হ্যাকিং এর হাতেখড়ি-১০ আইপি এড্রেস হতে লোকেশন ট্রাকিং

ইন্টারনেট দুনিয়াতে প্রত্যেকের নিজ নিজ পরিচয় হলো তার আইপি এড্রেস; আর এই দেখতে সরল কতোগুলা নাম্বার দিয়েই আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা, আপনার সিস্টেমে অনুপ্রবেশে সহায়তা পাওয়া, আপনার কম্পিউটার হ্যাক করা কিংবা আপনার ওয়েবসাইট নিমিষেই ধ্বংষ করে দেওয়া(ডস/ডিডস অর্থে) এমনকি আপনার লোকেশন বের করাও পসিবল!

তাইতো এনোনিমাসেরা প্রায় প্রক্সি তথা ভিপিএন ব্যবহার করে থাকে। চলুন সহজে জেনে আসি আইপি এড্রেস হতে লোকেশন ট্রাকিং

আপনি যার লোকেশন ট্রাক করতে চান সবার আগে তার আইপি এড্রেস খুঁজে বের করুন(সাম্যক জানতে পারবেন হ্যাকিং এর হাতেখড়ির পর্ব-০১ হতে) এবার Ip2Location অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এবার অ্যাপস ওপেন করে তার আইপি এড্রেস বসিয়ে সার্চ করলে তার লোকেশন(city+street+ host id+Provider address) পেয়ে যাবেন এমনকি গুগল ম্যাপ এবং স্যাটেলাইটেও তাকে ট্রাক করতে পারবেন।
যদিও ট্রাকিং ওয়েবসাইট বেসড সফটওয়্যার'টি আমার তৈরী করা তথাপি আপনি চাইলে গুগল হতেও ip to location লিখে সার্চ করে বহু ওয়েবসাইট পাবেন(সকল ওয়েবসাইট যে নির্ভুল রেজাল্ট দিবেনা এটাও সত্য)।
উল্লেখ্য বাংলাদেশে আমরা যেহেতু রিয়েল আইপি ব্যবহারকারী কম তাই প্রায় ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডের ভ্যারিয়েবল আইপি পেয়ে থাকি ;তথাপি ল্যান কিংবা ওয়াইফাই এর বেলায় নির্ভুল লোকেশন ট্রাক সমূহ সম্ভব।
সফটওয়ার ডাউনলোড লিংক(মিডিয়া ফাইল)→ https://www.mediafire.com/download/nw29c4037vgcwot
তবুও প্রয়োজনে সফটওয়ার'টি পেতে প্রবলেম হলে জানাতে পারেন [email protected]
আমাকে ফেসবুকে পেতে পারেন→Anonymous Hacker

আল্লাহ হাফেজ

Level 0

আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন এডিট করা হলো। ডাউনলোড লিংক→ https://www.mediafire.com/download/nw29c4037vgcwot

ধন্যবাদ।।।