হ্যাকিং লার্নিং :: আইপি এড্রেস অনুসন্ধান করা এবং চ্যাটিংকৃত ব্যাক্তির অবস্থান জানা [অধ্যায়-৪]

হ্যাকিং লার্নিং

IP haking

ইমেইল দাতার আইপি অনুসন্ধান :

আপনার মেইলবক্স খুলুন। তার থেকে যেকোন একটি ইমেইল খুলুন। Reply-তে ক্লিক করুন। এবার Show original এ ক্লিক করুন। এখন যে তথ্যগুলো আসবে সেগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। সেখানেই আপনি হয়ত ইমেইল দাতার আইপি দেখতে পাবেন। কিন্তু gmail থেকে যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এই পদ্ধতি অনুসারে আপনি আইপি খুজে পাবেন না। এখন উপায়? হ্যা হ্যা অস্থির হবেন না। এক্ষুনি তা বলছি।

আসলে মূল ব্যাপারটি হচ্ছে gmail সবসময় https ব্যবহার করে। আমরা সাধারনত ওয়েবসাইটের এড্রেসে দেখতে পাই http যার সম্পূর্ণ রূপ হচ্ছে Hyper Text Transfer Protocol. আর https হচ্ছে এই http এর secured রূপ। আশা করি বুঝতে পেরেছেন। যার কারনেই জিমেইলে আপনি আইপি খুজে পাবেন না। এখন যেই পদ্ধতিটির কথা আপনাদের বলব সেটি হচ্ছে প্রায় সব ধরনের ইমেইল এড্রেস (ইয়াহুমেইল, জিমেইল, এমএসএন ইত্যাদি) থেকে আইপি বের করার পদ্ধতি।
প্রথমেই http://readnotify.com সাইটটি খুলুন।
এরপর এখানে রেজিষ্ট্রেশন করুন।
এখন আপনি যার ইমেইল এড্রেস অনুসন্ধান করতে চান তার বরারব একটি মেইল লিখুন। এবার ইমেইল টু সেকশন এরিয়ায় লিখুন victim’semailid.rednotify.com
পাঠিয়ে দিন। যখন সে ইমেইলটি পড়বে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার রিডনোটিফাই একাউন্টে তার আইপি চলে আসবে। আসলে রিডনোটিফাই একটি স্বয়ংক্রিয় লুকানো ছবি আপনার ইমেইলের সাথে ঐ ব্যাক্তি বরাবর পাঠিয়ে দেয়। যার ফলে আপনি তার আইপি পেয়ে যান। পদ্ধতিটি খুব কাজের।

অবস্থান অনুসন্ধান :

আমরা তো আইপি পেলাম এবার দেখব কিভাবে ঐ ব্যাক্তির অবস্থান সম্পর্কে জানা যায়। অর্থাৎ ব্যাক্তিটি কোন দেশের কোন শহরে আছে তা জানা।
প্রথমেই http://www.ip2location.com সাইটটি খুলুন।
এই সাইটটির খালি ঘরে আপনার কাঙ্খিত আইপি এড্রেসটি বসিয়ে দিন আর মজা দেখুন।

আপনি যার সাথে চ্যাটিং করছেন তার অবস্থান জানা :

আপনি যার সাথে চ্যাটিং করছেন তাকে তার আইপি সম্বন্ধে জিগ্যেস করুন। সে বললে তো বলতে হবে আপনার ভাগ্য সুপ্রসন্ন। আর না বললে কি করবেন? একটু অপেক্ষা করুন বলছি।
এখানে একটি ব্যাপার উল্লেখ করার মত আর তা হচ্ছে আগে আমরা একটি কমান্ডের সাথে পরিচিত হয়েছিলাম। netstat -n এর কথা মনে আছে? হ্যা এই কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইন্টারনেটে যতগুলো কানেকশনের সাথে যুক্ত আছেন ঠিক ততগুলোর তথ্যই এই কমান্ডটির মাধ্যমে পাওয়া যাবে। আরেকটু ভেঙ্গে বলছি। ধরুন, মনে করুন আপনি ফেসবুকে,জিমেইলে এবং টেকটিউনসে একই সঙ্গে প্রবেশ করে আছেন। উপরের কমান্ডটি এই তিনটি সার্ভার সম্পর্কেই আপনার কাছে তথ্য সাপ্লাই করবে। বর্তমানে ইন্টারনেটে এক এক ব্যাক্তি চ্যাটিং এর এক এক পন্থা ব্যবহার করে। যেমন : ICQ Messenger, MSN Messenger, Yahoo Messenger, Gtalk, Meebo, Gigsby, AIM ইত্যাদি। তাহলে বুঝুন কতটুকু ঝামেলার কাজ করতে যাচ্ছেন আপনি? আর এ কারনেই নিচে ধাপে ধাপে কয়েকটি ক্ষেত্র দেয়া হল। লক্ষ করুন।

