প্রথমে নিচের লিঙ্ক থেকে জিপ ফোল্ডারটি ডাউনলোড করুন, তারপর EXTRACT করুন, তার ভেতর দুটি ফাইল পাবেন।
প্রথমে নিচের সাইটে যান।
১. সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন, তারপর ইমেইল থেকে অ্যাকাউন্টটি এক্টিভেট করুন।
২. তারপর অ্যাকাউন্ট এ Log in করুন, এরপর চিত্রের মত "New dir" এ ক্লিক করুন।
৩. এরপর আপনার পছন্দমত নাম দিন, এক্ষেত্রে একটু কৌশলি হন। ভিকটিমের অ্যাকাউন্ট প্রোভাইডারের সাথে মিল রেখে নাম দিন। এরপর সবুজ টিক এ ক্লিক করুন।
৪. দেখবেন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ক্লিক করুন।
৫. এরপর "Upload" ক্লিক করুন।
৬. একটু আগে যে ফাইল দুটি ডাউনলোড করেছিলেন সেগুলো সিলেক্ট করুন, এরপর সবুজ টিক এ ক্লিক করুন।
৭. সব কিছু ঠিকঠাক থাকলে উপরের মত মেসেজ দেখাবে, ব্যাক করুন।
৮. তখন ফাইল দুটি, আপনার তৈরি করা ফোল্ডারে show করবে, চিত্রের মত করে "index.html" ফাইলের "Open" বাটনে ক্লিক করুন।
৯. নতুন একটি উইন্ডোতে ফেক পেজটি ওপেন হবে, URL টি কপি করুন। ইমেইল অথবা কোন পোস্টে এই ধরনের URL দেখে মানুষ সন্দেহ করতে পারে, আর শুরুতেই সন্দেহ করলে সে ক্লিক করবে না। তাই নিচের সাইটে যান।
১০. আপনার কপিকৃত URL টি পেস্ট করুন এবং চিত্রের মত ক্লিক করুন।
১১. দেখবেন URL টি ছোট হয়ে গিয়েছে, কপি করুন এবং এটিই আপনার পিশিং ফাঁদ।
১২. এখন কেউ আপনার তৈরি করা লিঙ্কে ক্লিক করলে উপরের মত পেজ ওপেন হবে। কেউ লগইন করলেই তার ইমেইল এবং পাসওয়ার্ড আপনার কাছে এসে যাবে।
১৩. যে ফোল্ডারটি তৈরি করেছিলেন সেটিতে যান, দেখবেন যে কোন .txt নামে একটি নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, "View" ক্লিক করুন।
১৪. পেয়ে যাবেন ভিকটিমের ইমেইল এবং পাসওয়ার্ড, প্রথম পাঁচটি কলাম এক এক জন ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করবে।
ভিকটিম কে কনভেন্স করা সম্পুর্ন আপনার ব্যাপার। কয়েকটি আকর্ষনীয় ট্র্যাপ মেসেজ অবশ্য আমার কাছে ছিলো, কিন্তু কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে, আবার পেলে টিউনে আপডেট করে দিবো, গুগলে সার্চ করলে এরকম কনভেন্স করার মত অনেক ট্র্যাপ মেসেজ পেতে পারেন।
টিউনটি সময় নিয়ে যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন সকলের পড়া উচিৎ। ইদানিং প্রতিনিয়তই এলার্ট-পে একাউন্ট হ্যাক হচ্ছে।
ধন্যবাদ গুরুত্বপুর্ণ বিষয় শেয়ার করার জন্য।
এরকম মেইল মাঝে মাঝেই পাই। এক হ্যাকার কে গত একমাস ধরে আমার পিছনে ঘুরাইতে ঘুরাইতে মক্কেল বানিয়ে ছাড়ছি 😛 এবং তার প্রচুর সময় নষ্ট করছি। 😀 আমিও হ্যাকারদের সাথে ২ নম্বরি করে মজা পাই 😀 ওই ব্যাচারা মনে হয় না আর আমাকে শিকার করতে আসবে।