হ্যাকিং লার্নিং :: হ্যাকিং পরিচিতি (হ্যাকিংয়ে হাতেখড়ি) [অধ্যায়-১]

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

হ্যাকিং লার্নিং

হ্যাকিং ক্লাস by mahediblog

সুপ্রিয় বন্ধুরা, আমরা এখানে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে হ্যাকিং।

হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তা/অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। সাধারনভাবে হ্যাকার শব্দটি কালো-টুপি হ্যাকার অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যারা মূলত ধ্বংসমূলক বা অপরাধমূলক কর্মকান্ড করে থাকেন। এছাড়া আরো নৈতিক হ্যাকার রয়েছেন (যারা সাধারনভাবে সাদা টুপি হ্যাকার নামে পরিচিত) এবং নৈতিকতা সম্পর্কে অপরিষ্কার হ্যাকার আছেন যাদের ধুসর টুপি হ্যাকার বলে। এদের মধ্যে পার্থক্য করার জন্য প্রায়শ Cracker শব্দটি ব্যবহার করা হয়, যা কম্পিউটার নিরাপত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার থেকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় অথবা অসাধু হ্যাকার (কালো টুপি হ্যাকার) থেকে নৈতিক হ্যাকারের (সাদা টুপি হ্যাকার) পার্থক্য বুঝাতে ব্যবহৃত হয়। —উইকিপিডিয়া থেকে সংগৃহিত

হ্যাকাররা ভার্চুয়াল জগতে নতুন কিছু সৃষ্টি করতে পারে,সমস্যার সমাধান করতে পারে। তারা স্বাধীনতা এবং পারস্পরিক সহযোগীতায় বিশ্বাসী। হ্যাকার হওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কোন ধরনের হ্যাকার হবেন। উপরে ৩ ধরনের হ্যাকার সম্পর্কে বলা হয়েছে। আপনাদের সুবিধার্থে আরেকটু পোষ্ট করছি।

  • সাদা টুপি হ্যাকার (White Hat Hacker)- এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডের নিরাপত্তা প্রদান করে। এরা কখনও অপরের ক্ষতি সাধন করে না। এদেরকে ইথিকাল হ্যাকারও বলা হয়ে থাকে।
  • ধূসর টুপি হ্যাকার (Grey Hat Hacker)- এরা এমন একধরনের হ্যাকার যারা সাদা টুপি ও কালো টুপিদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এরা ইচ্ছে করলে কারও ক্ষতি সাধনও করতে পারে আবার উপকারও করতে পারে।
  • কালো টুপি হ্যাকার (Black Hat Hacker)- হ্যাকার বলতে সাধারনত কালো টুপি হ্যাকারদেরই বুঝায়।  এরা সবসময়ই কোন না কোন ভাবে অপরের ক্ষতি সাধন করে। সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময়ই ঘৃনিত হয়ে থাকে।

এছাড়াও আর কিছু হ্যাকার ধরন রয়েছে। যেমন :-

  • স্ক্রিপ্ট কিডি (Script Kidie)- এরা নিজেরা কিছুই পারে না বরং বিভিন্ন টুলস্ বা অন্যের বানানো স্ক্রিপ্ট ব্যবহার করে এরা কার্যোসিদ্ধি করে।
  • নিওফাইট বা নোব (Neophyte or nOOb)- এরা হ্যাকিং শিক্ষার্থী। এরা হ্যাকিং কেবল শিখছে। অন্য অর্থে এদের বিগিনার বা নিউবাই বলা যায়।
  • নীল টুপি হ্যাকার (Blue Hat Hacker)- এরা আসলে হ্যাকিংয়ের সাথে তেমন জড়িত নয়। কোন সফটওয়ার বা সিস্টেম শুরু করার পূর্বে এরা ঐ সফটওয়ার বা সিস্টেমের খারাপ বা ক্ষতিকারক দিকগুলো যাচাই বাছাই করে তা শোধরানের চেষ্টা করে।
  • হ্যাকটিভিস্ট (Hacktivist)- এরা মূলত কোন রাজনৈতিক ব্যাপার, ধর্ম, সোসাল এ্যাটাক ইত্যাদির সাথে জড়িত। তবে অধিকাংশ হ্যাকটিভিস্টরা মূলত ডস এ্যাটাক বা ডি-ডস এ্যাটাকের সাথেই জড়িত। ডস বা ডি-ডসের ব্যাপারে আপনারা পরে জানতে পারবেন।

ধারাবাহিক ভাবে এ হ্যাকিং টিউটোরিয়াল প্রকাশিত হবে।

কিছু নির্দেশনা নিচে দেয়া হল:

  • সবগুলো টিউটোরিয়াল খুব ভালোভাবে অধ্যায়ন করতে হবে।
  • নিজে নিজে এগুলো অনুশিলনের চেষ্টা করতে হবে।
  • কথনই নিজে অরক্ষিত থেকে হ্যাকিং চেষ্টা চালাবেন না।
  • মনে রাখবেন কিছু কিছু টিউটোরিয়াল হবে অনৈতিক, তাই সেগুলোর যেকোন দায়ভার আমরা বহন করব না।

আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চালিয়ে জান অধ্যায়-০১ এর আশায় থাকলাম

    Level New

    অসংখ্য ধন্যবাদ নীলজোনাক ভাই।
    ইনশাআল্লাহ চালিয়ে যেতে চেষ্ঠা করব।
    পাশে থাকবেন।

ভালো হচ্ছে। চালিয়ে জান।

    Level New

    চেষ্ঠা করব ভাই।
    খুব ভালো থাকুন।
    টিউন পড়ার জন্য ধন্যবাদ।

    Level New

    ধন্যবাদ দিহান ভাই।

মেহেদী ভাই ভাল লিখেছেন……

    Level New

    ধন্যবাদ তুসিন। তুমিও খুব ভালো লিখ।
    তোমার ব্লগ ঘুরে এলাম।

খুব ভাল। নিওমিত টিউন করবেন আশা করি। সেই সাথে আশা করি ব্ল্যাক হ্যাট হতে নিরুত্‍সাহীত করবেন।

    Level New

    ইনশাআল্লাহ নিয়মিত লিখার চেষ্টা করব। সাথে থাকবেন আদনান। আর হ্যা, ব্ল্যাক হ্যাট হ্যাকারদের আমি ঘৃনা করি।

Level 0

খালি লেকারের মত ডেফিনিশন ডিলেন কিছু জানলে কন হুডা ডেফিনিশন ডিয়া কী কইব ?????

Level 0

খালি লেকারের মত ডেফিনিশন ডিলেন কিছু জানলে কন হুডা ডেফিনিশন ডিয়া কী কইব ?????সাতার শিখার জন্য বই না পড়ে পানিটে নামটে হ্য়

Level 0

হুডা লেকাচারের মত ডেফিনিশন ডিলেন | কিছু জানলে কন হুডা ডেফিনিশন ডিয়া কী কইব ?????সাতার শিখার জন্য বই না পড়ে পানিটে নামটে হ্য়

    Level New

    আপনি যদি চালাক হন তাহলে বলব খুব বাজে একটি কমেন্ট করেছেন। কারন আমি কেবল শুরু করলাম ক্লাস। উপরে লক্ষ্য করুন, অধ্যায়- ০ কেবল শুরু হয়েছে। তারপর আসবে ১,২,৩—-. আর আপনি যদি বোকা হন তাহলে আমার আর কিছু বলার নেই। ভালো থাকবেন।

    Level 0

    আপনাডের সমস্যা কী জানেন আপনারা শুধু টেল মারা কমেনট পসন্দ করেন ????

    Level New

    সমগ্র বিশ্ব তেলের জন্য পাগল। আর আমি কোন লাট সাহেব যে এর জন্য পাগল হব না?

    Level 0

    তাইলে একটু টেল দি্যা দেই | এর চে্যে ভাল ডেফিনেশন ওন্য কোথাও পাইনই

Level 0

জটি ল হইছে বসস…। চালায়া জান।। আমি আপনার প্রথম এবং প্রধান ছাত্র হতে চাই……… ধন্যবাদ আপনার সুন্দর পোস্ট এর জন্য…… 🙂

    Level New

    ধন্যবাদ মাসুদ ভাই। আপনি আমার ছাত্র না বন্ধু। আমরা বন্ধুর মত শিখব।
    আজই অধ্যায়-১ প্রকাশিত হচ্ছে।

Level 0

I cant write in en. PLS 4give me. But I want to learn hacking (white cap). Next time when ur chapter-01 will b publish, pls inform me in <[email protected]>. PLS.
N.B. I'm in class 2 in computer, but i wish in future I'm a perfect man(white cap). Gray hat is preferable bt Black cap-no way boss.

    Level New

    Please subscribe with Techtunes, then you will get all latest post via email.
    Hacking is not a crime. Be Gray Hat. Be an ethical hacker.
    Take care.

দয়া করে বলবেন কিভাবে website এর user name and password hack করা যায় বা কোন software আছে। যেমন: mrskin.com দয়া করে জানাবেন।

    Level New

    মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
    আপনি ওয়েবসাইট হ্যাকিংয়ের ব্যাপারে বিস্তারিত আস্তে আস্তে পাবেন। যেহেতু এটি চেইন টিউন।
    ভালো থাকবেন।

Level 0

vaia amr q: hoche ….. kon dhoroner hacking e aingoto somossa ase…. r phising jaito aisob korle ki kono somossa hote pare amr…. ip nie ………… asolei ki amon kono… system ase jate amr ip keu dhorte parbe na

    Level New

    পরবর্তী টিউনগুলোতে সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।
    ভালো থাকবেন।

মেহেদি ভাই…আমি আপনার হ্যাকিং লার্নিং এর একজন beginner ছাত্র। শুরু করলাম…দোয়া করেন আমার জন্য…
ধন্নবাদ।

    Level New

    আপনিও আমার জন্য দোয়া করবেন ভাই।
    টিউন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
    ভালো থাকবেন।

Level 0

দয়া করে আমাকে RapidShare এর কায়েকটা Premium Account দিন না, বেশ কিছু File Download করতে চাইছি, তো পারছি না।।।

Level 0

আিম আিছ এই ক্লােস…:)

Level 0

thanks a lot….

আপনার পাসওয়ার্ড দেয়া পোষ্টগুলো কিভাবে খুলব?????

Level 0

darun hoiyeche…thanks

Level 0

M4H3D1 H454N sir healp me

mehedi bai , i want to be ur student . i want to learn from u. im really a bigginr. so wishing ur help. thank u for this. 😀

Level 0

মেহেদি ভাই…please pishing and keylogger chara kno facebook hacking er poddhoti bolen.Plz.brother

Level 0

I m just a ew larner

Level 0

soryy new

Level 0

Vai Apner Moto Lok Jodi Amader Pase theke jodi kisu hacking knowledge dito . Tahole amrao hacking somporke Idea korte partam.

Best of luck Bro 🙂

Level 0

nice tune

Level 0

খুব ভাল লিখছেন। আমার বাংলালায়ন ফ্রি করার সিস্টেম শিখাবেন?

dhonnobaad mehedi hasan bhai

Level 0

ভাইয়া অনেক কষ্ট করে এতগুলা টউন কইরা একটা হ্যাকিং টাউন গড়ছেন। অনেক অনেক ভাল। আমি কি ভাবে আপনার 24 পর্বের হ্যাকিং টিউনগুলো একসাথে পেতে পারি। জানাবেন প্লিজ!!

ধন্যবাদ, মেহেদি ভাই!!!!!
আপনার টিউনস গুলো অনেক ভালো হয়েছে,
এরকম আরো টিউনস চাই আমরা

আপনার টিউনস থেকে প্রতিনিয়তই শিখা যায়।