ক্ষেত্র-১

যদি আপনি ICQ Messenger এ চ্যাট করেন আর সেখানের কারও অবস্থান জানতে চান তাহলে এ পদ্ধতিটি কাজে লাগান। ICQ Messenger এর কাজ করার ধরন হচ্ছে (আপনি->আপনার বন্ধু->আপনি) এইভাবে। তাই কারও আইপি সংগ্রহ করা এক্ষেত্রে খুব সহজ কাজ। মনে করুন আপনি কারও আইপি জানতে চাচ্ছেন তাহলে তাকে হিট করুন কিন্তু চ্যাটিং শুরু করবেন না। এবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। যে আইপিগুলো আসবে তা কোন রাফ কাগজে লিখে রাখুন। এবার আপনি তার সাথে চ্যাটিং আরম্ভ করুন। আবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। এবার আপনি সেখানে নতুন একটি আইপি দেখতে পাবেন। আর এই ব্যাক্তির সাথেই আপনি এখন চ্যাটিং এ ব্যাস্ত। এবার কিভাবে তার অবস্থান বের করবেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।

"learn to hack ip" "www.mahedi.info"

ক্ষেত্র-২

.::: Yahoo Messenger, MSN Messenger, GTalk Messenger এর ক্ষেত্রে :::.
উপরোক্ত মেসেন্জারগুলোর কাজ করার ধরন হচ্ছে (আপনি-মেসেন্জারের সার্ভার-আপনার বন্ধু) এইভাবে। এখানে যদি আপনি ক্ষেত্র-১ এর পদ্ধতি কাজে লাগান তাহলে আপনি মেসেন্জারের আইপি পাবেন, ব্যাক্তির না। এইক্ষেত্রে আপনি চালাতে পারেন সোস্যাল ইন্জিনিয়ারিং। যদিও এটা নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে তথাপি এখানে কিছু পরিচিতি দেয়া হচ্ছে। সোস্যাল ইন্জিনিয়ারিং হচ্ছে কাউকে বোকা বানিয়ে তাকে হ্যাকিং করা। আর এই মেসেন্জারের ক্ষেত্রে (মনে রাখবেন অধিকাংশ মেসেন্জারই এই কাজটি করে থাকে) আপনি আপনার সাথে চ্যাটিংকৃত ব্যাক্তিটিকে বলুন আপনার কাছে কোন ফাইল পাঠাতে বা তাকে আপনি কিছু পাঠাতে পারেন, সেটা হতে পারে কোন ছবি বা আপনার ছবি। যদি সে রাজি হয় তাহলে ক্ষেত্র-১ এর পদ্ধতি চালিয়ে যান। যখন আপনি তার সাথে চ্যাটিং করবেন তখন আপনি অতিরিক্ত যে আইপি এড্রেসটি দেখতে পাবেন সেটি হচ্ছে মেসেন্জারের আইপি আর যখন সে আপনার কাছে কোন কিছু পাঠাবে তখন আরেকটি নতুন আইপি দেখতে পাবেন, সেটি হচ্ছে তার আইপি। এছাড়াও আরও একটি উপায় আছে তা হল, আপনি তাকে আপনার কাছে একটি মেইল পাঠাতে বলতে পারেন। যখনই সে মেইল পাঠাবে আপনি রিডনোটিফাই পদ্ধতি চালিয়ে যান যা আগে বলা হয়েছে। কোন প্রশ্ন?

ক্ষেত্র-৩

.::: Meebo, Gigsby, Trillion ইত্যাদি মাল্টি চ্যাটিং ইন্জিনের ক্ষেত্রে :::.
এক্ষেত্রে কোন পদ্ধতি নেই। শুধু এতটুকুই করা যায় তা হল আপনি বলতে পারেন আপনাকে মেইল করতে আর আপনি রিডনোটিফাই পদ্ধতি চালাতে পারেন। আসলে কারও আইপি পাওয়া তেমন কঠিন কাজ নয় আর এটা তেমন বড় ধরনের কাজও নয়। আইপি এড্রেসের ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আইপি এড্রেস রয়েছে বিভিন্ন ধরনের। আবার সেখানে সাবনেট আইডি এবং হোস্ট আইডি নামক ব্যাপার রয়েছে। এছাড়াও আপনি একটি ওয়েবসাইট শুধু আইপি এড্রেস লিখেই প্রবেশ করতে পারেন যদিও সেখানে হেক্সা ট্রান্সফার এবং কোস্ট্রা ট্রান্সফার নামক ব্যাপার থেকেই যায়। কিন্তু বিশ্বাস করুন এতকিছু এখন আর আপনার করা লাগবে না। আপনি শুধুমাত্র একটি কমান্ডের সাহায্যেই আপনার আইপির নারিনক্ষত্র বের করতে পারবেন। পদ্ধতিটি অনুসরন করুন।
Start->Run->cmd->ipconfig/all
এন্টার চাপুন। সকল তথ্য এখন আপনার সামনে চলে আসবে। এছাড়াও inconfig/series কমান্ডটিও ব্যবহার করা যায় তবে netstat -n এটিই প্রসিদ্ধ।
আজ এ পযর্ন্তই। পরবর্তী অধ্যায়ে আমরা আরও ভালো কিছু দিতে পারব বলে আশা রাখছি। দোয়া দরখাস্ত। আল্লাহ হাফিজ।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন ভাল হচ্ছে।
চালিয়ে যান। 😀

আচ্ছা ধরেন ফেসবুক চ্যাটে কেউ যদি অফলাইন দিয়ে রাখে মানে ইনভিজিবল থাকে তাহলে সে অনলাইনে আছে কিনা বের করা যাবে? মানে ইয়াহুতে কেউ ইনভিজিবল থাকলে যেমন বের করা যায় ফেসবুকেরটা কি বের করা সম্ভব?

    Level New

    ধন্যবাদ যোবায়ের ভাই।

    ফেসবুকের ক্ষেত্রে উপরের কোন নিয়ম খাটবে না। তবে একটি উপায় অবশ্য আছে। সেটাও একটু ঝামেলার।
    আপনি ফেসবুক গেমিং এপ্লিকেশন 'টেক্সাস হোল্ডেম পোকার' এর নাম শুনে থাকবেন।
    যাদেরকে আপনি ট্রেস করতে চান তাদের চিন্হিত করে ঐ পোকার খেলার জন্য ইনভাইট করুন।
    যদি তারা ইনভাইটেশন এক্সেপ্ট করে তাহলেই কেল্লা ফতে।
    এরপর তারা যদি ইনভিজিবল ও থাকে তাহলেও ঐ পোকার এপ্লিকেশনে ঢুকলেই আপনি দেখতে পাবেন তিনি অনলাইনে আছেন কিনা। সে পোকার খেলুক আর না খেলুক…………lolzzz.

    অনলাইন নাউ নামে একটা এপ্লিকেশন এর নাম শুনেছিলাম মনে হয়

ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায়…

    Level New

    আপনাকে দেখে আমারও ভালো লাগল ভাই।
    ভালো থাকবেন।

Level 0

ভাই আপনি তো মাথাই নষ্ট করে দিলেন। I'm impressed!

    Level New

    আপনাকে এখানে দেখে আমিই ইমপ্রেসড্।
    ভালো থাকবেন।

Level 0

valo.chaliea jan

    Level New

    ধন্যবাদ. পাশে থাকুন।

Level 0

আমি যদি ফেসবুকে কারও প্রোফাইলের বা কোন পেজের অরজিনাল লোকেশন জানতে চাই, কিভাবে তা বের করব, একটু বলবেন ….

