হ্যাকিং এর হাতেখড়ি-০৮ ফেসবুক ভেরিফাইড আইডি তৈরী করুন এবং সাথে সাথে হউক হ্যাকিং

মূলত ফিশিং পেইজ হলো হ্যাকিং করার একটা অন্যতম জনপ্রিয় উপায় আর ফেসবুকের ক্ষেত্রে বলতে গেলে এটা অনন্য পরিচিত একটা হ্যাকিং ট্রিক্স।
কিন্তু আজকাল প্রায় সবাই-ই ফিশিং সম্পর্কে অবগত তাই স্মার্ট মেথড ছাড়া ফিশিং প্রায় অসম্ভব আরকি!
চলুন আমরা ফিশিং এর স্মার্ট একটা মেথড সম্পর্কে শিখে আসি.
সবার আগে http://shadowave.co/ সাইটে গিয়ে ফ্রি সাইনআপ করুন(ইউসারনেম+ইমেইল+পাসওয়ার্ড+কান্ট্রি+এইজ এবং ক্যাপচা পূরন করে সাইআপ করবেন)। তারপর ইনডেক্স পেইজে ফেসবুক প্রোফাইল সিলেক্ট করুন এবং আপনার ফিশিং পেজের নাম+ ফটো ইত্যাদি সিলেক্ট করুন এবং এখানে ব্লু টিক ভ্যারিফাইড ব্যাচ এর অপশন অন করুন এবং creat করুন।
তাহলে আপনার ভ্যারিফাইড ফেসবুক পেইজ তৈরী হয়ে যাবে এইবার এই লিংক ভিক্টিমকে দিন; ভিক্টিম আপনার ভেরিফাইড পেইজ ভেবে প্রলোভিত হয়ে লগিন করলেই আপনার শ্যাডোওয়েভ একাউন্টের My victim ফোল্ডারে ভিক্টিমের ফেসবুক ইউসার আইডি/ইমেইল+পাসওয়ার্ড এবং আইপি এড্রেসও পেয়ে যাবেন সহজেই!

উল্লেখ্য→ গতকাল টেকটিউনস ভিউ আমার দুটি টিউন কপি পেস্ট আকারে মার্ক করেন; আমি তাদের অবগতির জন্য জানাচ্ছি আমার সকল টিউন ইউনিক এবং কোথা হতে কপি পেস্ট করা নয়। আমার উদ্দেশ্য সকলকে হ্যাকিং রিলেটেড টিউটোরিয়াল দিয়ে হ্যাকিং সম্পর্কে সাম্যক অবগত করা এবং একইসাথে সচেতনতা তৈরী করা।
তবু কিছু কিছু হ্যাকিং রিলেটেড নলেজ যা সর্বদাই ধ্রুব(যেমন কালি লিনাক্সের ব্যবহার কিংবা এসকিইএল ভার্নাবিলিটি খোঁজা ইত্যাদি) তা আমার নিজের ভাষায় সকলের বোঝার জন্য নিজে টিউন করা। তবুও টেকটিউনসসি ভিউ এর এমন উদ্দ্যোগে সাধুবাদ জানাই।
টেকনোলোজির মুক্ত প্লাটফর্ম হউক টেকটিউনস।
ফেসবুকে আমাকে পেতে পারেন→Anonymous Hacker

Level 0

আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস