আপনার কাঙ্খিত ওয়েবসাইটটির নাম এবং বিষয়বস্তু’

যদি আপনি কোন ওয়েবসাইট সম্পর্কে তথ্য পেতে চান তাহলে ‘info:ওয়েবসাইটটির সম্পূর্ণ URL’

সামন্জস্যপূর্ণ ওয়েবসাইট খুঁজে পেতে হলে ‘related:ওয়েবসাইটটির সম্পূর্ণ URL’

যারা এই ধরনের সার্চ নতুন জানলেন তাদের নিকট আমার অনুরোধ অনেক অধ্যায়ন করুন এই ব্যাপারটি নিয়ে।

আর যারা এই ব্যাপারটি জানেন তাদেরও অনেক কিছু শিখার আছে এখনও। সেক্ষেত্রে নিচের লিংকটি দেখতে পারেন।

http://www.exploit-db.com/google-dorks

আজ তাহলে এ পযর্ন্তই। সবাই ভালো ও সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। এসইওর উপর সজিব ভাই সহ অনেকে টিউন করছেন। আমি যে এসইও সম্পর্কে বললাম সেটা হচ্ছে হ্যাকিংয়ে কাজে লাগে এরকম এসইও। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।

    Level New

    হ্যাকাররা এটাকে সার্চ ট্রিক্স বলে না। তারা এটাকে এসইও বলে।
    তবে আমরা এটাকে সার্চ ট্রিক্স বলে চালিয়ে দিতে পারি।
    'গুগলের সাইটে এরকম অনেকগুলা দেয়া আছে'
    লিংকগুলো দিয়ে দিলে আমরা অনেক কিছু শিখতে পারতাম।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

    কে কি বলল দেখার আগে দেখতে হবে গুগল কি বলে। গুগল এগুলার নাম দিসে সার্চ অপারেটর।
    গুগলের ঐ পেজটা খুজে পেলাম না। http://www.google.com/intl/en/help/operators.html এখানে কিছু আছে। বামের লিংক থেকে আরো কিছু পাবেন। তবে http://www.googleguide.com/advanced_operators.html এখানে বেশ কিছু আছে।

ধন্যবাদ শেয়ার করার জন্য..

    Level New

    আ্পনাকেও ধন্যবাদ ভাই আপনার মন্তব্য শেয়ার করার জন্য।

জটিল হইছে । চালিয়ে যান । আগামী টিউনের অপেক্ষায় আছি

http://www.probarta.com

good job. valo laglo

যে যাই বলুক …চালায় যান …

মেহদি, আপনার টিউনে কিছু স্প্যামার ফেক আইডি ব্যবহার করে কমেন্ট করে আপনাকে আপনাকে চেইন টিউন বন্ধ করতে উৎসাহিত করছে। এগুলো সবই ফেক আইডি। টপটিউনারদের নাম ব্যবহার করে আপনাকে বিচলিত করার চেষ্টা করছে। আপনি চেইন টিউন অব্যাহত রাখুন। এখান থেকে বেশ কিছু কমেন্ট অপসারণ করা হল। আর অন্য কোথাও টিউন পাবলিশের ক্ষেত্রে টেকটিউনস লয়েটিটি বজায় রাখুন। ফেক টিউমেন্ট সহ আর কিছু টিউমেন্ট অপসারণ করা হল। এসব স্প্যামারদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ধন্যবাদ।

    Level 0

    টেকটিউন এডমিনকে ধন্যবাদ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। 🙂

    মেহেদি আপনি নিয়মিত টিউন করুন। তবে ব্যক্তিগতভাবে কারো ক্ষতির কারণ হতে পারে এমন কোন বিষয় টিউনে প্রকাশ করবেন না। ভালো থাকবেন 🙂

    ধন্যবাদ টেকটিউন এডমিনকে ।
    আমি বুঝলাম না আমার আইডি টা ত ফেক ছিল না,
    আর আমি এমন কোন কমেন্ট ও করিনি যা স্প্যামের মধ্য পরে।
    যাইহোক আবারো ধন্যবাদ জানাচ্ছি টেকটিউন এডমিনকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য।

    মেহদি আপনি আপনার চেইন টিউন চালিয়ে যান। আপনার টিউনগুলো অনেক ভালো হচ্ছে ।
    ধন্যবাদ শেয়ার করার জন্য

    Level New

    প্রথমেই টেকটিউন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তাদের এ কার্যকরী পদক্ষেপের জন্য।
    আমি বুঝতে পারি নি যে টিনটিন ভাই বা শাকিল ভাই (যেহেতু ওনারা কর্তৃপক্ষের সাথে জড়িত) এর আইডিগুলো ফেক!
    তাই টিউন বন্ধ করার ঘোষনা দিয়েছিলাম।
    ইনশাআল্লাহ টিউন অব্যাহত থাকবে।
    আবারও ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
মেহদি ভাই আপনি আপনার চেইন টিউন চালিয়ে যান।
আপনার টিউনগুলো অনেক ভালো হচ্ছে ।

    Level New

    ধন্যবাদ তাহের ভাই।

আমি অপসারনকৃত comment গুলো দেখেছি। কঠিন কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর কিছু বলতে হলোনা। শুধু এটুকুই বলতে চাই, সত্যের বিজয় কেউ রুখতে পারেনা।

@M4H3D1 H454N ভাই আছি আপনার সাথে, থাকব।

(যারা ওইসব বাজে comment করেছে তাদের কথায় মন খারাপ করে টিউন বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন ঠিক ছিলনা, কারণ তারা admin/ moderator এর কেউনা। তা ছাড়া কারো কোনো অধিকার নেই, কাউকে টিউন বন্ধ করতে বলার)।

ধন্যবাদ আপানকে এবং টেকটিউনস admin কে (টিউনের কথা আর কি বলবো, চরম!)।

    Level New

    সায়েম ভাই কেমন আছেন?
    না ভাই আমি টিউন করা বন্ধ করেছিলাম তো শুধু টেকটিউন্সে (যেহেতু টিনটিন ভাই ও শাকিল ভাই এর কমেন্ট ছিল ওইখানে-পরে জানতে পারি ওগুলো ফেক)।
    আমার ব্লগে ও টিপিতে তো চলছেই।
    তবে এখন টেকটিউন্সেও কন্টিনিউ করছি ইনশাআল্লাহ।
    দোয়া করবেন আর ভালো থাকবেন।

হ্যাকিং নিয়ে যত বাংলা লেখা আছে তার বেশীর ভাগই শুধু পিশিং, মেইল পাসওয়ার্ড ক্র্যাকিং ইত্যাদি নিয়ে। হ্যাকিংয়ের অন্য বিষয় গুলো নিয়ে বাংলাতে লেখা খুব কম। আশা করি বাংলাতে হ্যাকিং টিউটোরিয়াল চালিয়ে যাবেন।
ধন্যবাদ।

    Level New

    চালিয়ে যাব ইনশাআল্লাহ সোহাগ ভাই।
    ভালো থাকবেন।

আপনার লেখার কন্টেন্ট গুলো খুবই ভালো। তবে যে কারনে বেশি আকর্ষন বোধ করছি তা হছছে আপনার অত্যন্ত সাবলীল বর্ননা ভঙ্গী। খুবই ভালো হছছে।

thanks

দারুণ লাগছে, আপনি আপনার গতিতে ই এগিয়ে জান, ভাল খারাপ বিচার করার অধিকার তখন ই হবে যখন সবটা জানতে পারব। না জেনে না বুঝেই খারাপ জিনিস দেখবনা এই নীতিতে আমরা বিশ্বাসী না।
এই টিউন টা মনে হয় বড় একটা টিউন এর ভুমিকা হল, ভাল লাগছে অনেক, পরের পর্বের অপেক্ষায় আছি। ভাল থাকবেন

    Level New

    ধন্যবাদ অমিত ভাই অপূর্ব একটি কমেন্ট করার জন্য।
    পরের পর্ব প্রকাশিত হয়েছে।
    ভালো থাকবেন।

vai ar ekto bojan???boojlamna

Level 0

ভাল হয়েছে অসংখ ধন্যবাদ ।