Level New

আমারো ভাই মাথা উ্টায় গেছে, আপনার সব টুন গুলো সুন্দর কচ্ছে, চালিয়ে যান

Level 0

ভাইয়া, আপনি ক্ষেত্র ১ এর শেষ এ IP adress বের করা পর্যন্ত লিখেছেন। কিন্তু তা থেকে তার অবস্থান জানার পদ্ধুতি বলেননি। বললে উপকৃত হবো।

    Level New

    তুর্জ ভাই যদি একটু কষ্ট করে ক্ষেত্র-১ এর উপরেই 'অবস্থান অনুসন্ধান :' টি দেখতেন তাহলে বোধহয় আপনি আপনার কমেন্টের জবাব পেয়ে যেতেন। ধন্যবাদ।

suuuuuuper….. chaliye jan bro 😡

    Level New

    ধন্যবাদ রাজু ভাই।

চালিয়ে যান ভাই আমরা আছি আপনার সাথে । খুব ভাল হচ্ছে ।

    Level New

    চেষ্টা করব রাজিব ভাই।
    ভালো থাকবেন।

মেহেদি ভাই সুন্দর হচ্ছে। আশা করি পরেরটা আর ভালো হবে ইনশাল্লাহ।

    Level New

    ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ্।
    আপনি ভালো থাকবেন।

ভালো লাগছে অনেক, http://readnotify.com এখানে email id এর পাসওয়ার্ড দিতে হবে মনে হয়, এটার ভরসা কতখানি???

    Level New

    চমৎকার প্রশ্ন অমিত ভাই।
    অবশ্য ইন্টারনেটে কোন কিছুকেই বিশ্বাস নেই।
    তাই চটজলদি নতুন একটা ইমেইল আইডি খুলেই চেষ্টা চালিয়ে যান।
    ধন্যবাদ।

অতুলনীয়!
আচ্ছা ভাই, DNS server এর অবস্থান কি করে বের করা যায়?
উইন্ডোজে MAC/Physical address কি করে চেঞ্জ করা যায়? (লিনাক্সে পারি।)

বাহ জটিল !

ভাই।আপনার টিউন গুলা অন্নরকম হইতাসে।চরম।অনেক কিছু জানতেসি।আমার মাথায় এই গুলা একটু কম ঢুকে।কিছু মনে না করলে একটা কথা জিগাসা করি।

মনে করেন আমি কোন ফেসবুক কারোর সাথে chat করছি।আপনার উপায়ে যদি আমি ip address বের করতে যাই তাহলে কি সেই ফেসবুক user এর ip বের হবে?নাকি ফেসবুক server এর ip বের হবে?

দয়া করে কিছু মনে করবেন না।আমি এইগুলা কম বুঝি।শুধু জানার জন্য আপনাকে জিগাসা করলাম। 🙂

    Level New

    ফেসবুক ইউজার ip বের করতে হলে ক্ষেত্র-২ চালিয়ে দেখতে পারেন।
    কারন ফেসবুক একাউন্ট খুলতে তো একটি ইমেইল লাগবেই।
    আর ঐ ইমেইলের ip হচ্ছে ইউজার আইপি।
    আমি নিজেও এগুলো কম বুঝি।
    ভালো থাকবেন।

ধন্যবাদ মেহেদী ভাই, ভালো হচ্ছে ধারাবাহিক টিউনগুলো… :mrgreen:

Level New

তোমাকেও অসংখ্য ধন্যবাদ আরিফ।

ধন্যবাদ ভাইয়া আপনার টিউন গুলো দারুন হচ্ছে।আপনার টিউন গুলো পরে অনেক কিছু জানতে পারলাম ।আমার একটা প্রশ্ন ছিল সেটা অনলাইন থেকে কিভাবে আমি কে কি ধরনের সার্ভার(যেমন ঃ-dedicated server ,shared server,,vps server ) ইউজ করছে তা জানবো কি ভাবে ?প্লিজ জানাবেন ।আর
প্লিজ নিয়মিত টিউন করবেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট।

অনেক তথ্যবহুল টিউনের জন্য ধন্যবাদ।

    Level New

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য।
    ভা্লো থাকবেন মাহাবুব ভাই।

Level 0

IP adress দিয়ে কি করে Remote PC access করা যাবে without permission of remote admin?

Level 0

vai http://www.ip2location.com/ ei web site e ami to registration korte parsina yahoo, gmail die….

    Level New

    ভাই ঐখানে তো রেজিষ্ট্রেশন করার প্রয়োজন হয় না। আপনি কষ্ট করে একটু ডান পাশে দেখুন সেখানে আইপি দেয়ার ব্যবস্থা রয়েছে।

Level 0

techtunes er khubi valo tune er moddhe eti ekti. Keep it up bro. thank you again.

    Level New

    ধন্যবাদ তমাল ভাই।

Level 0

bt okhane sudhu demo akta ip er adrees dekhai…onno kuno ip dite gele registration chai 🙁

gp,qubee ইউজারদের ip তো ওদের অফিস এ দেখায় ।
nets…. command দিয়ে তো অনেক ip দেখায় এটা সময় সাপেক্ষ ব্যপার
এর সংক্ষিপ্ত উপায় আছে।

Apnar Tunes e passowrd Lock kora dekhlam, Ei password ta ki vabe pete pari ?
Thanks in Adv.

    Level New

    ধন্যবাদ।
    পাসওয়ার্ড পেতে আমাকে ব্যক্তিগতভাবে মেইল করতে হবে অথবা আপনার মেইল এড্রেস আমাকে প্রদান করতে হবে।
    তাহলে আমি মেইল করে দেব।
    টেকটিউন্স কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এটা হয়েছে।
    ভালো থাকবেন।

ভাই আমি ভুল করেছি । আমার টেকটিউন্স পাসওয়ার্ড এখানে দিয়ে এন্টার করেছি ।
আমার মেইল আদ্দ্রেস [email protected]

vai,amar mail id- [email protected]

Level 0

আমাকে মেইল করেন ভাইয়া , কেমন? [email protected]

Level 0

[email protected]
Boss mail koren
wait kortasi

Level 0

জানার জন্যে প্রস্তুত…[email protected]

Level 0

via this is my : [email protected]

Level 0

ভাইয়া…আমাকেও মেইল করেন…আমার মেইল আড্রেসস…[email protected]

Level New

সকলকে মেইল করা হয়েছে।
অনুগ্রহ পূর্বক চেক করুন।
আপনাদের সকলকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন।

… vaia…. facebook hachking er phishing n key logger cchhara en kono systm ki achhe ja diye jar id hack korbo tak involbe na kore…. tar pc access na korei tar id hack kora jabe??? password generate softwr ki fake?? r victim jodi cell diye fb use kore tobe keylogger to bekar..

… vaia…. facebook hachking er phishing n key logger cchhara en kono systm ki achhe ja diye jar id hack korbo tak involbe na kore…. tar pc access na korei tar id hack kora jabe??? password generate softwr ki fake?? r victim jodi cell diye fb use kore tobe keylogger to bekar.. n vaia paswrd .. [email protected]

ভাই আসা করি ভাল আছেন।আমি বুজি কম তাই একটা প্রশ্ন।আমি যখন খেত্র ১ run করি তখন Techtunes, utorrent r idm run করছিল । আমি ২০টা র উপর ফরেন ip পাই।প্রশ্ন হলো ip এর শেষে :5040 or something like that এটা কি? আর আমি বুজবো কি করে যে এই ip টাই আমি চাই সেই ip? Facebook এ ও একই হয়।

ভাইয়া আমাকেউ মেইল করেন আমার মেইল এড্রেস হচ্ছে [email protected]

Level 0

vai amer mail address [email protected]

Level 0

vaia kindly amakeo mail korun [email protected]
thank you.

gmail থেকে ত rednotify.com লিখে পাঠালে মেইল ডেলিভার হচ্ছেনা। ফেইল দেখাচ্ছে। কি করব??

readnotify দিয়া পাঠানোর পর মেইল খোলা হলেও বলছে যে খোলা হয়নি,অনলাইন অবস্থায় মেইল খুলেছে এবং পিসি দিয়েই খুলেছে। আবার অন্য জায়গায় দেখলাম show original এ যেয়ে gmail এর IP ও দেখা যায়। বুঝতে পারছিনা কি করব।

ভাই নিিদ্ষট েকান gmail Hack করার উপায় আ েছ ???

msn oto https babohar kore dekhi….

vaia ami jani na ami vul korchi kina….ami readnotify die amar arekta email address ip loacate korte chailam…but ora onek details dise but ip address dilo na… idnt know ami ki kisu miss korsi????

Level 0

amie apnaka groue mane

brother i m totaly new and feeling a problem from ur chapter 4 . u discussed about gmail/Yahoo Messenger, /ICQ Messenger /GTalk/Meebo,/ Gigsby,/ Trillion etc but bro how will i find a person’s reall location from face book.

ভাইয়া আমি মানিক । আমাকে মেইল করেন,আমার মেইল অ্যাড্রেস [email protected]

Level 0

Valo acen Vai

অনেক কাজের।